১/১০: পুনরায় আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) ১৫ দফা শর্তকে কেন্দ্র করে রাজনৈতিক পরও চড়ছে। বিজেপি নেতারা সম্প্রতি এই যোজনায় “দুর্নীতি”-এর অভিযোগ তুলে সরাসরি কেন্দ্রকে চিঠিতে দিয়েছিলেন।
২/১০: এই আবহে রাজ্যকে প্রথমে ৪৯৩ পাতার চিঠিতে দেওয়া হয় কেন্দ্রের তরফে। আর তারপরই কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করতে রাজ্যে আসে। তবে জানা গেছে যে, এই যোজনার ক্ষেত্রে পরিদর্শনের পর সেরকম কোনো গরমিল পাওয়া যায়নি।
৩/১০: শুধু তাই নয়, কটাক্ষের সুরে শাসকদলের তরফে জানানো হয়েছে যে, এই সংক্রান্ত বিজেপি নেতাদের অধিকাংশ নালিশই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। অপরদিকে, এমতাবস্থায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ শীর্ষ আধিকারিক গত শুক্রবার আবাস যোজনা নিয়ে রাজ্যের একাধিক পদক্ষেপের প্রশংসা করেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস-সমীক্ষা নিয়ে ক্ষোভ কেন্দ্রের দলের! কেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card News: এবার আধার কার্ডের নিয়মে এল এই বড়সড় পরিবর্তন! দুর্ভোগ এড়াতে এখনই করুন এই কাজ
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Voter List: নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো ? কীভাবে দেখবেন? জানুন
৪/১০: সবথেকে বড় ব্যাপার হলো, যে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা পরিদর্শনে এসেছিল তাদের একাংশ স্বীকার করেছেন যে, আবাস যোজনা নিয়ে প্রত্যেকটি জেলায় রাজ্যের কড়া পদক্ষেপের বিষয়টি ফুটে উঠেছে।
৫/১০: অপরদিকে, জানা গেছে যে, এই যোজনায় কেন্দ্রের নির্ধারিত শর্তগুলি মেনে বাদ পড়েছে কয়েকটি নাম। প্রসঙ্গত, আবাস যোজনায় কারা যোগ্য তা নির্ধারণ করার জন্য কেন্দ্র মোট ১৫ দফা শর্ত আরোপ করেছিল।
৬/১০: এছাড়াও জানানো হয়েছিল যে, যদি ওই ১৫ টি শর্তের মধ্যে যেকোনো একটি থাকে তাহলেও পাওয়া যাবে না আবাস যোজনায় বাড়ি। এবার গন্ডগোল হয়েছে এই শর্তের পরিপ্রেক্ষিতেই। রাজ্য এই শর্ত মেনেই সাড়ে ১১ লক্ষ উপভোক্তাকে বাছাই করেছে।
৭/১০: এছাড়াও এই শর্তের বিষয়ে কেন্দ্রীয় দলের একাংশও মুখ খুলেছে। পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে, “কেন্দ্রও জানে, ওই শর্তাগুলি অবাস্তব। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানতে গেলে একজনও বাড়ি তৈরির টাকা পাবেন না।”
৮/১০: অন্যদিকে আবার রাজ্য উপভোক্তাদের তালিকা শীঘ্র তৈরি করে আগামী মার্চের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠছে।
৯/১০: অপরদিকে, এই প্রক্রিয়াকে কেন্দ্রও একের পর এক অজুহাত দিয়ে পিছিয়ে দিচ্ছে। এবার তাহলে ওই ১৫ টি শর্তে কি কি রয়েছে তা জেনে নেওয়া যাক-
১) যদি অন্য কোনো সরকারি যোজনায় পরিবার বাড়ি পেয়ে থাকে তাহলে এই যোজনায় তা উপলব্ধ হবে না।
২) পাকা বাড়ি থাকলেও মিলবে না আবাস যোজনার বাড়ি।
৩) যদি পরিবারের ৩ অথবা ৪ চাকার ট্রাক্টর অথবা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রচালিত গাড়ি থাকে তাহলেও আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে না।
৪) যদি পরিবারের ৫০ হাজার টাকা অথবা তার বেশি ঋণ পাওয়ার যোগ্য কিষান ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে পাওয়া যাবে না এই সুবিধা।
৫) যদি পরিবারের বাইক, গাড়ি, যন্ত্রচালিত ভ্যান কিংবা মাছ ধরার ট্রলার থাকে তাহলেও আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে না।
৬) এই সুবিধা পরিবারের কোনো সদস্যের বেতন ১০ হাজার টাকার বেশি হলেও পাওয়া যাবে না।
৭) বাড়িতে নিজস্ব ফ্রিজ থাকলেও চলবে না।
৮) যদি পরিবারের কেউ সরকারি চাকরি করেন তাহলেও তিনি এই সুবিধা পাবেন না।
৯) পরিবারের যদি সরকারি নথিভুক্ত অ-কৃষি উদ্যোগ সংস্থা থাকে তাহলেও মিলবে না আবাস যোজনার বাড়ি।
১০) যদি পরিবারের ৭.৫ একর জমি অথবা সেচের কোনো ব্যবস্থা থাকে তাহলে এই যোজনার সুবিধা পাওয়া না।
১১) যদি পরিবারের ৫ একরের অধিক সেচযোগ্য জমি থাকে এবং যদি সেখানে ২টি মরশুমে চাষ হয় তাহলেও এই যোজনার লাভ পাওয়া যাবে না।
১২) যদি পরিবারের ২.৫ একরের বেশি সেচযুক্ত জমি এবং সেচের ব্যবস্থা থাকে তাহলে এই যোজনার সুবিধা পাওয়া না।
১৩) পরিবার বৃত্তি কর দিলেও এই যোজনার লাভ পাওয়া যাবে না।
১৪) এই একই নিয়ম আয়করের ক্ষেত্রেও প্রযোজ্য।
১৫) যদি পরিবারের ল্যান্ডলাইন ফোন থাকে তাহলেও পাওয়া যাবে না এই যোজনার সুবিধা।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬ মাস চিন্তা মুক্ত একবার রিচার্জ করলেই! Jio, Airtel-কে কুপোকাত করা এই প্ল্যান আনলো এই সংস্থা!
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 পরীক্ষার দিন ঘোষণা হল শিক্ষক-সহ একাধিক পদে নিয়োগের! দেখে নিন এক ক্লিকেই
👉 ফের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন! দেখে নিন তালিকা
👉 West Bengal Health Recruitment 2023