(১/৮) দীর্ঘদিন ধরেই রাজ্যে সরকারি কর্মীরা তাদের DA (Dearness Allowance) বাড়ানো নিয়ে সরব হয়েছিলেন। অন্যান্য ক্ষেত্রে যেমন বিভিন্ন মেলা ও খেলা গুলিতে একটি বহুল পরিমাণে অর্থ ব্যয় করলেও, DA দেওয়ার সময়ই নাকি রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ হয়ে যায়। তাই নিজেদের নায্য পাওনার দাবীতে সরব হয়ে রাস্তায় নামেন সরকারী কর্মীরা।
(২/৮) তবে সরকারি কর্মীদের DA না বাড়ালেও, এবার বড়সড় একটি ভালো খবর শুনিয়েছে রাজ্য সরকার। মহাবীর জয়ন্তী উপলক্ষে সমগ্র রাজ্য জুড়ে ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার।
(৩/৮) ফলে এপ্রিল মাসে টানা ৩ দিন সরকারিভাবে ছুটি থাকবে বলে জানান রাজ্য সরকার। গত শনিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন
(৪/৮) সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের ৪ তারিখ থেকে ছুটির ঘোষণা উল্লেখ থাকলেও। এবারে কিছুটা বদল এসেছে তাতে। এই নিয়ে আলোচনা করে শনিবারই সেই ছুটির দিন পরিবর্তন করা হয়েছে। এবং নয়া বিজ্ঞপ্তি দিয়েছে সরকার।
(৫/৮) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী এপ্রিলের ৪ তারিখের পরিবর্তে ৩ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা।
(৬/৮) রবিবারের পর সোমবারও ছুটি থাকছে সমস্ত সরকারি দপ্তর। সরকারি ছুটির তালিকায় শনি ও রবিবার ছুটি থাকলেও সেখানে সোমবার যোগ হয়ে ছুটির একটি দিন বেড়ে যাচ্ছে।
(৭/৮) এপ্রিলের শুরুতেই সবাই পেয়ে যাচ্ছে ৩ দিনের ছুটি। সরকারি ঘোষণা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের সাথে সাথে বন্ধ থাকবে স্কুল, কলেজও।
(৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Bandhan Bank Recruitment 2023
👉 Investment Tips: ১০ কোটি টাকা পাওয়া যাবে প্রতিদিন চা-এর টাকা জমালেই! জেনে নিন এই সিক্রেট ফর্মুলা
👉 LIC: আর মাত্র কয়েকদিন বাকি! এটাই শেষ সুযোগ LIC-র দুর্দান্ত স্কিমে বিনিয়োগের
👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা