HS Result 2022, HS Result 2022 Date, HS Result 2022 West Bengal, (উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022), Higher Secondary Result 2022
উচ্চ মধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের! গত ২ এপ্রিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ পরীক্ষা ছিল ২৭ এপ্রিল। এ বারে পরীক্ষায় বসতে ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীরা প্রায় ৭১ হাজার বেশি পরীক্ষায় বসেন।
HS Result 2022 Date: উচ্চ মধ্যমিক রেজাল্ট ২০২২ তারিখ
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে ১০ জুন। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ প্রকাশিত হবে।
পরীক্ষার ফল দেখা যাবে wbresults.nic.in, exametc.com, indiaresults.com, results.shiksha, jagranjosh.com, technoindiagroup.com, abpananda.abplive.in, news18bangla.com, abpeducation.com, aajkaal.in, bangle.hindustantimes.com, indiatoday.in/education-today-র মতো ওয়েবসাইটে।
HS Result 2022: HS Result 2022
করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে নেওয়া হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বারে পরীক্ষা হলেও পরীক্ষা নেওয়া হয় নিজের স্কুল তথা হোম সেন্টারেই। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এমন সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন 👇
🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!
🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ
এ ছাড়াও, মোবাইল নিয়ে পরীক্ষাহলে ঢোকা, পেপার লিকের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অবজার্ভার নিয়েও এই প্রথম। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে, তার সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছিলো সংসদ।