ICDS Vacancy 2022, ICDS Recruitment 2022, Anganwadi Recruitment 2022, Anganwari Recruitment 2022,অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Works) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর! শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাসেই আবারো পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একে একে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় প্রকাশিত হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জেলার ব্লকে ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে। বিস্তারিত জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
বিষয় তালিকা
- 1 ICDS Vacancy 2022: পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী(Anganwadi Works) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা(Anganwadi Helper) পদে নিয়োগ
- 2 ICDS Vacancy 2022: Post Name (পদের নাম)
- 3 ICDS Vacancy 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
- 4 ICDS Vacancy 2022: Salary (বেতন)
- 5 ICDS Vacancy 2022: Age Limit (আবেদনকারীর বয়স)
- 6 ICDS Vacancy 2022: Selection Process (নির্বাচন প্রক্রিয়া)
- 7 How to Apply for ICDS Vacancy 2022: আবেদন প্রক্রিয়া
- 8 ICDS Vacancy 2022: নিয়োগের স্থান
- 9 ICDS Vacancy 2022: Last Date of Apply (আবেদনের তারিখ)
- 10 ICDS Vacancy 2022: আবেদনের সাথে যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে
- 11 Important Links: গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ICDS Vacancy 2022: পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী(Anganwadi Works) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা(Anganwadi Helper) পদে নিয়োগ
যে সমস্ত চাকরিপ্রার্থীরা অন্তত অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাস করেছে, তারা এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় ,পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগ করা হবে।
ICDS Vacancy 2022: Post Name (পদের নাম)
যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো-
অঙ্গনওয়াড়ি কর্মী (WB ICDS Anganwadi Works) এবং
অঙ্গনওয়াড়ি সহায়িকা (WB ICDS Anganwadi Helper)
ICDS Vacancy 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাস হতে হবে।
আর ICDS অঙ্গনওয়াড়ি হেলপার পদে চাকরি করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে। উভয় ক্ষেত্রেই চাকরিপ্রার্থীরা উচ্চ শিক্ষিত হলেও এই পগুলির জন্য আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাসকেই যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
ICDS Vacancy 2022: Salary (বেতন)
আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করাকালীন প্রার্থীরা প্রতি মাসে ৯০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আর ICDS অঙ্গনওয়াড়ি হেলপার পদে চাকরি করাকালীন প্রার্থীরা প্রতিমাসে ৪৫০০ টাকা করে বেতন পাবেন।
ICDS Vacancy 2022: Age Limit (আবেদনকারীর বয়স)
মহিলারা শুধুমাত্র এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ১লা এপ্রিল, ২০২২-এর নিরিখে প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪৫ বছরের মধ্যে হতে হবে।
ICDS Vacancy 2022: Selection Process (নির্বাচন প্রক্রিয়া)
এই সমস্ত পদগুলির জন্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা দিতে হবে ৯০ নম্বরের এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় উত্তইটন হবেন, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরিতে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখতে পারবেন।
How to Apply for ICDS Vacancy 2022: আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা সরারসরি নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি ভাল করে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে নিচে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে।
এছাড়াও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে চাকরি সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর নিয়ে সেই গ্রাম পঞ্চায়েতের আবেদনপত্রটি জমা দিতে পারবেন।
ICDS Vacancy 2022: নিয়োগের স্থান
অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি প্রার্থীদের নিজস্ব ব্লকের (BDO OFFICE) যে কোনো স্থানে চাকরি হতে পারে এছাড়াও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরিপ্রার্থীদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতের যে কোনো স্থানে চাকরি হতে পারে।
ICDS Vacancy 2022: Last Date of Apply (আবেদনের তারিখ)
এই পদগুলির জন্য প্রত্যেকটি ব্লক এ আবেদনের সময়সীমা আলাদা আলাদা। তবে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ২৭/০৪/২০২২ তারিখে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ মে ২০২২ তারিখ থেকে এবং আবেদন চলবে আবেদন চলবে ২৩/০৫/২০২২ পর্যন্ত।
ICDS Vacancy 2022: আবেদনের সাথে যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে
চাকরিপ্রার্থীকে নিচে দেওয়া ডকুমেন্টগুলি জেরক্স এবং স্বপ্রত্যয়িত (self attested) করে জমা দিতে হবে।
১) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
২) চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৩) বয়সের প্রমাণপত্র
৪) কার সার্টিফিকেট যদি থাকে
৫) তিন কপি পাসপোর্ট সাইজের ফটো
৬) আধার কার্ড ভোটার কার্ড
৭) 6 টাকা মূল্যের ডাকটিকিট
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links: গুরুত্বপূর্ণ তারিখসমূহ
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
ICDS Vacancy 2022 Official Notice Pdf Download | এখানে দেখুন |
ICDS Vacancy 2022 Official Website Link | এখানে দেখুন |
আরও পড়ুন 👇
🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!
🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022