how to apply pan card online, Pan Card Online Apply
আধার কার্ড (Aadhaar Card) ভারতের নাগরিকের কাছে বর্তমানে গুরুত্বপূর্ণ একটি নথি। তবে প্যান কার্ডও (PAN Card) দেশের নাগরিকের কাছে উল্লেখযোগ্য একটি নথি। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়াসহ এই নথিগুলির প্রয়োজন হয়। একজন ব্যক্তির প্যান কার্ডে ফাইনান্সিয়াল ডাটা রেকর্ড থাকে।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
যদি আপনার বয়স ১৮ বছর হয়ে থাকে এবং যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড তৈরি না করে থাকেন তাহলে এখনই এই নথিটি তৈরি করে নিন। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো যে প্যান কার্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। আর সবথেকে বড়ো কথা আপনি এই প্যান কার্ড মাত্র ১১০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে জেলার স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ! | Purba Medinipur CMOH Recruitment 2022 (Apply Now!)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PMSS Scholarship 2022: ৩৬,০০০ টাকা পর্যন্ত পেয়ে যান প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম-এ আবেদন করে! (Apply Now!)
বিষয় তালিকা
PAN Card অনলাইনে আবেদন করার পদ্ধতি (how to apply pan card online):
১) আপনি যদি প্যান কার্ড তৈরী করতে চান তাহলে আপনাকে প্রথমে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (Income Tax Department) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কিংবা আপনাকে সরাসরি https://incometaxindia.gov.in/Pages/tax-services/apply-for-pan.aspx-এই লিংকে ক্লিক করে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকতে হবে।
২) আপনি এই পোর্টালে https://tin.tin.nsdl.com/pan/index.html এবং https://www.pan.utiitsl.com/PAN/-এই দুটি অ্যাপ্লিকেশন লিংক পেয়ে যাবেন। এখানে আপনাকে যেকোনো একটি লিংকে ক্লিক করতে হবে।
৩) তারপর এই লিঙ্কের যেকোনো একটিতে ক্লিক করলে নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখানে আপনার সামনে একটি ফর্ম আসবে। এখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্যাদি এন্টার করতে হবে।
৪) অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার পর আপনাকে কোন নথিপত্রগুলি পাঠাতে হবে তার একটি তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে সেখানে নিজের পাসপোর্ট সাইজ ছবি লাগতে হবে। এরপর যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি আপনাকে এই প্রিন্ট আউটের সাথে একসাথে দিয়ে নিকটবর্তী UTIITSL অথবা NSDL অফিসে শীঘ্র পাঠিয়ে দিতে হবে।
আপনি UTIITSL অথবা NSDL অফিসের ঠিকানা অনলাইন সার্চ করে পেয়ে যাবেন। এছাড়াও প্যান এনকোয়্যারি নম্বর ০৩৩-৪০৮০২৯৯৯ (033-40802999)-এ ফোন করে যোগাযোগ করতে পারেন।
আপনি যদি অনলাইনে প্যান কার্ড বানানোর জন্য আবেদন করেন তাহলে আপনাকে একটা সার্ভিস ফি অর্থাৎ আবেদন মূল্য দিতে হবে। ভারতীয় নাগরিকদের ৯৩ টাকা (GST ছাড়া) সার্ভিস ফি দিতে হবে। এছাড়াও কোনো বিদেশী নাগরিককে প্যান কার্ডের আবেদনের জন্য ৮৬৪ টাকা (GST ছাড়া) সার্ভিস ফি দিতে হবে। এই টাকা আপনি ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন।
PAN Card হাতে পাবেন ১০ দিনের মধ্যে-
আবেদন করার পর আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকলে সঠিক সময়ে UTIITSL অফিসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আপনার প্যান কার্ড আপনি ১০ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন।
কিন্তু যদি আপনার নথিপত্র পাঠাতে দেরি হয় তাহলে আপনার আবেদন খারিজও করা হতে পারে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত নথিপত্র ভ্যারিফাইড না হয়, ততক্ষন আপনার প্যান কার্ডের আবেদন সম্পন্ন হবে না। তাই আপনি শীঘ্রই ডকুমেন্ট পাঠান। তবে নথিপত্র পাঠানোর পূর্বে অবশ্যই সেগুলিকে ক্রস চেক করে নেবেন। এরজন্য আপনার আধার কার্ড আপ-টু-ডেট থাকতে হবে। কারণ আধার কার্ডকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করা হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!
👉 আপনিও কি কেন্দ্রীয় আবাস যোজনার নতুন বাড়ি পাবেন? কি কি শর্ত মানতে হবে? বিশদে জানুন।
👉 WB Primary TET 2022: রবিবার টেট পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে? জেনে নিন