ICICI Bank Recruitment 2022: আইসিআইসিআই ব্যাংক নিয়োগ ২০২২ কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই! (Apply Now!)

|| ICICI Bank Recruitment 2022, ICICI Recruitment 2022 Apply Online, আইসিআইসিআই ব্যাংক নিয়োগ ২০২২, ICICI Recruitment 2022 Official Notification, ICICI Recruitment 2022 Official Website ||

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এলো বিশাল বড়ো সুযোগ! রাজ্যের বড়ো নামী আইসিআইসিআই ব্যাংকে (ICICI Bank Recruitment 2022) কর্মী নিয়োগ এর ঘোষণা করা হয়েছে। এ ও জানানো হয়েছে যে পদের আসনসংখ্যা শতাধিক। ব্যাংকে কাজ করা যেসব চাকরি প্রার্থীদের স্বপ্ন তারা দেরি না করে এখনি আবেদন করে ফেলুন। এই কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে। পুরুষ-মহিলা নির্বিশেষে রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

ICICI Bank Recruitment 2022: আইসিআইসিআই ব্যাংক নিয়োগ ২০২২

পশ্চিমবঙ্গ রাজ্যের আইসিআইসিআই ব্যাংক-এ (ICICI Bank Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

ICICI Bank Job Vacancy 2022: Vacancy Detail (পদের নাম)

পশ্চিমবঙ্গের আইসিআইসিআই ব্যাংক-এ যে পদের জন্য কর্মী নিয়োগ (আইসিআইসিআই ব্যাংক নিয়োগ ২০২২) করা হবে তা হলো-

  • ডাটা এন্ট্রি অপারেটর
  • ব্রাঞ্চ এক্সিকিউটিভ
  • অফিসে এক্সিকিউটিভ

ICICI Bank Vacancy Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও আপনার কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার এ জ্ঞান থাকা আবশ্যক।

ICICI Bank Recruitment 2022: Age Limit (বয়স সীমা)

এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স ০১.০৭.২০২২ অনুযায়ী ২৬বছরের নিচে হতে হবে। ০১.০৭.১৯৯৬ থেকে ০১.০৭.২০০৪ এই সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন।

ICICI Bank Recruitment 2022: Selection Process (নিয়োগ প্রক্রিয়া)

এই পদের চাকরির জন্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি  ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ICICI Bank Recruitment 2022: Who can Apply (কারা আবেদন করতে পারবে)

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফ্রেশার হতে হবে।

ICICI Bank Recruitment 2022: Salary (বেতন)

এই পদের চাকরির জন্য আবেদনকারী চাকরি প্রার্থীদের ১৪৫০০ থেকে ২২৮০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

How to Apply for ICICI Bank Recruitment 2022: আবেদন প্রক্রিয়া

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ৮৭৭৭৭৪৩৭৫২ এই নম্বরে যোগাযোগ করতে হবে। এই নম্বরে যোগাযোগ করলেই আপনি ইন্টারভিউয়ের তারিখ জানতে পারে যাবেন।

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

icici bank recruitment 2022

ICICI Bank Recruitment 2022: Last Date of Apply (আবেদনের শেষ তারিখ)

এই পদের চাকরির জন্য আবেদন করার শেষ তারিখ হলো ১৩.০৮.২০২২ অর্থাৎ ১৩ আগস্ট ২০২২।

 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
ICICI Bank Recruitment 2022 Download ডাউনলোড করুন
ICICI Bank Recruitment 2022 Official Website এখানে দেখুন
ICICI Bank Recruitment 2022 Apply Nowআবেদন করুন

আরও চাকরি আপডেট দেখুন 👇👇👇

🔥 Indian Railway Group D Recruitment 2022

🔥 BARC Recruitment 2022

🔥 SSC Recruitment 2022

🔥 Data Entry Operator Recruitment 2022

🔥 Accredited Social Health Activist Recruitment 2022

🔥 Bandhan Bank Recruitment 2022 

🔥 Alipurduar Recruitment 2022

FAQ:

Q: ICICI Bank Recruitment 2022-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৩.০৮.২০২২ অর্থাৎ ১৩ আগস্ট ২০২২। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: ICICI Bank Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: ICICI Bank Job 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২৬ বছরের নিচে। ০১.০৭.১৯৯৬ থেকে ০১.০৭.২০০৪ এই সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment