National Scholarship Portal, latest scholarships 2022, Central Government Scholarship, Central Govt Scholarship, ন্যাশনাল স্কলারশি পোর্টাল
ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর! আপনি যদি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। এই স্কলারশিপের জন্য যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই নেশনাল স্কলারশিপ ((NSP) National Scholarship Portal) প্রদান করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত ছাত্রছাত্রীই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 (NSP) National Scholarship Portal: Scholarship Name | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: স্কলারশিপের নাম
- 2 (NSP) National Scholarship Portal: Scholarship Ammount | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: বৃত্তির পরিমাণ
- 3 How to Apply for (NSP) National Scholarship Portal: | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: আবেদন প্রক্রিয়া
- 4 (NSP) National Scholarship Portal: Required Documents | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: প্রয়োজনীয় নথিপত্র
- 5 (NSP) National Scholarship Portal: Educational Qualification | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: শিক্ষাগত যোগ্যতা
- 6 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 7 FAQ: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)
- 7.1 Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদন কিভাবে করতে হবে?
- 7.2 Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
- 7.3 Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় কত?
(NSP) National Scholarship Portal: Scholarship Name | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: স্কলারশিপের নাম
ন্যাশনাল স্কলারশি পোর্টাল-এ যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- National Scholarship.
(NSP) National Scholarship Portal: Scholarship Ammount | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের বার্ষিক ৩,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।
How to Apply for (NSP) National Scholarship Portal: | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: আবেদন প্রক্রিয়া
১)আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) আপনকে গুগল ক্রোমে গিয়ে NSP লিখে সার্চ করতে হবে।
৩) এরপর আপনার সামনে যে ওয়েবসাইটটি ওপেন হবে তার ওপর ক্লিক করে দিতে হবে ।
৪) আপনি যদি প্রথমবার এখানে আবেদন করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য ‘New Registration’ অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর ‘NSP’ অপশনে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৬) রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করতে হবে।
৭) এরপর আপনার ডকুমেন্ট দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
(NSP) National Scholarship Portal: Required Documents | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুকির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার মাধ্যমিকের এডমিট কার্ড
- আপনার পূর্ববতী শেষ পরীক্ষার মার্কশিট
- আপনি পরিবারের ইনকাম সার্টিফিকেট
- আপনার ব্যাংকের পাসবই
- আপনার দুটি পাসপোর্ট সাইজের ছবি
- আপনার ভর্তি রশিদ
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(NSP) National Scholarship Portal: Educational Qualification | ন্যাশনাল স্কলারশি পোর্টাল: শিক্ষাগত যোগ্যতা
এই স্কলারশিপের জন্য প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, Ph.D পাশ প্রত্যেকেই আবেদন করতে পারবে। প্রার্থীদের পাশ নম্বর অথবা ৫৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে হবে। এছাড়াও আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার পরিবারের বার্ষিক আয় হতে হবে ২৫০০০০ টাকার কম।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
(NSP) National Scholarship Portal Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Latest Paramparik Scholarship 2022
🔥 Shah Rukh Khan Scholarship 2022
🔥 JK Lakshmi Vidya Scholarship 2022
🔥 Sitaram Jindal Scholarship 2022
🔥 Swami Vivekananda Scholarship 2022
FAQ: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)
Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদন কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, Ph.D পাশ প্রত্যেকেই আবেদন করতে পারবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: (NSP) National Scholarship Portal (ন্যাশনাল স্কলারশি পোর্টাল)-এ আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় কত?
Ans: ২,৫০,০০০ টাকার কম। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)