PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!

১/১৪: মানুষকে ঠকানোর জন্য সাইবার অপরাধীরা প্রত্যেক দিনই নতুন নতুন উপায় বের করে। এর মধ্যে অন্যতম হলো ঋণ জালিয়াতি (Loan Scam)। এই ধরনের একাধিক জালিয়াতির ঘটনা করোনাকালে প্রকাশ্যে এসেছে।

২/১৪: এই ঋণ (Loan) জালিয়াতি করার জন্য সাইবার অপরাধীরা কোন একজনের নামে ঋণ নেয়। কিন্তু ঋণ যে নেওয়া হচ্ছে সেই ব্যক্তি আসলে তা জানেনই না। আর যখন তিনি জানতে পারেন যে ঋণ নেওয়া হয়েছে, তখন তার নামে অনেক ঋণ এবং সুদের বোঝা চেপে গেছে। এবারে প্রশ্ন হলো, এইভাবে কিকরে ঋণ নেওয়া সম্ভব অথবা তা কিভাবে জানা যাবে? আর প্রতারণা শিকার যদি হয়ে থাকেন, তাহলে তার থেকে মুক্তি পাবেন কিভাবে?

৩/১৪: অন্য কেউ কি আপনার নামে ঋণ নিয়েছে আর সেইটা কি আপনি জানেন না? এই প্রশ্নটা শুনতে অদ্ভুত মনে হলেও এই ধরনের ঘটনা কিন্তু বাস্তবে ঘটতে পারে। আর সেখানে আপনিও হতে পারেন প্রতারণার শিকার। আর যতক্ষণে আপনি সেটা জানতে পারবেন ততক্ষণে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Awas Yojana New List: প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট! এই ভাবে নিজের নাম এখনই চেক করে নিন!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar PAN Linking: আগেই Aadhaar PAN লিঙ্ক করেছিলেন? আদৌ তা হয়েছে কি না; অনলাইনে এই ভাবে দেখে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhar Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ কবে? কি কি ডকুমেন্টস লাগবে? এখনই জেনে নিন

৪/১৪: মানুষকে ঠকানোর জন্য সাইবার অপরাধীরা প্রত্যেক দিনই নতুন নতুন উপায় বের করে। এর মধ্যে অন্যতম হলো ঋণ জালিয়াতি। এই ধরনের একাধিক জালিয়াতির ঘটনা করোনাকালে প্রকাশ্যে এসেছে।

৫/১৪: এই ঋণ জালিয়াতি করার জন্য সাইবার অপরাধীরা কোন একজনের নামে ঋণ নেয়। কিন্তু ঋণ যে নেওয়া হচ্ছে সেই ব্যক্তি আসলে তা জানেনই না। আর যখন তিনি জানতে পারেন যে ঋণ নেওয়া হয়েছে, তখন তার নামে অনেক ঋণ এবং সুদের বোঝা চেপে গেছে। এবারে প্রশ্ন হলো, এইভাবে কিকরে ঋণ নেওয়া সম্ভব অথবা তা কিভাবে জানা যাবে? আর প্রতারণা শিকার যদি হয়ে থাকেন, তাহলে তার থেকে মুক্তি পাবেন কিভাবে?

৬/১৪: ইউজারদের প্যান কার্ড (PAN Card) এবং মোবাইল নম্বরের সাহায্যে স্ক্যামাররা এই সম্পূর্ণ প্রতারণার ঘটনাটি ঘটায়। ছোট অংকের ঋণ নেওয়া হয় ইউজারদের নামে। যাতে সেই ক্ষেত্রে বড়ো ধরনের কোনো ভেরিফিকেশন না হয়। এছাড়াও বর্তমানে এসেছে ইনস্ট্যান্ট লোন অ্যাপ (Lone AAP)

৭/১৪: কয়েক মিনিটের মধ্যে পার্সোনাল লোন দেয় বলেই দাবি অ্যাপগুলির। আর এর সুযোগ নিয়েই স্ক্যামাররা প্রতারণার জাল বিছায়। ইউজারদের প্যান কার্ড এবং মোবাইল নম্বরে ছোট অংকের লোন প্রদান করে ঋণ প্রদানকারীরা

কেউ কি আপনার নামে ঋণ নিয়েছে?

৮/১৪: আমাদেরকে অনেক ক্ষেত্রেই প্যান কার্ড দিতে হয়। অধিকাংশ মানুষের প্যান কার্ডই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে। সেই ক্ষেত্রে ব্যাংক থেকে চেক করা যায় নিজের CIBIL স্কোর। গ্রাহকরা যেকোনো এজেন্সির মাধ্যমেও এই CIBIL স্কোর চেক করতে পারেন। আর সেইখানেই বুঝতে পারা যায় যে সেই ব্যক্তির নামে মোট কত ঋণ রয়েছে। এই ক্ষেত্রে আপনার নামে যদি কেউ জাল লোন নিয়ে থাকে এবং যদি তা পরিশোধ করা না হয়ে থাকে, তাহলে কমে যাবে CIBIL স্কোর।

৯/১৪: ক্রেডিট রিপোর্ট হলো সবথেকে সহজ উপায়, যার মাধ্যমে আপনি আপনার নামে কতগুলি ঋণ এবং ক্রেডিট কার্ড আছে তা খুঁজে বের করতে পারবেন। ইউজারদের ক্রেডিট রিপোর্টে লোন এবং ক্রেডিট কার্ডের বিশদ বিবরণ পাওয়া যায়। আপনার নামে কত ঋণ আছে তা আপনি এইভাবে পরীক্ষা করতে পারেন।

১০/১৪: আপনি আপনার ক্রেডিট রিপোর্ট CIBIL, Equifax, Experian এবং CRIF HIGH Mark-এ দেখতে পারেন। এছাড়াও এই সুবিধা আপনি অন্যান্য থার্ড পার্টি অ্যাপেও পাবেন। ক্রেডিট রিপোর্ট চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইটগুলিতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রাপ্ত OTP দিতে হবে। আপনার প্যান কার্ডে থাকার ঋণ সম্পর্কে এই ভাবেই আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।

আপনার নজরে কোনো সমস্যা আসলে কি করবেন?

১১/১৪: আপনি যদি আপনার ক্রেডিট রিপোর্টে কোনো গন্ডগোল দেখতে পান, তাহলে আপনাকে ক্রেডিট ব্যুরো এবং ক্রেডিট প্রদানকারী উভয়ের সঙ্গেই তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে। সেখানে আপনাকে জানাতে হবে এই ভুল সম্পর্কে। সেটিকে সংশোধন করার কথাও আপনাকে বলতে হবে।

Has anyone else taken a loan on your PAN card? Know this way before cheating!

প্রতারণা থেকে বাঁচবেন কিভাবে?

১২/১৪: আপনি যদি এই ধরনের প্রতারণা এড়াতে চান, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং গোপনীয়তা বজায় রাখতে হবে। কোনো অজানা ব্যক্তি সঙ্গে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের বিবরণ শেয়ার করবেন না

১৩/১৪: যদি কোনো জায়গায় আপনাকে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড শেয়ার করতে হয়, তাহলে শেয়ার করার কারণ ফটোকপিতে লিখে রাখুন। অর্থাৎ আধার কার্ড অথবা প্যান কার্ড কোন কাজে ব্যবহার করা হবে সেটা অবশ্যই লিখে রাখুন। যাতে তা অন্য কোন কাজে ব্যবহার করা না যায়।

১৪/১৪: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Big News: উত্তর না দিলেও Primary TET-এর এই ৪ প্রশ্নের পুরো নম্বর পাবেন! জেনে নিন বিস্তারিত

👉 Justice Abhijit Gangopadhyay in Book Fair: ‘নিশ্চয়ই বই লিখব, নিয়োগ দুর্নীতির কথাও সেখানে থাকবে’, বইমেলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

👉 Karma sathi Prakalpa: বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? জানুন

👉 Jio-র ১৪১ টাকার ৩ মাসের জব্বর প্ল্যান! বিপুল ডেটা, আনলিমিটেড কলিং সহ অফারের সমাহার! জেনে নিন প্ল্যানটি

👉 DA Update: অবশেষে বাড়ছে ডিএ! কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন? এখনই জেনে নিন

Leave a Comment