Aadhaar Card আছে? তাহলে এখনই এটি করুন! নইলে অতিরিক্ত চার্জ দিতে হবে!

(১/৮) আবারো আধার কার্ড (Aadhaar Card) নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার (Government of India)। ভারত সরকারের আধার বিভাগ (Unique Identification Authority of India) দেশের সমস্ত জনসাধারণের জন্য আধার কার্ড সম্পর্কিত একটি বড় ঘোষণা দিয়েছেন। এ বিজ্ঞপ্তি অনুযায়ী আধার কার্ডের জন্য একটি নির্দিষ্ট কাজ করতে হবে। এবং নির্দিষ্ট সময় সীমার মধ্যে এ কাজটি যদি কেউ করতে না পারে তাহলে অতিরিক্ত চার্জ দিতে পারে বলে জানা গিয়েছে।

(২/৮) বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। যেটি মূলত পরিচয়পত্রের স্বাক্ষর প্রমাণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে, অফিসিয়াল কাজে, বিদ্যালয় এডমিশন বা সরকারি পরিষেবা সংক্রান্ত যেকোনো কাজে আধার কার্ড বাধ্যতামূলক

(৩/৮) এক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় গুরুত্বপূর্ণ এই নথিটিতে কোন না কোন ভুল হয়ে থাকে। এবং দেশের সাধারণ মানুষদের এই নিয়ে প্রায়শই ছোটাছুটি করতে হয়। এই প্রসঙ্গে ভারত সরকার ভুয়ো আধার কার্ড ব্যবহার প্রতিরোধ প্রসঙ্গে ও জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বৃদ্ধি করতে আধার সংক্রান্ত বিভিন্ন আপডেট নোটিশ জারি করে থাকেন। সম্প্রতি এই আধার কার্ডের জালিয়াতি রুখতে মাস্কড আধার কার্ড প্রক্রিয়া চালু করেছে আধার বিভাগ

🔥 আরও পড়ুন:

২০০০ টাকা করে প্রতি মাসে এবার প্রত্যেকে পাবেন!

🔥 আরও পড়ুন:

👉 আপনার আধার ও রেশন কার্ড আছে? তবে শীঘ্রই এটি করে ফেলুন! নইলে মিলবে না বহু সুযোগ-সুবিধা

🔥 আরও পড়ুন:

👉 এই ভাবে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি বছরের পর বছর ভাল থাকবে, সঠিক পদ্ধতি জেনে নিন

(/) আধার কার্ড সম্পর্কিত সরকার যে নোটিশটি জারি করেছে সেখানে বলা হয়েছে, ১৫ মার্চ, ২০২৩ থেকে আধার আপডেটের যে কাজ শুরু হয়েছে তা আগামী ১৪ ই জুন, ২০২৩ এর মধ্যে সেরে ফেলতে হবে। যে সমস্ত নাগরিকরা উক্ত তারিখের মধ্যে আধার তথ্য আপডেট করবে না তাদের পরবর্তীতে অতিরিক্ত টাকা চার্জ করবে আধার দপ্তর।

(৫/৮) তবে এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আধার মন্ত্রক জানিয়েছে, যারা ১০ বছর বা তারও বেশি সময় ধরে আধার তথ্য আপডেট করেননি কেবল তাদেরই এই কাজ করতে বলা হয়েছে।

Have Aadhaar Card Then update now Otherwise you will have to pay extra charges

(/) একই সঙ্গে উক্ত সময় সীমার মধ্যেই তাদের এই কাজ করে ফেলতে হবে অন্যথায় সময় পেরিয়ে গেলে প্রচুর টাকা জরিমানা লাগবে। সঙ্গে আপনার আধার কার্ড টি ব্লক হতে পারে আর এটি যদি হয় তাহলে আপনি সমস্ত অফিসিয়াল কাজে আধার কার্ড ব্যাবহার থেকে বঞ্চিত হবার সঙ্গে সঙ্গে সরকারি পরিষেবা গুলি থেকেও বঞ্চিত হবেন। আর তাছাড়া আধার কার্ড এর কাজ হতে কিছুটা সময় লাগে।

(/) তাই নেট ও লিঙ্ক শিথিলতা এড়াতে আজই আপনার আধার কার্ডটি আপডেট করিয়ে নিন। আপনাদের সুবিধার্থে নিচে ওয়েবসাইটের লিংক দেওয়া হল।

অফিশিয়াল ওয়েবসাইট: https://myaadhaar.uidai.gov.in/

(৯/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment