বিষয় তালিকা
Jio Recharge Plans:
১/১০: আজ আমরা আপনাদের রিলায়েন্স জিও (Reliance Jio)-এর এমন দুটি প্ল্যান সম্পর্কে জানাবো, যার জন্য গ্রাহকদের হয়তো একটু বেশি খরচ করতে হতে পারে। কিন্তু তার পরিবর্তে Jio গ্রাহকরা সারা বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে রেহাই পাবেন।
২/১০: গ্রাহকদের জন্য Reliance Jio দামী রিচার্জ প্যাক অফার করে। তবে সস্তার প্ল্যানও এখানে রয়েছে। Jio-এর সস্তা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি হয় ২৩ দিন, ২৮ দিন, ১ মাস, ৩ মাস এবং ৬ মাস পর্যন্ত। অপরদিকে, ২,০০০ টাকার ওপরে হয় ১ বছরের ভ্যালিডিটি প্ল্যানগুলি।
৩/১০: আজ আমরা আপনাদের রিলায়েন্স জিও-এর এমন ২ টি প্ল্যান সম্পর্কে জানাবো, যার জন্য গ্রাহকদের একটু বেশি খরচ করতে হবে। কিন্তু বদলে Jio গ্রাহকরা সারা বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio Recharge Plans: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা! জেনে নিন এই প্ল্যান সম্পর্কে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Free আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Reliance Jio! এই ট্রিক এখনই কাজে লাগান
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio FREE Data: 87 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে! ১২ মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার
৪/১০: গ্রাহকদের Reliance Jio এমন ২ টি প্ল্যান অফার করে, যার খরচ প্রায় ৩,০০০ টাকা। এই ২টি প্ল্যানের বৈধতা ১ বছর অর্থাৎ ৩৬৫ দিন। এর মধ্যে গ্রাহকদের একটি প্ল্যান রিচার্জ করার জন্য খরচ হয় ২,৯৯৯ টাকা এবং অপর প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ করতে হয় ২,৮৭৯ টাকা।
৫/১০: এই ২ টি প্ল্যানেই গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, বিপুল পরিমাণ ডেটাসহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। তাহলে চলুন রিলায়েন্স জিও-এর এই দুটি প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Jio ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান:
৬/১০: এটি Jio-এর অতিরিক্ত ভ্যালিডিটি সবথেকে ভালো প্ল্যান। এই রিচার্জ করলে গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি করে হাই স্পিড ডেটাসহ ১ বছরের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও ৩৬৫ দিন + ২৩ দিন অর্থাৎ ৩৮৮ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংও পেয়ে যাবেন গ্রাহকরা। যদি আপনি এই প্ল্যানটির ভ্যালিডিটি অনুযায়ী সমগ্র ডেটার হিসেব করেন, তাহলে আপনি মোট ৯১২.৫ জিবি ডেটা পাচ্ছেন।
৭/১০: আপনি এই প্ল্যানটিতে 5G ডেটার সুবিধাও পেয়ে যাবেন। পাশাপাশি আপনি এই প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity, JioCloud সহ অন্যান্য সমস্ত Jio Apps-এর অ্যাকসেস পেয়ে যাবেন।
Jio ২,৮৭৯ টাকার প্রিপেড প্ল্যান:
৮/১০: এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি ১ বছরের বৈধতাসহ দৈনিক ২ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ গ্রাহকরা মোট ৭৩০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানে দৈনিক ডেটার কোটা যদি শেষ হয়ে যায়, তাহলে ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ৬৪ Kbps।
৯/১০: এছাড়াও এই প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity, JioCloud সহ অন্যান্য সমস্ত Jio Apps ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি এই প্ল্যানে 5G নেটওয়ার্ক এবং আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 RRB Rail Group D Recruitment 2023
👉 Pan Card Fraud: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন? জানুন উপায়
👉 EPFO: মার্চেই অ্যাকাউন্টে টাকা! মোদীর মন্ত্রী আরও কি কি জানালেন? জেনে নিন
👉 বদলে যাচ্ছে রেশনে পাওয়া সামগ্রীর পরিমাণ, আপনি কত কেজি পাবেন? দেখে নিন
👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন