আধার কার্ডে নিজের ছবি পাল্টাতে চান? এই সহজ পদ্ধতি জেনে নিন | How to Change Photo in Aadhaar Card

১/৬: অনেক সময়ে মানুষের আধার কার্ডের (Aadhaar Card) ছবির সাথে প্যান কার্ডের ছবি মেলে না। সেক্ষেত্রে যদি সংশ্লিষ্ট ব্যক্তি তার ছবি পাল্টে নিতে চান, তাহলে আপনাকে UIDAI-এ যেতে হবে।

২/৬: বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। UIDAI কর্তৃক ইস্যু করা এই কার্ডে আবেদনকারীর পুরো নাম, ঠিকানা, এছাড়াও বিবিধি দরকারি তথ্য থাকে। একটি নম্বর থাকে, যেটি তার পরিচিতিপত্র। এছাড়াও এই কার্ডে থাকে নাগরিকের ফটো। তবে যদি সেই ফটো যদি তারা পরিবর্তন করতে চান, তাহলে একটি সহজ পদ্ধতির মাধ্যমে তারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।

৩/৬: এখন প্রত্যেকটি মানুষকে তার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। অপরদিকে, আধার কার্ডের ১২ ডিজিটের সংখ্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন কাজে বিশেষভাবে প্রয়োজনীয়। তবে বহুক্ষেত্রে দেখা যায় যে, এই ২টি কার্ডে নাগরিকের ছবি আলাদা থাকে, তখন সেটা চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি পরিবর্তিত করতে পারেন। সেইক্ষেত্রে তাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in-এ যেতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে গেছে? এক্ষুনি করুন এই কাজ, নইলে কার্ড বাতিল হয়ে যাবে!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN Card Update: প্যান কার্ড আছে আপনার? তবে এখনই হন সাবধান! নইলে ১০,০০০ টাকা জরিমানা হবে!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আর পাবেন না আবাস যোজনার টাকা এই কাজ না করলে! রাজ্যবাসীকে সতর্ক করলো সরকার

৪/৬: ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে। সেখানে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে। এবার সকল তথ্য প্রদান করে ফর্মটি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে জমা দিতে হবে। সেখানেই আপনি আপনার নতুন ছবি জমা করতে পারবেন। 

৫/৬: এক্ষেত্রে জিএসটির সাথে আপনাকে জমা দিতে হবে ১০০ টাকা। তারপর আবেদনকারী ‘আপডেট রিকোয়েস্ট নম্বর’ সম্পর্কিত নথি পাবেন। এর মাধ্যমে বোঝা যাবে যে, আবেদনকারীর রিকোয়েস্টটি গ্রহণ করা হয়েছে। 

How to Change Photo in Aadhaar Card step by step process

৬/৬:এই  ইউআরএন নম্বরের মাধ্যমে আবেদনকারী তার আর্জি সম্পর্কে কাজ কতদূর এগোলো, তা ট্র্যাক করতে পারবেন। এই কাজ সম্পন্ন হতে ৯০ দিন সময় লাগে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Awas Yojana Gramin New List: প্রকাশিত হলো আবাস যোজনা ২০২২-২০২৩ এর গ্রামীণ লিস্ট। আপনার নাম এতে রয়েছে কিনা এখনই চেক করুন!

👉 Business Idea: ১ লাখ টাকার বেশি প্রতিমাসে আয় হবে এই ব্যবসা করে! মাত্র ৫ ঘন্টা কাজ করলেই হবে

👉 Jio FREE Data: 87 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে! ১২ মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার

👉 Govt Scheme: ২০,০০০ টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক! আবেদন করলেই সুযোগ!

👉TET Interview: টেটের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে? জেনে নিন এক ক্লিকেই!

Leave a Comment