(১/২৮) স্কলারশিপ (Scholarship) নিয়ে সুখবর। ICCR স্কলারশিপে আবেদন করলেই পাবেন ২৫,০০০ টাকা। এর মাধ্যমেই আপনার পড়াশোনার খরচ, হোস্টেল খরচ এবং টিউশন ফি সহ অন্যান্য সমস্ত কিছুর যোগান হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
(২/২৮) এখনো পর্যন্ত বহু শিক্ষার্থী এই স্কলারশিপ থেকে অনুদান পেয়ে চলেছে উপকৃত হচ্ছে। আপনি চাইলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং মোটা অংকের অর্থ পেতে পারবেন। আপনি যদি দেশের নাগরিক হন তবে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন এর সঙ্গে সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
(৩/২৮) বাইরের শিক্ষার্থী যারা এদেশে পড়াশোনার উদ্দেশ্যে বা ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য আসে তাদের জন্য এই স্কলারশিপ। তারা এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত হতে পারবে।Indian Council for Cultural Relations এই বৃত্তি প্রদান করে থাকে।
🔥 আরও পড়ুন:
PAN Card: প্যান কার্ড নিয়ে এই বড় নির্দেশ দিলো সরকার! এখনই সাবধান হন, নইলে জরিমানা গুনতে হবে।
🔥 আরও পড়ুন:
Teacher Recruitment: ১২৪৮৯টি শূন্যপদে স্কুলে শিক্ষক নিয়োগ করবে এই রাজ্য, বিস্তারিত জেনে নিন
🔥 আরও পড়ুন:
বিরাট সুখবর! সরকারি কর্মীদের DA ও বেতন আবারও একসাথে বাড়তে চলেছে
(৪/২৮) ভারত সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য কালচারার অনুষ্ঠানের মাধ্যমে এ সমস্ত শিক্ষার্থীদের বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করে থাকে। ভারতের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ভর্তি হয়ে এই স্কলারশিপ পাওয়ার জন্য ICCR একটি আন্তর্জাতিক মানের প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে।
(৫/২৮) ICCR স্কলারশিপের মাধ্যমে ভারতের বিভিন্ন Central ও State Institution গুলিতে একমাত্র মেডিক্যাল ডিগ্রি কোর্স ব্যতীত অন্যান্য বিষয় গুলিতে যেমন- কলা, বানিজ্য বিজ্ঞান, বিজনেস ও প্রযুক্তিবিদ্যার মতো কোর্সে ভর্তি হতে পারবেন বাইরের ছাত্র ছাত্রীরা।
(৬/২৮) ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রতিবছর এই বৃত্তি পেয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে একাধিক সুযোগ-সুবিধা শিক্ষার্থীরা পেয়ে থাকে।
(৭/২৮) এমনকি স্নাতক স্নাতকোত্তর ও গবেষণার মতো বিষয়ে আবেদন করতে পারবে। তবে স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কারা আবেদন করতে পারবে তা জানতে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?
(৮/২৮) এই স্কলারশিপে স্নাতক স্তরে আবেদনের জন্য শিক্ষার্থীকে সরকার স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ নম্বর পেতে হবে।
(৯/২৮) এছাড়া বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদনের জন্য 10+2 স্তরে অবশ্যই Physics, Chemistry, Mathematics, Statistics , Biology কিম্বা Computer Science নিয়ে পড়ে থাকতে হবে। সেইসঙ্গে উচ্চ মাধ্যমিকের বোর্ডের বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
(১০/২৮) মাস্টার্স স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে চাইলে স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
(১১/২৮) আবার পিএইচডি এর জন্য স্নাতক কোর্সে ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
(১২/২৮) যদি কোনো শিক্ষার্থী MBA কোর্সে আবেদন করতে চাই তবে তার জন্য অবশ্যই তার বৈধ GMAT Rank থাকা দরকার।
আবেদন কিভাবে করতে হবে?
(১৩/১৪) সরকার প্রচলিত ICCR স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক বাইরের শিক্ষার্থীরা a2ascholarships.iccr.gov.in এ গিয়ে আবেদন জমা করতে পারেন।
(১৪/২৮) এছাড়াও এর ওয়েবসাইটে গিয়ে Declaration এবং Term & Conditions এর ব্যাপারে যাবতীয় তথ্যগুলি ভালোভাবে পড়ে নিতে পারেন। সেখানে উল্লিখিত যাবতীয় নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি ও Medical Fitness Form টি যত্ন সহকারে পূরণ করে জমা করতে হবে।
কি কি ডকুমেন্টস প্রয়োজন?
