(১/১১) রাজ্যের সাধারণ মানুষদের ফের বড়ো সুখবর দিলেন রাজ্য সরকার! যারা রেশন এর সুবিধা পান তাদের ক্ষেত্রে নতুন একটি ঘোষণা। রাজ্যের প্রতিটি রেশন কার্ড (Ration Card) হোল্ডারকে মাথাপিছু নগদ ১০০০ টাকা করে দেওয়া হবে।
(২/১১) রাজ্যে জনগণের খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে করোনা অন্তর্বর্তীকালীন সময় থেকে রাজ্য সরকার প্রতিটি রেশন হোল্ডারকে বিনামূল্যে চাল, চিনি, গম ইত্যাদি দেওয়া শুরু করেছিল। বর্তমানে সেই নিয়মটি এখনও অব্যাহত রয়েছে।
(৩/১১) সঙ্গে রাজ্যের প্রতিটি রেশন হোল্ডারকে এই খাদ্য দ্রব্য গুলির সঙ্গে সঙ্গে আর্থিক ভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকার এই পরিকল্পনা গ্রহণ করেন। নতুন বছরের শুরুতে রাজ্য সরকার এই পরিকল্পনাটি গ্রহণ করেন যে চলতি মাস থেকে রাজ্যের সমস্ত রেশন হোল্ডার দের এই আর্থিক সুবিধাটি দেওয়া হবে। সাধারণ মানুষের সাহায্যার্থে রাজ্য সরকারের এইরূপ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar link: মোবাইল নম্বর বদলেছেন? মাত্র ৫০ টাকা দিয়ে এভাবে আধারের সাথে লিঙ্ক করুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: আপনার বাবা-মারও কী প্যান আধার লিঙ্ক করা জরুরি? এক ক্লিকে জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar card: আধার কার্ড আপডেট নিয়ে এলো বড় ঘোষণা! না জানলে সমস্যায় পড়তে পারেন
(৪/১১) ভারতের অন্তর্গত রাজ্য তামিলনাড়ুতে প্রতি বছর জানুয়ারি মাসে পোঙ্গল নামে একটি উৎসব পালন করা হয়। এই উৎসব পালন করার জন্য তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি রেশন হোল্ডারদের অর্থাৎ ২.১৯ কোটি মানুষকে আর্থিক ভাবে সাহায্য করা হয়। সঙ্গে পূর্বের ন্যায় চাল,চিনি এগুলো তো সঙ্গে রয়েছেই।
(৫/১১) করোনা অন্তর্বর্তীকালীন সময় থেকেই তামিলনাড়ু সরকার প্রত্যেক রেশন কার্ড হোল্ডার কে বিনামূল্যে ধান, আখ, চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য গুলির যোগান দিত। আবার এর সঙ্গে সঙ্গে আর্থিক ভাবেও সাহায্য করেছিল। রাজ্যের প্রতিটি রেশন হোল্ডারদের ২০১৯ সালে ১০০০ টাকা করে, ২০২০ ও ২০২১ সালে ২৫০০ টাকা করে পোঙ্গল উৎসব পালনের জন্য দিয়েছিল।
(৬/১১) তাই পূর্বের বছর গুলির মতই এই বছরও আর্থিক সাহায্যার্থে পিছিয়ে নেই তামিলনাড়ু সরকার, এবারেও রাজ্য বাসীদের আর্থিক ভাবে কিছুটা হলেও সাহায্য করতে তামিলনাড়ু সরকার এম.কে স্ট্যালিন আরও এক ধাপ এগিয়ে।
(৭/১১) আগামী মাসের ৩ রা জুন থেকে তামিলনাড়ুর প্রত্যেক মহিলা রেশন কার্ড হোল্ডারকে বিনামূল্যে রেশনে ১ কেজি করে চাল ও ১ কেজি করে চিনি দেওয়ার পাশাপাশি নগদ ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সম্প্রতি চলতি বছরের ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন রাজ্য সরকার নতুন এই স্কিমের ঘোষণা করেছেন।
(৮/১১) তবে সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই তামিলনাড়ুতে পঞ্চায়েত ভোট রয়েছে। তাই রাজ্যবাসীর মন জয় করতে এরূপ ঘোষণা তামিলনাড়ু সরকারের বলে মনে করা হচ্ছে।
(৯/১১) তবে এক্ষেত্রে তামিলনাড়ু সরকার এর সঙ্গে সঙ্গে দান ধ্যানের বিষয়ে গুজরাট ও হিমাচল প্রদেশের সরকারও পিছিয়ে নেই। একইভাবে এই বিষয়ে দিল্লি সরকারের ভূমিকাও অপরিসীম। রাজ্যবাসীর সাহায্যার্থে দিল্লি সরকার ১২ মাস ওই রাজ্যের সকল রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে জল ও বিদ্যুৎ দান করেন।
(১০/১১) দেশের অন্যান্য রাজ্যের মতই দান ধ্যানের বিষয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে রয়েছে। বলা যায় সর্বাধিক এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মানুষদের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে।
(১১/১১) রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে লক্ষীর ভান্ডারের মতো একটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, করোনার বছর থেকে প্রতি বছর দুর্গাপূজায় ৪৩ হাজার পূজা কমিটিকে নগদ ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া, ৭৫ ইউনিট এর নীচে বৈদ্যুতিক বিলে ছাড়, বিনামূল্যে রেশন দ্রব্য বিতরণ রাজ্যের তরফ থেকে এইসব সাহায্য গুলো দেওয়া হয়। এই দিক থেকে বিচার করে বলা যায় অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য সাহায্যের কাজে বেশ এগিয়ে।
৫/৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
👉 WB Asha Karmi Recruitment 2023 West Bengal
👉 রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! এবার থেকে ফ্রিতে মিলবে এই জিনিস প্রতিমাসে