৯,০০০ টাকা করে প্রতিমাসে পেয়ে যান সুদ! এই প্রকল্পে বিনিয়োগ করলেই আপনি হয়ে যাবেন মালামাল | Post office MIS scheme

১/৯: বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প (Central Government Scheme) বেশ জনপ্রিয়তা পেয়েছে।

২/৯: প্রত্যেক মাসেই আপনি যদি নির্দিষ্ট আয় পেতে চান, তাহলে আপনাকে কেন্দ্রীয় সরকারের এই স্কিমে অবশ্যই বিনিয়োগ করতে হবে। কারণ সরকারের এই স্কিমে বিনিয়োগ করা মানে রিটার্নের সম্পূর্ণ গ্যারান্টি পাওয়া। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ। বিশেষত বেসরকারি জায়গায় বিনিয়োগ করা খুব একটা সহজ নয়। এই আবহে সরকারের এই স্কিমে বিনিয়োগ করতে ভুলবেন না।

৩/৯: প্রত্যেক মাসের প্রথম তারিখেই যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৯ হাজার টাকা পেতে চান তাহলে এই স্কিমে বিনিয়োগ করুন। সরকারের এই স্কিমের নাম হলো- পোস্ট অফিস মাসিক সেভিংস স্কিম। আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করে আপনাকে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Govt Scheme: ২০,০০০ টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক! আবেদন করলেই সুযোগ!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Awas Yojana New List: প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট! এই ভাবে নিজের নাম এখনই চেক করে নিন!

কেবলমাত্র একবার বিনিয়োগ করুন-

৪/৯: পোস্ট অফিসের এই মাসিক আয় প্রকল্পে ভালো সুদ দেওয়া হয়। এই প্রকল্পে একবার বিনিয়োগ করে আপনি প্রত্যেক মাসে অনেক টাকা সুদ হিসেবে পেতে পারেন। প্রসঙ্গত, জানুয়ারি-মার্চ ২০২৩-এর সুদের হার হয়েছে ৭.১%। তবে সময় অনুযায়ী এই সুদের হারও পরিবর্তিত হয়। এই স্কিমে লক-ইন পিরিয়ড ৫ বছরের

৫/৯: পরিপক্কতার পর, বিনিয়োগকারীর কাছে থাকে ২ টি অপশন। এই টাকা তিনি উত্তোলন করতে পারেন এবং পুনরায় এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

৬/৯: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন সম্প্রতি বাজেট বক্তৃতায় বলেছেন যে, এই প্রকল্পে বিনিয়োগের সীমা ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হবে ৯ লক্ষ টাকা। পাশাপাশি, ১৫ লক্ষ টাকা করা হবে যৌথ একাউন্টের জন্য

এইভাবে পান মাসিক ৯ হাজার টাকা-

৭/৯: এই প্রকল্পে বিনিয়োগের সীমা বেড়েছে। একটি যৌথ অ্যাকাউন্টে এখন বিনিয়োগ করা যেতে পারে ১৫ লক্ষ টাকা। আপনি যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রত্যেক মাসে সুদ হিসেবে আপনি ৯ হাজার টাকা পাবেন। তবে এর আওতায় যৌথ অ্যাকাউন্টহোল্ডারদের বিনিয়োগ অনুযায়ী অর্থ প্রদান করা হবে।

৮/৯: মাসের শেষে এই সুদ দেওয়া হয় এবং মেয়াদ পূর্ণ হওয়ার আগে পর্যন্ত আপনি এই সুদ পেতে থাকবেন। অপরদিকে, একটি অ্যাকাউন্টের অধীনে আপনি যদি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মাসিক ৫,৩২৫ টাকা সুদ হবে।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Karma sathi Prakalpa: বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? জানুন

👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?

👉 Jago Prakalpa: ৫০০০ টাকা করে প্রত্যেক মহিলা পাবেন এই প্রকল্পে আবেদন করলে! আবেদন প্রক্রিয়া দেখুন এখানেই

👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!

👉 Lakshmir Bhandar Prakalpa

Leave a Comment