৩৬,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে! (Apply Now!) | PMSS Scholarship 2022

PMSS Scholarship 2022, (প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম) PMSS Scholarship Eligibility, PMSS Scholarship Application Form, Official Notice, Official Website

ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালো করে পড়াশোনা শিখিয়ে তাদের মানুষের মত মানুষ করে তোলাই আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষরা ঠিকভাবে দুবেলা নিজেদের পেট চালাতে হিমশিম খায়। সেখানে ভালো করে পড়াশোনার কথা ভাবা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা একটু বড়ো হওয়ার পরই এদিক ওদিক কাজ করতে শুরু করে দেয়। শৈশবকাল বলতে তাদের আর কিছু থাকে না। তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

সেই সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি প্রধানমন্ত্রীর উদ্যোগে এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (PMSS Scholarship 2022) ব্যবস্থা করেছে। বিশেষত সমাজের সুবিধাবঞ্চিত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।

বিষয় তালিকা

PMSS Scholarship 2022: Scholarship Name | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: স্কলারশিপের নাম

প্রধানমন্ত্রীর উদ্যোগে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- Prime Minister’s Scholarship Scheme (PMSS)।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 টাকা দেওয়া শুরু হলো এই Scholarship-এর! আপনি পেয়েছেন? কবে টাকা পাবেন? জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৮,০০০ টাকা করে পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Saksham Scholarship 2022

PMSS Scholarship 2022: Scholarship Ammount | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপের মাধ্যমে ছেলেদের মাসিক ২,৫০০ টাকা অর্থাৎ ৩০,০০০ টাকা বাৎসরিক বৃত্তি দেওয়া হয় এবং মেয়েদের মাসিক ৩,০০০ টাকা অর্থাৎ ৩৬,০০০ বাৎসরিক বৃত্তি প্রদান করা হয়।

How Many Students Will Get PMSS Scholarship 2022: | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: কতজন প্রাপক বৃত্তি পাবেন

প্রত্যেক বছর প্রায় ৫,৫০০ জনের অধিক যোগ্য পড়ুয়াকে বাছাই করে এই বৃত্তি দেওয়া হবে।

PMSS Scholarship 2022 Apply Online: | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) অফিসিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in-এ গিয়ে ‘New Application’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর আপনার নিবন্ধিত আইডি দিয়ে লগইন করতে হবে এবং ‘আবেদন ফর্ম পৃষ্ঠা’-এ যেতে হবে।

৪) যদি নিবন্ধিত না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করতে হবে।

৫) তারপর আপনাকেPMSS Scholarship পেজে পুনঃনির্দেশিত করা হবে।

৬) এরপর আপনাকে ‘এখনই আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে।

৭) তারপর আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।

৮) এরপর আপনার নথিপত্র আপলোড করতে হবে।

৯) সবশেষে আপনাকে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

PMSS Scholarship 2022: Required Documents | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • HOO কর্তৃক জারি করা আপনার সার্ভিং সার্টিফিকেট (সেভিং কর্মীদের ক্ষেত্রে)
  • রাজ্য সরকার কর্তৃক জারি করা শংসাপত্র (যা রাজ্য পুলিশ কর্মী নকশাল/সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে নির্দেশ করবে)
  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (MEQ) অর্থাৎ আপনার উচ্চমাধ্যমিক স্নাতক এবং ডিপ্লোমা মার্কশিট (সব বছর অথবা সেমিস্টারের জন্য)
  • আপনার পিপিও/ডিসচার্জ সার্টিফিকেট/বই (A থেকে F ক্যাটাগরির জন্য)
  • মৃত কর্মীদের ডেথ সার্টিফিকেট
  • আপনার অক্ষমতা শংসাপত্র (প্রতিবন্ধী কর্মীদের জন্য)
  • আপনার বীরত্ব পুরস্কারের শংসাপত্র (বীরত্ব পুরস্কার বিজয়ীদের জন্য)

PMSS Scholarship PMSS Scholarship Eligibility | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: যোগ্যতা

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঠরত হতে হবে।

২) এই স্কলারশিপে প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন কোস্ট গার্ড এর সৈনিকদের ওপরে নির্ভরশীল পরিবারের পড়ুয়ারাও আবেদন জানাতে।

৩) এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৪) আবেদনকারী প্রার্থীদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, এমবিএ, এমসিএ ইত্যাদি কোর্সে পাঠরত হতে হবে।

৫) আবেদনকারী প্রার্থীদের নিজস্ব আধার কার্ড থাকা আবশ্যক।

৬) আবেদনকারী প্রার্থীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তবে যদি আপনার নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার বাবা, মায়ের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও আপনি দিতে পারবেন।

এই স্কলারশিপের জন্য প্রত্যেক বছর যে পরিমাণ আবেদন জমা পড়ে, তার ৯০%-এর বেশি আবেদনকারীদেরকে PMSS Scholarship প্রদান করা হয়ে থাকে।

PMSS Scholarship

PMSS Scholarship 2022: Last Date of Apply | প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩০.১২.২০২২ অর্থাৎ ৩০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Noticeএখানে দেখুন
Official Website Linkএখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 Amazon Scholarship 2022

👉 SBI Scholarship 2022

👉 West Bengal Scholarship 2022

👉 Dr. Reddy’s Foundation Sashakt Scholarship 2022

FAQ: PMSS Scholarship 2022 (প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২)

Q: PMSS Scholarship 2022 (প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: PMSS Scholarship 2022 (প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, এমবিএ, এমসিএ,স্নাতক ইত্যাদি কোর্সে পাঠরত হতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: PMSS Scholarship 2022 (প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২২)-এ আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment