(১/১০) বর্তমানে দেশের প্রায় অধিকাংশ মানুষ এখন স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহার করে। ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ সকলের কাছেই স্মার্ট ফোন রয়েছে। স্কুলের ক্লাস থেকে শুরু করে অফিসের কাজ পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত কাজই স্মার্টফোনের মাধ্যমে হয়।
(২/১০) আবার অনেকের গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডেটা ও কানের হিসেবনিকেশ সমস্ত কিছুই ফোনের মধ্যে সংগ্রহ করা থাকে। এ অবস্থায় যদি কারো ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে সে ক্ষেত্রে ওই ব্যক্তি চরম বিপদের মধ্যে পড়ে যান। তবে সুখবর, ভারত সরকার এই সমস্যার সমাধানের জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যেখানে কারো ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটি ফেরানোর সম্ভাবনা রয়েছে।
(৩/১০) এখন সকলের মনে প্রশ্ন জাগতে পারে এটি কিভাবে সম্ভব? সেটি হচ্ছে ভারত সরকার নতুন একটি ওয়েবসাইট চালু করতে চলেছে যা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করতে সাহায্য করবে।এই ওয়েবসাইটটির নাম হলো sancharsaathi.gov.in । এটি প্রস্তুতির কাজ এখনও চলছে।
🔥 আরও পড়ুন:
👉 ১ লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে! এই ভাবে আবেদন করে ফেলুন
🔥 আরও পড়ুন:
👉 ১৯,৫০০ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে (Apply Now!) | Dhirubhai Ambani Scholarship 2023
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
(৪/১০) ১৭ মে বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবস উপলক্ষে এটি চালু করা হবে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়া সম্ভব হবে।
(৫/১০) Sancharsaathi.gov.in নামের এই নতুন পোর্টালটি হারিয়ে যাওয়া ব্যক্তির মোবাইল ফোন ট্র্যাক করতে সাহায্য করবে। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই তথ্য দেয়া হয়েছে।
(৬/১০) সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে মোদি সরকার নতুন এই পোর্টাল sancharsaathi.gov.in নতুন করে সাজিয়ে তুলছেন যাতে এর মাধ্যমে দেশের সাধারণ মানুষ উপকৃত হয়।
(৭/১০) ১৭ মে, ২০২৩ ভারতের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব sancharsaathi.gov.in পোর্টাল চালু করবেন। ইতিমধ্যে শুরু হয়েছে শুধুমাত্র দিল্লি ও মুম্বাইয়ে। এবং ১৭ মের পর থেকে sancharsaathi.gov.in পোর্টালটি সারা দেশে কাজ করা শুরু করবে। এটি সমস্ত টেলিকম সার্কেলের সঙ্গে সংযুক্ত হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনগুলিকে ট্র্যাক করবে৷
(৮/১০) এছাড়াও এই পোর্টাল এর মাধ্যমে অন্যান্য বিভিন্ন কাজ করা যায়। যেমন Sancharsaathi.gov.in পোর্টালের সাহায্যে, ব্যবহারকারীরা তাদের সিম কার্ড নম্বর অ্যাক্সেস করতে পারেন আবার অন্য আইডির মাধ্যমে সিম ব্যবহার করে যে কাউকে ব্লক করতে পারেন।
(৯/১০) Sancharsaathi এর মাধ্যমে যে সমস্ত কাজগুলি হয় সেগুলি হল নাগরিকদের তাদের নামে ইস্যু করা মোবাইল কানেকশনগুলো জানতে, সংযোগ বিচ্ছিন্ন করতে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্লক/ট্রেস করতে এবং পোর্টালে দেয়া তথ্য অনুসারে নতুন/পুরনো মোবাইল ফোন কেনার সময় সরঞ্জামের সত্যতা যাচাই করতে অনুমতি দেয়।
(৪/৪) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!
👉 চেক লেখার সময় এই কাজটি করলে ফকির হতে পারেন!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার