(১/৮) মানুষ তার প্রয়োজনের খাতিরে বিভিন্ন সময় ব্যাংক লোন (Bank Loan) নিয়ে থাকে। তবে পূর্বে ব্যাংক থেকে লোন নিতে গেলে মানুষকে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতো। এবং অনেক ঝামেলা পেরিয়ে লোন পাওয়া যেত।
(২/৮) তবে এখন এই লোন নেওয়া অনেকটা সহজ হয়ে গেছে। শুধুমাত্র আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। লোন (Loan) দেওয়া ব্যাঙ্কগুলি এখন আধার কার্ড ব্যবহার করে E-KYC করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে ব্যাংক থেকে সহজে লোন নেয়া যাবে।
(৩/৮) এই আধার কার্ড (Adhaaar Card) -এর মাধ্যমেই আবার ঋণ নিতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)-এর মতো ভারতের অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যেই পেতে পারবেন ব্যাংক লোন।
🔥আরও পড়ুন:
চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
🔥আরও পড়ুন:
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
🔥আরও পড়ুন:
👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?
(৪/৮) তবে এক্ষেত্রে অবশ্যই লোন নেওয়া ব্যক্তিকে ক্রেডিট স্কোর পরীক্ষা করতে হবে। যদি এই ক্রেডিট স্কোর ব্যক্তির নামে ৭৫০ বা তার বেশি হয় তবে সে ব্যাংক লোন নিতে পারবে। এই আধার কার্ড-এর মাধ্যমে দু লক্ষ টাকা পর্যন্ত লোন নেয়া যেতে পারে।
(৫/৮) আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদন করার ৫ মিনিটের মধ্যেই লোন নেওয়া টাকা একাউন্টের মাধ্যমে ঢুকে যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের মাধ্যমে লোন নেওয়া সম্ভব। এর জন্য প্রথমে আপনাকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তবে এটি ছাড়াও ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়া ব্যক্তি আবেদন করতে পারে।
(৬/৮) এর থেকে একটি ওটিপি পাওয়া যাবে। এটি সঠিক জায়গায় বসিয়ে দিলে আপনার ব্যক্তিগত ঋণ এর অপশনটি বেছে নিতে পারবেন এবং ঋণ বেছে নেওয়ার পর আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলি লিপিবদ্ধ করতে হবে। এর সঙ্গে সঙ্গে ব্যাংক লোন নেওয়ার জন্য আপনার প্যান কার্ড অবশ্যই লাগবে।
(৭/৮) উপরের প্রক্রিয়াটি সঠিক এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে। আপনার সমস্ত নথিপত্র গুলি সাবমিট করার সময় ব্যাংক দ্বারা ক্রস চেক করতে হবে আপনার ঋণ অনুমোদিত হলে ব্যাংক সরাসরি আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
(৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন
👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর
👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
👉 Dhirubhai Ambani Scholarship 2023