Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন

(১/১১) রাজ্যবাসীর সাহায্যার্থে সর্বদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সাধারণ মানুষকে অধিক পরিষেবা প্রদানের জন্য তিনি সবসময় কোন না কোন প্রকল্প চালু করে থাকেন। তেমনই আবার তিনি নতুন একটি প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে আবেদন করলে সকল গরীব মানুষকে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তবে কারা করতে পারবে এই প্রকল্পে আবেদন? বিস্তারিত জানতে নিচের পোস্টটি সম্পন্ন পড়ুন।

কারা করতে পারবে এই প্রকল্পে অবেদন?

(২/১১) এই প্রকল্পটি রাজ্যের সাধারণ মানুষের জন্য নয় মূলত মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হতে চাওয়া বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি। মাছ চাষের মধ্যে দিয়ে তাদের স্বনির্ভর করতে সাহায্য করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

(৩/১১) রাজ্যের যে সমস্ত মানুষ আগে থেকেই এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা স্বাবলম্বী হওয়ার জন্য যারা এই পেশাটিকে বেছে নেবেন ভাবছেন তাদের জন্য এই প্রকল্পটি। এই প্রকল্পের সরকারি অনুদান দেওয়া হবে ৫০০০ টাকা। এই প্রসঙ্গে নবান্ন জানিয়েছে মাছ চাষের জন্য যারা অন্যের পুকুর বা জলাশয় লিজ নিয়ে থাকেন তারা এই প্রকল্পের সহায়তা পাবেন

🔥 আরও পড়ুন:

👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

🔥 আরও পড়ুন:

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

(৪/১১) রাজ্যের মৎস্য দপ্তর সূত্রের খবর যারা এভাবে মাছ চাষ করে থাকেন পূর্বে তাদেরকে সরকার মাছের চারা কিনে দিয়ে সাহায্য করত এবং তারা এইভাবে মাছ চাষ করত। আবার সরকার কর্তৃক কিনে দেওয়া এই ছোট মাছের চারাগুলি পুকুরে চাষ করে তারা মোটা টাকা উপার্জন করত।

(৫/১১) কিন্তু পূর্বের এই নিয়ম এখন মেনে চলে মাছ চাষ করা সম্ভব হচ্ছে না এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন সরকার কর্তৃক কিনে দেওয়া মাছের ক্ষেত্রে অনেক সময় মরা মাছ বের হয়। আবার পুকুর এবং পুকুরের জল অনুযায়ী মাছ নির্বাচন করতে হয় তাই এক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়।

(৬/১১) মৎস্যজীবীদের এই সমস্যা এড়ানোর জন্য সরকার মাছের চারা কিনে দেওয়ার পরিবর্তে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে উপরিউক্ত সমস্যাগুলিও দেখা দেবে না এবং পুকুরের ধারণা অনুযায়ী মাছ চাষ করা সম্ভব হবে। এবং পরবর্তীকালে এগুলোর মাধ্যমে মৎস্যজীবীরা মোটা টাকা রোজগার করতে পারবে।

(৭/১১) এই প্রকল্পে অনুদানের প্রথম পর্যায়ে রাজ্যের মোট ৯০০০ জনকে এইভাবে ৫০০০ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অনুদানের সমস্ত টাকাটি একেবারে অ্যাকাউন্টে ঢুকবে না।

Get 5000 rupees by applying for this government of west bengal scheme

(৮/১১) প্রথম দফায় সকলকে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে সেই টাকায় তারা মাছ কিনে পুকুরে চাষ করবে এবং এর প্রমাণস্বরূপ এ বিষয়ের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে সংলিষ্ট দফতরে। এবং পরের ৪০০০ টাকা ধাপে ধাপে একাউন্টের মাধ্যমে দেওয়া হবে।

(৯/১১) এ প্রকল্প চালু হওয়ার পর রাজ্যের সকল জেলার মানুষকে একসঙ্গে এ পরিষেবা দেওয়া সম্ভব নয় তাই কোন জেলার মানুষ আগে এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে সে সম্পর্কে সরকার জানিয়েছে।

(১০/১১) সরকারের মতে এর প্রথম পর্যায়ে রাজ্যের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলার মৎস্যজীবীদের প্রথমে সাহায্য করার কথা ভাবা হচ্ছে এবং এর পরে বাকি জেলাগুলিতে ধীরে ধীরে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

Leave a Comment