১/৯: রাজ্যের একাধিক সরকারি কর্মচারী DA-এর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সরকারের তরফে ৩% DA ঘোষণা করা হলেও কর্মচারীরা তাতে মোটেও খুশি নন। তাদের দাবি তাদেরকে কেন্দ্রীয় হারেই DA দিতে হবে। এই বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। যতক্ষণ পর্যন্ত না সরকার কোনো ইতিবাচক সাড়া দেয় সংগ্রামী যৌথ মঞ্চ তাদের এই আন্দোলন থেকে এক চুলও সরবেন না বলেই জানিয়েছে তারা। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীও তার জায়গা থেকে সরতে নারাজ। এতে সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে তিক্ততার সম্পর্ক বেড়ে চলেছে।
২/৯: কিন্তু এইসবের ফল রাজ্যের সাধারণ জনগণ কেন ভোগ করবেন? গত কয়েক মাস ধরে এই DA ইস্যুতে কখনো ধর্মঘট আবার কখনো বা কর্মবিরতি, এছাড়াও অবস্থান বিক্ষোভ তো চলছেই। রাজ্যের কর্ম সংস্কৃতিও এই আন্দোলনের জেরে নষ্ট হতে বসেছে। এর ফলে সাধারণ মানুষ যখন কোনো কাজের জন্য সরকারি অফিসে যাচ্ছেন, তখন তাদেরকে একপ্রকার নাকাল হয়ে ফিরতে হচ্ছে। এরপরও সরকারি কর্মীরা যেমন তাদের জায়গা থেকে সরতে নারাজ, তেমনই অপরদিকে মূখ্যমন্ত্রীও দিনের পর দিন তাঁর কথার ঝাঁঝ বাড়িয়ে চলেছেন।
৩/৯: বর্তমান পরিস্থিতিতে যে বেগতিক, তা রাজ্যের সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পারছেন। সেই আমজনতাই সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যেখানে পড়ে ভুক্তভোগী হচ্ছেন।
🔥 আরও পড়ুন:
👉 WB Clerk Assistant Teacher Recruitment 2023
🔥 আরও পড়ুন:
👉 Aadhaar link: এইসব প্রকল্পে আধার লিঙ্ক না করা থাকলে আর চলবে না! সতর্ক করে দিল নবান্ন
🔥 আরও পড়ুন:
👉 Big News: এবার Aadhaar Card তৈরিতে থাকবে হবে এই যোগ্যতা! জেনে নিন এখনই
৪/৯: এই আবহে আইনজীবী রমা প্রসাদ সরকার রাজ্যের সাধারণ জনগণের এই দুর্ভোগের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এই বিষয়ে মামলাকারীর একটাই দাবি তা হলো, DA ইস্যুতে রাজ্যের সাধারণ মানুষ সরকার এবং সরকারি কর্মীদের মাঝে পড়ে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারি আইনজীবী তথা রাজ্যের অ্যাডভোকেট জেলারেলকে আদালতে সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন।
৫/৯: এই বিষয়ে মহামান্য বিচারপতি দ্বয় গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন – অবস্থান বিক্ষোভ– অনশন এমনকি গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মীদের ৩% DA বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের ধর্মঘট এবং কর্মবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করেন।
৬/৯: রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে মহামান্য বিচারপতিদ্বয় গত ৬ এপ্রিল থেকে এই DA-এর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের কর্মবিরতির জন্য হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে প্রভাব পড়েছে কিনা তা জানতে চান। রাজ্যের ভারপ্রাপ্ত অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের প্রত্যুত্তরে আদালতে জানান যে, হাজিরা দিলেও কর্মীরা সেদিন কেউই কাজ করেননি। এছাড়াও বিচারপতিদ্বয় রাজ্যের হাসপাতালগুলির বর্তমান অবস্থা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন। এই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন যে, ৪৩৬ কোটি টাকা ক্ষতি বাদে প্রথম থেকেই জরুরি পরিষেবা সচল রয়েছে। জরুরী পরিষেবায় ধর্মঘট কিংবা কর্মবিরতির জন্য কোনো প্রভাব পড়েনি। তবে আদালতে কর্মচারী সংগঠনের আইনজীবী জানান যে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মাননীয়া মুখ্যমন্ত্রীর কিছু আপত্তিকর মন্তব্যের জন্যই সেদিন কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছিল।
৭/৯: বিচারপতি মহামান্য টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলায় দীর্ঘ সওয়াল-জবাবের পর রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মীদের সাথে অবিলম্বে ইতিবাচক আলোচনায় বসার জন্য স্পষ্টভাবে নির্দেশ দেন। বিচারপতিগণ এও স্পষ্ট করেন যে, এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ থাকবে। ফলে রাজ্যের মুখ্য এবং অর্থ সচিব আন্দোলনকারী সরকারি কর্মীদের ৩ জন প্রতিনিধির সাথে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী ১৭ এপ্রিল আলোচনায় বসতে চলেছেন।
৮/৯: সরকারি মহলে এই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে যে, সেই দিনের আলোচনায় কিছু একটা রফা সূত্র পাওয়া যেতে পারে। রাজ্য সরকার অবশেষে আদালতে নির্দেশেই ইতিবাচক ভূমিকা নিতে চলেছে। কিন্তু কর্মীদের দাবি সরকার মেনে নেয় কিনা তা ভবিষ্যৎ বলবে। তবে আদালতে যে প্রধান চালিকাশক্তি এবং ভরসা স্থল তার বলার অপেক্ষা রাখে না।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 এবার ৯০,০০০ টাকা প্রতি মাসে বাড়িতে বসেই রোজগার করুন SBI-এর সাহায্যে! কি ভাবে? জেনে নিন
👉 SIM Card আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে! এসব ভুল ভুলেও করবেন না!
👉 PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন