পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।

১/৮: সময়ের সাথে সাথে আর্থিক সমস্যা যেন বেড়েই চলেছে। বেসরকারি ক্ষেত্রে পেনশন তো প্রায় থেকেই না। কিন্তু বর্তমানে সরকারি প্রতিষ্ঠান গুলিতেও উঠে যাচ্ছে পেনশন (Pension)। অপরদিকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষের সংখ্যা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরুপ মানুষের এখন একটাই চিন্তা, কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর কিভাবে চলবে?

২/৮: তাই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন এক প্রকল্প শুরু চালু করেছে। এই প্রকল্পের নাম হলো- ‘প্রধানমন্ত্রী মানধন যোজনা’ (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana)। এই যোজনা কিছুটা হলেও সাধারন জনগনকে স্বস্তি দিয়েছে।

প্রধানমন্ত্রী মানধন যোজনা কী?

৩/৮: যে সমস্ত মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা যখন কর্মজীবন থেকে অবসর নেবেন অথবা তাদের যখন ৬০ বছর বয়স পূর্ণ হবে তখন প্রত্যেক মাসে যাতে তারা সরকারের কাছ থেকে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে পেতে পারেন সেই উদ্দেশ্যেই এই প্রধানমন্ত্রী মানধন যোজনা চালু করা হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই টাকা হয়ে যাবে ডবল! পোস্ট অফিসের এই সব থেকে আকর্ষণীয় স্কিম জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই

৪/৮: এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত মানুষেরা অথবা ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর বার্ষিক ৩৬ হাজার টাকা পেনশন পেতে দেবে। যদি আপনি প্রত্যেকদিন ২ টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করেন তাহলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।

মানধন যোজনায় আবেদনের শর্ত কি? 

৫/৮: আপনি যোজনায় অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনাকে কিছু সরল শর্তাবলী মেনে চলতে হবে। শর্তগুলি হলো-

১) আপনাকে প্রত্যেকদিন ২ টাকা অর্থাৎ মাসিক ৬০ টাকা করে এই প্রকল্পে জমা দিতে হবে।

২) এই যোজনার জন্য আবেদনকারীর বয়স হয়ে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে

৩) আবেদনকারীদের অবশ্যই অসংগঠিত ক্ষেত্র অর্থাৎ রাজমিস্ত্রি, ভাঙাওয়ালা, ইটভাটার শ্রমিক, গৃহশিক্ষক, গৃহকর্মী, ফেরিওয়ালা ইত্যাদি জায়গায় কর্মরত হতে হবে। এই প্রকল্পের জন্য যাদের কোনো নির্দিষ্ট মাসিক বেতন নেই তারাই আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, অসংগঠিত ক্ষেত্রে দেশের বেশিরভাগ শ্রমজীবী মানুষই কাজ করেন।

৪) আপনার মাসিক আয় ১৫,০০০ টাকার কম হওয়া আবশ্যক।

৫) আবেদনকারীদের অবশ্যই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তার কারণ এখানে আবেদনের জন্য আধার কার্ড এবং আইএফএসসি কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।

কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রধানমন্ত্রী মানধন যোজনায়?

৬/৮: এই যোজনা হলো একটি পেনশন স্কিম। আর পেনশন স্কিম হওয়ার কারনে এখানে অনেক সুবিধা পাওয়া যাবে। এই যোজনার অধীনে আপনি যে সুবিধাগুলো পাবেন তা হলো-

১) এই যোজনার অধীনে আপনার ৬০ বছর বয়স হওয়ার পর আপনি মাসিক ৩,০০০ টাকা অর্থাৎ বার্ষিক ৩৬,০০০ টাকা পেনশন হিসেবে পাবেন।

২) এই প্রকল্পে আবেদনকারীর যদি মৃত্যু হয় তাহলে তার স্ত্রী অথবা নমিনি অর্ধেক পেনশন পাবেন।

৩) ১৮ থেকে ৪০ বছর বয়সে এই প্রকল্পে আপনি যখনই নাম লেখাবেন মাসিক প্রদেয় অর্থের পরিমাণ সেই সময় অনুযায়ী  নির্ভর করবে। যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান, তাহলে তাঁকে প্রত্যেক মাসে ৫৫ টাকা করে দিতে হবে। এই প্রকল্পে কেউ যদি আবার একটি বেশি বয়সে গিয়ে নাম লেখান তাহলে তাঁর মাসে প্রদান করা অর্থের পরিমাণও বেশি হবে। এই প্রকল্পে মাসে মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করতে হয়।

৪) এই যোজনার অংশগ্রহণকারী যে পরিমাণ টাকা প্রত্যেক জমা করবেন তাঁর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারও সেই সমান পরিমাণ অর্থ সেই অ্যাকাউন্টে জমা করে। যদি আপনি ৬০ টাকা জমা করেন তাহলে কেন্দ্রীয় সরকারও আপনার নামে ৬০ টাকা জমা করবে। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর মোটা অংকের টাকা আপনার নামে জমা হবে। আর আপনার ৬০ বছর বয়স হওয়ার পর সেখান থেকেই  কেন্দ্রীয় সরকার আপনাকে প্রত্যেক মাসে পেনশন দেবে।

If the family's income is a little less, you will get money every month in this new scheme of the government of India

কিভাবে প্রধানমন্ত্রী মানধন যোজনায় টাকা জমা দিতে হবে?

৭/৮: এই প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পটিতে বাড়িতে থেকে আপনি অংশ নিতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য আপনার আধার কার্ড এবং বৈধ ব্যাঙ্ক থাকতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে টাকা কেটে নেওয়া হবে। এরপর সেই অ্যাকাউন্ট থেকে আপনার বয়স ৬০ বছর বয়স হওয়ার পর আপনি টাকা পাবেন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

👉 ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! বেকারদের জন্য রাজ্যের এই নতুন প্রকল্প সম্পর্কে জেনে নিন

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

👉 Primary Teacher: প্রাইমারি শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! দেখে নিন এখনই

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

Leave a Comment