ইতি মধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। এ বারও তাক লাগিয়ে দিয়েছে বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য ভাল ফল। তবে জীবনের প্রথম পরীক্ষার পর এখন পড়াশোনা কোন বিভাগে এগোবে, তাই নিয়ে ভাবনায় রয়েছেন পড়ুয়ারার পাসপাশি অভিভাকরাও। একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে এখন চলছে চিন্তা ভাবনা। তার মধ্যেই এ বার রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিলের পক্ষ থেকে নতুন করে একটি নির্দেশিকা জারি করা হলো।
সেখানে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া যদি বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিকে সেই বিষয়ে তাকে কত পেতে হবে। ৩৫ শতাংশ নম্বর পেলেই পড়ুয়ারা বিজ্ঞানের বিষয় নিয়ে পড়তে পারবে।
কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, কেউ যদি উচ্চমাধ্যমিক স্তরে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে তাকে মাধ্যমিক স্তরের অঙ্কে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া কেউ যদি জীববিদ্যা বিষয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞানে তাকে ৩৫ শতাংশ পেতে হবে। পদার্থবিদ্যা ও রসায়নে যদি কেউ উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করতে চায়, তা হলে তাকে মাধ্যমিক স্তরে ভৌত বিজ্ঞানে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। মাধ্যমিকে ভুগোলে ৩৫ শতাংশ নম্বর পেলে তবেই পড়ুয়ারা উচ্চমাধ্যমিকে ভুগোল নিতে পারবে। এর পাসপাশি অঙ্কে ৩৫ শতাংশ নম্বর থাকলে নেওয়া যাবে কম্পিউটার সায়েন্স।
আরও পড়ুন 👇
🔥 Swasthya Sathi Prakalpa Group-C Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ
🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!
এখন প্রশ্ন হলো, ৩৫ শতাংশ নম্বর পেলে কেন সায়েন্স নিয়ে পড়ার সুযোগ? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ কমছে রাজ্যের পড়ুয়াদের মধ্য থেকে। এ বারের উচ্চ মাধ্যমিকে মোট ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র ১০ শতাংশ ছাত্র-ছাত্রী বিজ্ঞান নিয়ে পড়েছে। সেই আগ্রহ বাড়ানোর জন্যই আমরা নম্বর কমিয়েছি। বর্তমানে বিজ্ঞানের যুগে রাজ্যের পড়ুয়ারা বিজ্ঞান পড়া থেকে আগ্রহ হারাচ্ছে তা ভেবেই এই সিদ্ধান্ত আমাদের।
মাধ্যমিকের ফলে দেখা গিয়েছে, এবারে মেধাতালিকায় ২ জন শীর্ষে রয়েছে। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই, আর বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে মালদহের কৌশিকী সরকার যুগ্ম দ্বিতীয় হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। সামগ্রিক ভাবে রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬০ শতাংশ।
আরও পড়ুন 👇
🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ
🔥 BSK Recruitment 2022: পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ ২০২২!
🔥 West Bengal Police Recruitment 2022 (Constable): পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ
🔥 Kalyani AIIMS Recruitment 2022: ৪৩,৯০০ টাকা বেতনে কল্যাণী এইমস-এ ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ
🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!
🔥 Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় কোস্ট গার্ড-এ মাধ্যমিক পাশেই গ্রুপ সি পদে কর্মী