Gramin Bank Recruitment 2022: ৮০০০ শূন্যপদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ ২০২২

Gramin Bank Recruitment 2022, Bank Jobs 2022, Bank Job Job 2022, গ্রামীণ ব্যাংক নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান। সারা ভারতের গ্রামীণ ব্যাংকগুলির তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে প্রচুর বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুষ-মহিলা নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়ই এই বিপুল সংখ্যক শূন্য পদ্গুলির জন্য আবেদন করতে পারবেন। তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে অনুরোধ করছি

এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Gramin Bank Recruitment 2022: গ্রামীণ ব্যাংক নিয়োগ ২০২২

ভারতের গ্রামীণ ব্যাংকগুলিতে যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই IBPS-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চাকরিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? কোন কোন পদে নিয়োগ করা হবে? আবেদন করবেন কি ভাবে? আবেদনের শেষ তারিখ কবে? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত ধ্যান দিয়ে পড়তে অনুরোধ করছি

Gramin Bank Recruitment 2022: পদের নাম

ভারতীয় গ্রামীণ ব্যাংকের তরফে বিভিন্ন ধরনের গ্রুপ সি তথা অ্যাসিস্ট্যান্ট RRB 1, RRB 2, RRB 3 ইত্যাদি পদ মিলিয়ে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ।

Gramin Bank Recruitment 2022: Total Vacancy (মোট শূন্যপদ)

বিভিন্ন গ্রামীণ ব্যাংকে সব মিলিয়ে এখানে প্রায় 8000-এর থেকেও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদ্গুলি নিম্নরূপ-

(১) অ্যাসিস্ট্যান্ট বা সহকারি পদে মোট ৪৪৮৩ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

(২) IBPS RRB Officer Scale I২৬৭৬ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

(৩) IBPS RRB Officer Scale II৮৪২ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

(৪) IBPS RRB Officer Scale III৮০ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Gramin Bank Recruitment 2022: Age Limit (বয়সসীমা)

গ্রামীণ ব্যাংকের ভিন্ন ভিন্ন পদের জন্য বয়সীমা ভিন্ন ভিন্ন রয়েছে, সেগুলি নিম্নে তুলে ধরা হলো-

  • আরআরবি অফিসার স্কেল III (সিনিয়র ম্যানেজার) পদে চাকরি করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
  • আরআরবি অফিসার স্কেল II (ম্যানেজার) পদে চাকরি করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে।
  • আরআরবি অফিসার স্কেল I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে চাকরি করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
  • অফিস সহকারী বা অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে চাকরি করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।
  • এছাড়াও সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 West Bengal Municipality Recruitment 2022

🔥 UPSC Geo Scientist Exam 2022

🔥 Eastern Railway Recruitment 2022

🔥 ITAT Recruitment 2022

🔥 WB Librarian Group C Recruitment 2022

🔥 TEA Board of India Recruitment 2022

🔥 State Bank of India Recruitment 2022

Gramin Bank Recruitment 2022: Salary (বেতন)

গ্রামীণ ব্যাংকে চাকরিরত কর্মীদের  প্রতি মাসে ৩৫,৫০০ থেকে ৭৫,১০০ টাকা টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How to Apply for Gramin Bank Recruitment 2022: আবেদন প্রক্রিয়া

গ্রামীণ ব্যংকগুলির এই পদ্গুলিতে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে ibps.in-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। দেখান থকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন।

চাকরিপ্রার্থীদের আবেদন করার পূর্বে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় চাকরিপ্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রের এক কপি আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তীকালের জন্য।

অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে:

অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে সেগুলি হলো-

(১)  সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

(২) আধার কার্ড অথবা ভোটার কার্ড

(৩) .চাকরিপ্রার্থীর নিজস্ব ফটো ও সাদা কাগজের উপর সিগনেচার করে স্ক্যান করতে হবে।

(৪) বয়সের প্রমাণপত্র

(৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

Gramin Bank Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

গ্রামীণ ব্যাংকের এই পদ্গুলিতে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে ভারতের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড (Download) করার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Gramin Bank Recruitment 2022

Gramin Bank Recruitment 2022: Last Date of Appply (আবেদনের শেষ তারিখ)

গ্রামীণ ব্যাংকের এই চাকরিতে আবেদনের শেষ তারিখ ২৭ জুন ২০২২

👉 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Gramin Bank Recruitment 2022 Apply Online আবেদন করুন
Official Notice Downloadডাউনলোড করুন
Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 West Bengal Municipality Recruitment 2022

🔥 UPSC Geo Scientist Exam 2022

🔥 Eastern Railway Recruitment 2022

🔥 ITAT Recruitment 2022

🔥 WB Librarian Group C Recruitment 2022

🔥 TEA Board of India Recruitment 2022

🔥 State Bank of India Recruitment 2022

FAQ: Gramin Bank Recruitment 2022

Q: Gramin Bank Recruitment 2022-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৭ জুন ২০২২।

Q: Gramin Bank Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত?

Ans: গ্র্যাজুয়েশন পাস।

Q: Gramin Bank Recruitment 2022-তে মোট শূন্য পদ কত?

Ans: ৮০০০-এর বেশি।

Leave a Comment