১/৮: গত ২ বছরে করোনা মহামারীর জন্য বিশ্ব তথা দেশের অর্থনীতি প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই দেশের অর্থনীতি ধীরে ধীরে ফের চাঙ্গা হবার চেষ্টা করছে। ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর। এর ফলে দেশের চাকরিজীবীদের বেতন ঠিক কতটা বাড়বে সেই নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।
২/৮: একটি সমীক্ষায় জানা গেছে যে, চাকুরীজীবীদের বেতন এবার গড়ে ১০.২% বাড়তে পারে। ই ওয়াই ইন্ডিয়া-এর ‘ফিউচার অব পে’ সার্ভেটি বলছে যে, এবার গত বছরে তুলনায় বেতন বৃদ্ধি পেলেও, আগের বছরের তুলনায় সেই বেতন সামান্য কম হবে।
৩/৮: উচ্চপদে কর্মরত চাকরিজীবীদের বেতন আগের বছরের তুলনায় বৃদ্ধি পাবে। কিন্তু অন্যান্য চাকরিজীবীদের বেতন আগের বছরের তুলনায় সামান্য কমবে। বেতন বৃদ্ধি থাকবে ডবল ডিজিটেই।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১লা এপ্রিল থেকে স্কুল বন্ধ থাকবে, নোটিশ দিয়েই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৮: টেকনোলজি সম্পর্কিত ক্ষেত্রে কর্মরত চাকরিজীবীদের বেতন বাড়বে বলেই বলা হচ্ছে। ই-কমার্সে কর্মরত ব্যক্তিদের বেতন বাড়তে পারে ১২.৫%। এই হার IT সেক্টরে হতে পারে ১০.৮%।
৫/৮: ভেরিয়েবল পে গত বছর বেড়েছিল ১৫.৬%। তার আগেরবার তা ১৪% ছিল। মনে করা হচ্ছে যে, টেলিকমিউনিকেশন সেক্টরে ভেরিয়েবল পে বাড়তে পারে ১৩.৭%।
৬/৮: দেশের ই-কমার্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল পরিষেবা, হেলথকেয়ার, রিটেল, লজিস্টিকস, ফাইনান্সিয়াল টেকনোলজি ক্ষেত্রগুলি ক্রমশ ও বৃদ্ধি পাচ্ছে। মনে করা হচ্ছে যে, এই সমস্ত ক্ষেত্রে কর্মরত চাকুরিজীবীদের বেতন বেশ কিছুটা বাড়বে।
৭/৮: চাহিদা বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিংয়ের। এই সমস্ত ক্ষেত্রে কর্মরত চাকরিজীবীদের বেতন ১৫%-এর বেশি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আর্থিক ভাবে লাভবান হতে ৩১ মার্চের আগে এই কাজগুলো করুন, না হলে আফসোস করতে হবে!
👉 টানা ১ মাস সমস্ত স্কুল, কলেজ ছুটির ঘোষণা করলো শিক্ষা দপ্তর! জানুন বিস্তারিত
👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা
👉 WB Primary TET Interview: টেট-এর নবম ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ!
👉 Aadhar Card Link: প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর! জেনে নিন এখনই