সরাসরি গেস্ট টিচার নিয়োগ চলছে রাজ্যের কলেজে একাধিক বিষয়ে, Apply Now!

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। রাজ্যের পাঁশকুড়া কলেজে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা-

এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- Guest Teacher।

মোট শূন্যপদের সংখ্যা হলো- ১০টি।

এখানে যে সমস্ত বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো- 

  • Physical Education
  • NCC
  • Physics
  • Physiology
  • Geography
  • Microbiology
  • Biotechnology
  • Communicative English
  • Economics

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Central Bank of India recruitment 2022

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Purba Medinipur CMOH Recruitment 2022 (Apply Now!)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bankura Sub Division Office Recruitment 2022

নিয়োগ প্রক্রিয়া-

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া-

এই চাকরির জন্য আপনাকে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। আপনার যাবতীয় নথিপত্র সঙ্গে নিয়ে আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

ইন্টারভিউয়ের তারিখ এবং সময়-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১৬, ১৭, ২০ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ১১টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান-

যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-

পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর।

guest teacher recruitment 2022 in west bengal colleges in various subjects

শিক্ষাগত যোগ্যতা-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫৫% নম্বরসহ M.Sc/ M.A পাশ করতে হবে। এছাড়াও Ph.D প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

guest teacher recruitment

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 SBI Recruitment 2022

👉 AIIMS Kalyani Recruitment 2022

👉 ICDS Anganwadi Vacancy 2022

👉 Bankura Sub Division Office Recruitment 2022

Leave a Comment