(১৫/২৮) বিদেশি শিক্ষার্থীরা ভারতীয় সংসদের সাংস্কৃতিক স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।
- এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- আবেদনকারী পড়ুয়া যে দেশের বাসিন্দা সেই দেশের যেকোনো সরকারি ডক্টর মারফৎ Government Doctor এর সিল-সই করা শারীরিক সক্ষমতার শংসাপত্র রাখতে হবে।
- আবেদনকারীর নিজের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো দুইজন শিক্ষকের সুপারিশ পত্র।
- শিক্ষার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি।
- গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- আবেদনকারীর একটি বৈধ ইমেইল আইডি।
- বৈধ মোবাইল নম্বর।
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। Association of Indian Universities কর্তৃক গ্রাহ্য হতে হবে।
ভর্তি প্রক্রিয়া
(১৬/২৮) এই স্কলারশিপ পেতে গেলে ভারতের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া বাঞ্ছনীয়। এবং এর জন্য একটি আন্তর্জাতিক মানের পরীক্ষায় বসতে হয়। নিয়মমাফিক এইবছর আইসিসিআর স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের ICCR Scholarship Test ২০২৩ এ বসতে হবে।
(১৭/২৮) আবেদনকারী চাইলে নিজের দেশের Indian Embassy তে গিয়ে আবেদন করতে পারে। এই নির্বাচনী প্রবেশিকা পরীক্ষার বন্দোবস্ত করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস।
(১৮/২৮) যে বিষয় নিয়ে আবেদনকারী ভর্তি হতে ইচ্ছুক সেই বিষয়, ইংরেজি ভাষা এবং Grammar & Vocabulary এর ওপর ভিত্তি করে Test নেওয়া হয়। যদি পরীক্ষা দিয়ে Written এ সফল হয় তবে সেই শিক্ষার্থী Interview Round এ যায়।
(১৯/২৮) এরপর যদি কোনো শিক্ষার্থী এই স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত হয় তবে ICCR- Indian Embassy এর পক্ষ থেকে তাকে একটি Confirmation Mail পাঠানো হবে।
(২০/২৮) তবে এই স্কলারশিপের মাধ্যমে বাইরের শিক্ষার্থীরা অন্যান্য কোর্সে ভর্তি হতে পারলেও ডাক্তারী (Medicine) কোর্সে ভর্তি হতে পারবেন না।
(২১/২৮) এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে Admission Fees দিয়ে ভর্তি হবে। পরবর্তীতে ভর্তির পরে থেকে ওই শিক্ষার্থী ICCR এর পক্ষ থেকে থাকা, খাওয়া ও পড়াশোনার জন্য প্রতি মাসে বৃত্তি পাবেন।
(২২/২৮) তবে তবে বাইরের শিক্ষার্থীরা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো পাঁচটি স্থানে অর্থাৎ যেকোনো পাঁচটি বিশ্ববিদ্যালয় বা কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
সুযোগ-সুবিধা
(২৩/২৮) যদি কোন শিক্ষার্থী এই স্কলারশিপ এর জন্য একবার নির্বাচিত হয়ে যায় তবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরে থেকে তার যাবতীয় খরচপত্রের জন্য সরকার থেকে বৃত্তি দেওয়া হবে। এমনকি শিক্ষার্থী চাইলে সে নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে থেকেও পড়াশোনা করতে পারে।
স্কলারশিপের পরিমাণ
(২৪/২৮) ভারত সরকার ICCR কর্তৃক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কোর্সের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ বৃত্তি দিয়ে থাকে।
(২৫/২৮) বাংলাদেশ এর শিক্ষার্থীরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
আবেদনের তারিখ
(২৬/২৮) ICCR স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে, যে শিক্ষাবর্ষে ভর্তি হবেন তার আগের বছরই Indian Embassy বা Official Website এ খোঁজ নিয়ে সেই সময় আবেদন করতে হবে। তবে প্রত্যেক বছর ফেব্রুয়ারী মাসে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়।
(২৭/২৮) আবেদন চলে প্রায় দু’মাস পর্যন্ত। তবে বর্তমানে এ বছরের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে যারা ২০২৫ এ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তি হতে চান তারা ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে এই স্কলারশিপে আবেদনের জন্য খোঁজ নিতে পারেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার