Paytm অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে আপনি ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘প্যাসেঞ্জার নেম রেকর্ড’ (PNR) স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
বর্তমান সময়ে কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের আর ব্যাংকের লম্বা লাইনে দাঁড়াতে হয় না। এখন ডিজিটালভাবে মুঠোফোনের সাহায্যেই আমরা নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারি। শুধু দেশেই নয়, কেউ যদি বিদেশেও থেকে থাকেন তার অ্যাকাউন্টেও এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্ল্যাটফর্মগুলির মাধ্যমে টাকা পাঠানো যায়। এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আমরা মোবাইল রিচার্জ, খাবার অর্ডার, টিকিট বুকিংসহ অন্যান্য নানা ধরনের কাজ করতে পারি। সাম্প্রতিক সময়ে এই প্ল্যাটফর্মগুলি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে পড়েছে।
এই ধরনের ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো Paytm। এবার এই অ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হল। Paytm অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে আপনি ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘প্যাসেঞ্জার নেম রেকর্ড’ (PNR) স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তাহলে চলুন Paytm-এর মাধ্যমে লাইভ ট্রেন স্ট্যাটাস এবং PNR স্ট্যাটাস কিভাবে চেক করবেন তা জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 মাসে ৩৬ হাজার টাকা করে পেয়ে যাবেন LIC-র এই স্কিমে! একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 Uttar Dinajpur Recruitment 2022
বিষয় তালিকা
Paytm ওয়েবসাইট থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুন
১) প্রথমে আপনাকে Paytm-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে এবং ‘Book and Buy on The Platform’ অপশনে ক্লিক করতে হবে।
২) তারপর আপনাকে ‘Train Ticket option’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে আপনার ট্রেন নম্বর ও ট্রেনের নাম লিখতে হবে।
৩) এরপর আপনাকে বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে এবং বোর্ডিং তারিখ এন্টার করতে হবে।
৪) সবশেষে আপনাকে ‘Check Live Status’ অপশনে ক্লিক করে আপনার ট্রেনটিকে বেছে নিতে হবে।
Paytm অ্যাপ থেকে ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ দেখবেন এইভাবে-
১) প্রথমে আপনাকে আপনার ডিভাইসে থাকা Paytm অ্যাপটি খুলতে হবে এবং ‘Train Ticket Section’ অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর আপনাকে ‘Train Station Option’ বেছে নিতে হবে। সেখানে আপনাকে আপনার ট্রেন নম্বর এবং বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে।
৩) এরপর ‘Check Live Status Option’-এ ক্লিক করলেই আপনি সমস্ত বিবরণ পেয়ে যাবেন।
Paytm ওয়েবসাইট থেকে PNR স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
১) প্রথমে আপনাকে Paytm-এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেখানে ‘Book and Buy on The Platform’ অপশনে ক্লিক করতে হবে।
২) তারপর আপনাকে ‘Train Ticket Option’-এ ক্লিক করতে হবে এবং সেখানে আপনার ‘প্যাসেঞ্জার নেম রেকর্ড’ অথবা PNR নম্বর লিখতে হবে।
৩) এরপর আপনার সামনে ‘Check PNR Status Option’ নামক একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলেই আপনি সমস্ত বিবরণ পেয়ে যাবেন।
Paytm অ্যাপে আপনার PNR স্ট্যাটাস চেক করবেন এইভাবে-
১) প্রথমে আপনাকে Paytm অ্যাপটি ডাউনলোড করতে হবে। যদি আগে থেকেই আপনার ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে সেটিকে ওপেন করতে হবে।
২) তারপর আপনাকে ‘Train Ticket Section’ অপশনে যেতে হবে।
৩) এরপর আপনাকে ‘Check PNR Tab’ অপশনে ক্লিক করে আপনার ১০ ডিজিট PNR নম্বরটি লিখতে হবে।
৪) সবশেষে আলানকে ‘Check Now’ অপশনে ক্লিক করতে হবে। তারপরই স্ক্রিনে আপনার PNR স্ট্যাটাসটি প্রদর্শিত হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 ১,৫০০ শূন্যপদে State Bank of India-তে নিয়োগ! | SBI Recruitment 2022
🔥 ১৩,৪০৪টি শূন্যপদে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ! কোন পদে কতগুলি নিয়োগ হবে?
🔥 WB Primary TET: প্রাইমারী টেট-এর নম্বর নিয়ে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য! হতবাক চাকরিপ্রার্থীরা!