১/১০: আপনার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) যদি টাকা নাও থাকে তাহলেও আপনি টাকা পেতে পারেন। আপনার বেতনের ৩ গুন টাকা আপনি ওভারড্রাফট পদ্ধতিতে তুলতে পারবেন। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২/১০: অনেক সময় হঠাৎ করেই আপনার চিকিৎসার জন্য বা বাড়িতে বিয়ের জন্য কিংবা আপনার সন্তানের পড়াশোনার জন্য টাকার দরকার হতে পারে। কিন্তু সেই সময় হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এমতাবস্থায় স্বাভাবিকভাবে আপনার মাথায় প্রথমেই লোন (Loan) নেওয়ার কথা আসবে।
৩/১০: যদি আপনি বর্তমানে এরকম কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি ব্যাংক থেকেই ওভারড্রাফটের মাধ্যমে ঋণ পেতে পারেন। অল্প পরিমাণ টাকা কিন্তু নয়, ওভারড্রাফটের মাধ্যমে আপনি আপনার বেতনের ৩ গুণ টাকা পেতে পারেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhar card: এবার আধারের ঠিকানা বদলানো যাবে অনলাইনেই! লাগবে পরিবারের প্রধানের সম্মতি, নয়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আপনার টাকা দরকার? এইভাবে ৩০ সেকেন্ডে WhatsApp থেকে লোন নিন ডকুমেন্ট ছাড়াই! জানুন কিভাবে?
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এবার মাত্র ২০০ টাকায় সারামাসের বিদ্যুৎ বিল! জানুন কিভাবে?
৪/১০: জানা গেছে যে, ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ঋণের ক্ষেত্রে ওভারড্রাফটের বিকল্প দিয়ে থাকে। কোনো গ্রাহকের যদি জরুরি আর্থিক প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থেকে থাকে তাহলে সেইসময় তিনি এটি ব্যবহার করতে পারেন। এই ওভারড্রাফটের সুবিধা কাজ করে স্বল্পমেয়াদী ঋণের মতো। State Bank of India, ICICI Bank সহ একাধিক ব্যাংক জরুরি পরিস্থিতিতে ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকে।
৫/১০: আর্থিক বিশ্লেষকরা জানিয়েছেন যে, জরুরি পরিস্থিতিতে ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাঁদের মাসিক বেতনের অগ্রিম ৩ গুণ টাকা তুলতে পারেন। কিন্তু বিভিন্ন ব্যাংকের ওভারড্রাফট পদ্ধতিতে টাকা নেওয়ার ঊর্ধ্বসীমা পরিবর্তিত হতে থাকে। এছাড়াও এই টাকা পাওয়া যায় গ্রাহকের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে।
৬/১০: যদি আপনি বেতনভোগী হয়ে থাকেন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যেই বহুবার ওভারড্রাফটের বিষয়ে জানিয়েছে। ব্যাঙ্কিং পরিষেবার বিষয়ে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের আগে থেকে জানিয়ে দেয়। কিন্তু এই পরিষেবা সমস্ত বেতনভোগী পাওয়ার যোগ্য নন। অনেক সময় এমনও হয় যে, ব্যাংক কর্তৃপক্ষ কেবলমাত্র কিছু কর্মীকেই মাসিক বেতনের একাংশ ঋণ দিয়ে থাকে।
৭/১০: এই পরিষেবার শর্তগুলি খানিকটা জটিল, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথমত, এই ব্যক্তিগত ওভারড্রাফটের পরিষেবা সমগ্র দেশের মাত্র কয়েকটি ব্যাংকই দিয়ে থাকে। দ্বিতীয়ত, ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহকদের Salary Account আছে এই পরিষেবার জন্য তাঁরাই যোগ্য।
৮/১০: গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, বেতনভোগীদের অ্যাকাউন্টে অগ্রিম টাকা দেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষ তার গ্রাহকের ক্রেডিট রেটিং পরীক্ষা করে। ব্যাংকের তরফে যে শর্তগুলি দেওয়া হয়, সেগুলো যারা সঠিকভাবে পূরণ করে তাঁরা সহজেই ওভারড্রাফটের সুবিধা পেয়ে থাকেন এবং নিজেদের সমস্যা সমাধান করতে পারেন।
৯/১০: কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, এই ওভারড্রাফটের সুবিধা নেওয়ার ক্ষেত্রে আপনাকে সুদের হার গুনতে হবে। দেখা গেছে যে, ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওভারড্রাফটের জন্য অগ্রিমের উপর ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত হারে সুদ নিয়ে থাকে।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Online Part Time Jobs: এই টেকনিকে ঘরে বসেই চাকরির থেকে বেশি আয় করুন! জানুন সেই গোপন টেকনিক!
👉 এবার ঘরে বসেই এভাবে রেশন কার্ডের জন্য আবেদন করে ফেলুন! কিভাবে আবেদন করবেন? জানুন
👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন