Google Recruitment 2022 | গুগল নিয়োগ ২০২২: মোটা অংকের বেতনে ভারতে গুগল কোম্পানিতে চাকরি

Google Recruitment 2022, Google Internship 2022, Google Recruitment 2022 Apply Online, গুগল নিয়োগ ২০২২, Google Job Vacancy 2022

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! ‘গুগল’-এই নামটা আজ প্রায় গোটা বিশ্বের কাছেই চেনা। পৃথিবী আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই গুগল। বিশ্বের সবথেকে বড়ো সার্চ ইঞ্জিন হলো গুগল। নতুন প্রজন্ম অথবা অনলাইন জগতের সব মানুষই দিনরাত এই গুগলে ঘোরাঘুরি করেন। এমনকি শুধুমাত্র গুগল ফোনেই সীমাবদ্ধ নেই। আজ আমাদের বাড়ির সবজায়গায় পৌঁছে গেছে গুগল। বাড়িতে গুগল অ্যাসিস্ট্যান্ট-এর মাধ্যমে নিজের জায়গায় বসেই আমরা অনেক কাজ করে নিতে পারি। পৃথিবীর সর্ববৃহৎ এই আইটি কোম্পানি সম্প্রতি ভারতে একটি ইন্টার্নশিপের (Google Recruitment 2022) ব্যবস্থা করেছে। যেখান থেকে এই ইন্টার্নশিপের পর চাকরি প্রার্থী অথবা ছাত্রছাত্রীদের নিয়োগের ব্যবস্থা করা হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Google Recruitment 2022 | গুগল নিয়োগ ২০২২

গুগল ইন্ডিয়া (Google Recruitment 2022) ২০২৩ এবং ২০২৪ সালের ব্যাচের জন্য ভারতে একটি ইন্টার্নশিপ আয়োজন করতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Organization Name (সংস্থার নাম)গুগল
Internship Type (ইন্টার্নশিপের প্রকার)উইন্টার ইন্টার্নশিপ সামার ইন্টার্নশিপ
Internship Location (ইন্টার্নশিপের স্থান)ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ
Apply Modeঅনলাইন

Google Job Vacancy 2022: Internship Types | গুগল নিয়োগ ২০২২: ইন্টার্নশিপের প্রকার

গুগল ইন্ডিয়া দুই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে।

  • উইন্টার ইন্টার্নশিপ
  • সামার ইন্টার্নশিপ

Google Recruitment 2022: Internship Period | গুগল নিয়োগ ২০২২: ইন্টার্নশিপের সময়সীমা

গুগল আয়োজিত উইন্টার ইন্টার্নশিপ চলবে ২২ থেকে ২৪ সপ্তাহ। জানুয়ারি ২০২৩ থেকে এই ইন্টার্নশিপ শুরু হবে।

সামার ইন্টার্নশিপ চলবে ১০ থেকে ১২ সপ্তাহ। এই ইন্টার্নশিপ শুরু হবে ২০২৩ মে অথবা জুন মাস থেকে।

Google Job Vacancy 2022: Who can Apply | গুগল নিয়োগ ২০২২: কারা আবেদন করতে পারবেন

ভারতের যেকোনো চাকরি প্রার্থী অথবা যেকোনো ছাত্রছাত্রী এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

How to Apply for Google Recruitment 2022: | গুগল নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

যে প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো-

  • আপনার সিভি (সিভিতে কোডিংয়ের লিস্ট থাকতে হবে)
  • আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র
  • আপনার সদ্য ইংলিশ ট্রান্সক্রিপ্ট

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Google Recruitment 2022: Educational Qualification | গুগল নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

উইন্টার ইন্টার্নশিপ-

যেসব পড়ুয়ারা কম্পিউটার সায়েন্স অথবা এইরকম কোনো বিষয় নিয়ে ব্যাচেলর প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামের ফাইনাল বর্ষে পড়াশোনা করছে এবং ২০২৩ সালে গ্রাজুয়েট হবে সেইসব পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও C, C++, Java, JavaScript, Python কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট-এ অভিজ্ঞতা থাকতে হবে। 

সামার ইন্টার্নশিপ-

যেসব পড়ুয়ারা কম্পিউটার সায়েন্স অথবা এইরকম কোনো বিষয় নিয়ে ব্যাচেলর প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামের ফাইনাল বর্ষে পড়াশোনা করছে এবং ২০২৪ সালে মার্চ মাসের পর গ্রাজুয়েট হবে সেইসব পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সফটওয়্যার ডেভেলমেন্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ইংলিশে লিখতে এবং কথা বলতে জানতে হবে।

Google Recruitment 2022: Internship Location | গুগল নিয়োগ ২০২২: ইন্টার্নশিপের স্থান

এই ইন্টার্নশিপটি ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

Google recruitment 2022

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Google Recruitment 2022 Official Notice- 1এখানে দেখুন
Google Recruitment 2022 Official Notice- 2এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

 🔥 BIS Recruitment 2022

 🔥 CGWB Recruitment 2022 

 🔥 Group C & Group D recruitment 2022

 🔥 Post Office Scheme 2022

🔥 Indian East Central Railway Group D Recruitment 2022

FAQ: Google Recruitment 2022 (গুগল নিয়োগ ২০২২)

Q: Google Recruitment 2022 (গুগল নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: উইন্টার ইন্টার্নশিপ-এর জন্য কম্পিউটার সায়েন্স অথবা এইরকম কোনো বিষয় নিয়ে ব্যাচেলর প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামের ফাইনাল বর্ষে পড়াশোনা করছে এবং ২০২৩ সালে গ্রাজুয়েট হবে সেইসব পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এছাড়াও C, C++, Java, JavaScript, Python কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট-এ অভিজ্ঞতা থাকতে হবে।
সামার ইন্টার্নশিপ-এর জন্য কম্পিউটার সায়েন্স অথবা এইরকম কোনো বিষয় নিয়ে ব্যাচেলর প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামের ফাইনাল বর্ষে পড়াশোনা করছে এবং ২০২৪ সালে মার্চ মাসের পর গ্রাজুয়েট হবে সেইসব পড়ুয়ারা আবেদন করতে পারবেন। সফটওয়্যার ডেভেলমেন্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ইংলিশে লিখতে এবং কথা বলতে জানতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Google Recruitment 2022 (গুগল নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Google Recruitment 2022 (গুগল নিয়োগ ২০২২)-তে আবেদন কারা করতে পারবেন?

Ans: যেকোনো ভারতীয় নাগরিক। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment