ED হবেন কি ভাবে? ED (ইডি)-এর ক্ষমতা, কাজ ও মাসিক বেতন কত? | How to Become ED in Bengali

ইডি (ED) কি ভাবে হবেন? ED-এর কাজ কি? ED-এর ক্ষমতা কত? ইত্যাদি বিষয়ে এই নিবন্ধটিতে বিস্তারিত আলোচনা করবো। তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

আমরা টেলিভিশনে বিশেষ করে খবরের চ্যানেলে প্রায়ই ED (ইডি) সম্পর্কিত খবর দেখে থাকি। আমরা দেখি বিভিন্ন জায়গায় ED তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করতে।

সম্প্রতি আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জীর কেসের ক্ষেত্রেও ED-এর তল্লাশি ও প্রায় ৫০ কটি টাকা উদ্ধারের খবর শুনি।

এই সমস্ত হাই প্রোফাইল কেসের কারণেই ED অফিসারের বিষয়টি বেশি করে সামনে আসে এবং ED সম্পর্কিত প্রশ্নগুলি আমাদের মাথায় ঘুরপাক খায়। তাই এই নিবন্ধটিতে ED-এর কাজ, ক্ষমতা, বেতন এবং কি ভাবে ED হওয়া সম্ভব সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিম্নে তুলে ধরা হলো ।

ED Officer Full Detail in Bengali (ED সম্পর্কিত বিস্তারিত তথ্য)

ED হলো গ্রুপ-বি অফিসার র‍্যাঙ্কের চাকরি। এটি একটি কেন্দ্র সরকারের অধীনস্থ  মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের (Ministry of Finance) আর্থিক তদন্তকারী সংস্থা

এই সংস্থা ভারতের এমন একটি গুরুত্বপূর্ন সংস্থা, যা ভারতে বিদেশি সম্পত্তি সংক্রান্ত মামলা, মানি লন্ডারিং (Money Laundering), আয়ের থেকে বেশি সম্পত্তি থাকার বিষয়ে তদন্ত করে থাকে।

ED Full Form in Bengali (ইডি-এর সম্পূর্ণ নাম)

ED কথার সম্পূর্ন নাম (Full Form) হলো- Enforcement Directorate বা Directorate of  Enforcement বাংলায় যার অর্থ ‘আর্থিক তদন্তকারী সংস্থা’। 

What is ED in Bengali (এডি কি?)

ED হলো ভারতের একটি আর্থিক তদন্তকারী সংস্থা। দেশের কোনো জায়গায় বা ব্যাক্তি বিশেষের মাধ্যমে অর্থনৈতিক তছরূপ হলে ইডির অধীনে কর্মরত বিভিন্ন অফিসাররা তদন্ত শুরু করেন। অভিযুক্ত কোনো ব্যাক্তির বাড়িতে, অফিসে Raid করে হিসাব বহির্ভুক্ত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করা হলো ED-এর কাজ।

What is the Work Of ED (ইডি-এর কাজ কি?)

ED সাধারনত অর্থনৈতিক অপরাধমূলক কাজ দমনের কাজ করে থাকে। ভারতে হিসাবের বাইরের বিদেশি সম্পত্তি হোক কিংবা মানি লন্ডারিং এর মতো অপরাধ প্রতিরোধ সহ আরো যেসমস্ত কাজ ইডি করে থাকে সেগুলি হলো-

(1) Foreign Exchange Management (FEMA) আইনের লঙ্ঘন হলে তদন্ত করে ইডি।

(2) টাকা পয়সার লেনদেন বিষয়ক তদন্ত করে থাকে এই ED।

(3) বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর সাথে জড়িত কোনো মামলার তদন্তেরও কাজ করে থাকে ইডি।

(4) FEMA আইনের লঙ্ঘনের কারনে দোষী সাব্যস্তদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার ক্ষমতা ইডির কাছে থাকে। 

(5) ভারতের বাইরে অন্য কোনো দেশে সম্পত্তি কিনলেও তার সমস্ত তদন্তের কাজ ইডির মাধ্যমে হয়ে থাকে।

ED Headquarter and Offices (ED এর মূখ্য কার্য্যালয়)

ED এর মূখ্য কার্য্যালয় রয়েছে দিল্লিতে। এছাড়া ভারতের পাঁচটি শহরে এর রিজিওনাল অফিস রয়েছে- এগুলি হলো কোলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং চন্ডীগড়

How to Become ED (ED কিভাবে হওয়া যায়?)

ইডি অফিসার পদে চাকরির নিয়োগ দুই ভাবে মূলত হয়ে থাকে-

(১) সরাসরি SSC CGL (Combined Graduate level Exam) পরীক্ষার মাধ্যমে। 

(২) কেন্দ্র সরকারের অফিসার র‍্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে।

ED Recruitment Process (ইডি-এর নিয়োগ প্রক্রিয়া)

SSC CGL পরীক্ষার মাধ্যমে ইডি নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে-

  • Tier-1 পরীক্ষা (200 নম্বর)
  • Tier-2 পরীক্ষা (200 নম্বর)
  • Document Verification (নথিপত্র যাচাইকরণ)

ED Officer Salary (ইডি অফিসারের মাসিক বেতন)

একজন ইডি অফিসারের মাসিক বেতন ৬০,০০০ টাকা থেকে শুরু হয়। পরে কাজের সময়সীমা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বাড়তে থাকে।

Age Limit of ED (ইডি চাকরির বয়সসীমা)

ED অফিসার হওয়ার জন্য প্রার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ST, SC শ্রেনিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পেয়ে থাকেন। PWD শ্রেণির প্রার্থীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য নয়। 

how to become ed bengali recruitment peocess

Education Qualification for ED (ইডি হবার জন্য শিক্ষাগত যোগ্যতা)

১. সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

২. ED হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয়।

৩. সেইসাথে, ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীকে চালাক, ধুর্ত হতে হয় এবং সেইসাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা থাকতে হয়। 

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Karur Vysya Bank Recruitment 2022

🔥 Purba Medinipur District Magistrate & Collector Recruitment 2022 (Group C)

🔥 BSNL Recruitment 2022 

🔥 WB Govt Karmai Dharma Scheme 2022

🔥 HQ Central Command Lucknow Recruitment 2022

🔥 Durgapur Steel Plant Recruitment 2022

Leave a Comment