৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন

স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে দারুন খবর! স্টেট ব্যাংক তবে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে। তারা এক প্রকার তাদের গ্রাহকদের জন্য লটারি জেতার মতো সুযোগ নিয়ে এসেছে। আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ব্যাপক পরিমাণ টাকা পেতে পারেন। আপনি পেতে পারেন প্রায় ৫৭ হাজার টাকাতাহলে চলুন এই স্কিমের সম্পর্ক বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

এই বিপুল পরিমাণ অর্থ স্টেট ব্যাংক (State Bank of India) তাদের গ্রাহকদের সুদ হিসেবে দেবে। এই স্কিমটির নাম হলো- এসবিআই রেকারিং ডিপোজিট স্কিম। এর অধীনে প্রত্যেক মাসে আপনাকে ওই অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। স্কিম চালু করার আগেই কত টাকা দেবেন তা আপনি নির্বাচন করতে পারবেন। এরপর প্রত্যেক মাসে আপনাকে আপনার নির্বাচিত সেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।

ধরুন আপনি ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট খুলেছেন। প্রত্যেক মাসে আপনি সেখানে ৫,০০০ টাকা জমা দিচ্ছেন। এখানে আপনি ৬.৭৫% হারে সুদ পাবেন। ৫ বছর পর আপনার অ্যাকাউন্টটির মেয়াদপূর্তি হলে, আপনি অতিরিক্ত ৫৭ হাজার ৬৫৮ টাকা পাবেন। তার কারণ প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে রেকারিং ডিপোজিটে আপনি যদি জমাতে থাকেন, তাহলে আপনার মোট বিনিয়োগের অংক ১ বছরে ৬০,০০০ টাকা হয়।

🔥 আরও পড়ুন:

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

🔥 আরও পড়ুন:

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত

অর্থাৎ ৫ বছরে আপনার জমানো টাকা হবে ৩ লক্ষ টাকা। তাই মেয়াদপূর্তির সময় ৬.৭৫% হারের সুদে আপনি অতিরিক্ত ৫৭ হাজার ৬৫৮ টাকা পাবেন। অর্থাৎ ম্যাচিউরিটির সময় মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৬৫৮ টাকা আপনার হাতে থাকবে। প্রবীণ নাগরিকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও সুবিধা প্রদান করে থাকে।

Get more than 50 thousand rupees per month in this SBI scheme

একজন প্রবীণ নাগরিক রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭৫ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পান। অর্থাৎ প্রবীর নাগরিকরা আরও বেশি টাকা রিটার্ন পান। সহজে টাকা সঞ্চয় করার জন্য এই স্কিমটি উপযুক্ত। আপনি ১ বছর থেকে ১০ বছরের জন্য এখানে টাকা রাখতে পারবেন। আপনি এখানে মাত্র ১০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন। এখানে আপনি যত বেশি টাকা রাখবেন, সুদ হিসেবেও আপনি তত বেশি টাকাই রিটার্ন পাবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

Leave a Comment