৩৬ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে ভারত সরকার, দ্রুত আবেদন করুন!

২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পে বৃত্তি প্রদান করা হবে। এই স্কলারশিপে পড়ুয়াদের ৩৬,০০০ টাকা পর্যন্ত বার্ষিক স্কলারশিপ দেওয়া হবে। সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

প্রাক্তন সৈনিক ও প্রাক্তন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ওয়ার্ড অথবা বিধবাদের কেন্দ্রীয় সৈনিক বোর্ড ওয়েবসাইটে প্রাপ্তব্য স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী প্রফেশনাল অথবা টেকনিক্যাল ডিগ্রী কোর্সের জন্য তাদের আবেদনপত্র জমা করতে আমন্ত্রণ জানানো হচ্ছে। যে সমস্ত পড়ুয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল অথবা টেকনিক্যাল ডিগ্রী কোর্সে পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপটি দেওয়া হবে।

বৃত্তির পরিমাণ-

১) এই স্কলারশিপে ছাত্রদের বার্ষিক ৩০,০০০ টাকা দেওয়া হবে।

২) এই স্কলারশিপে ছাত্রীদের বার্ষিক ৩৬,০০০ টাকা প্রদান করা হবে।

পড়ুয়ারা অনলাইন আবেদন করার পূর্বে পিএমএসএস লিঙ্ক এবং কেন্দ্রীয় সৈনিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in-এ চেকলিস্ট, FAQ এবং অন্যান্য তথ্যগুলি ভালো করে পড়ে নেবেন। যাতে আবেদনপত্র পূরণে কোনো ভুল না হয়।

আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ না হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন গ্রাহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের অনলাইন আবেদনের জন্য শেষ তারিখ হলো ৩০ নভেম্বর ২০২২। তাই আর দেরি না করে তাড়াতাড়ি এই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলুন।

Government of India will give scholarships to students up to 36 thousand rupees

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Wesite Linkএখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 West Bengal Municipality Recruitment 2022

🔥 UPSC Geo Scientist Exam 2022

🔥 Work from Home Jobs Kolkata

🔥 Eastern Railway Recruitment 2022

🔥 ITAT Recruitment 2022

🔥 WB Librarian Group C Recruitment 2022

Leave a Comment