ইলেকট্রিক বিল কমাতে (Electricity Bill) ইলেকট্রিক মিটারের পাশে এই যন্ত্র বসাতে হবে। এই যন্ত্র কোথায় পাওয়া যাচ্ছে? ফিচার কি? জেনে নিন বিস্তারিত।
প্রায় প্রত্যেকেই ইলেকট্রিক বিলে দিতে গিয়ে হিমশিম খান। গরমের সময় AC, ফ্যান এসব চলার জন্য ইলেকট্রিক বিল ঝড়ের গতিতে বাড়তে থাকে। তবে শীতকালে বিল কিছুটা কমলেও স্বস্তি পাওয়া যায় না। কারণ গোটা বছর এই বোঝা নিয়েই চলতে হয়। আর তাই কিভাবে বিল কমানো যায় তার উপায় খোঁজেন প্রত্যেকেই। শীতকালে বাড়িতে হিটার, গিজার চলে। তাই তখনও বাড়তে থাকে ইলেকট্রিক বিল। AC, কুলারের মতো হিটার, গিজারেও ইলেকট্রিক খরচ হয়। তাই মধ্যবিত্ত মানুষেরা গোটা বছর এত পরিমাণ ইলেকট্রিক বিলের (Electric Bill) খরচ দিতে গিয়ে নাজেহাল হন।
আপনি কি জানেন আপনি খুব সহজ একটু টোটকায় বাড়ির ইলেকট্রিক বিল কমিয়ে অর্ধেক করতে পারেন? আপনি যদি Wellberg Power Saver নামক ডিভাইসটি ইনস্টল করেন তাহলে আপনার ইলেকট্রিক বিল অনেকটা কমতে পারে। তাহলে চলুন কিভাবে এই কাজ সম্ভব তা জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Update: আজই আধারে এই তথ্য আপডেট করুন! না হলে কোনও সরকারি সুবিধা পাবেন না
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 How to win lottery: লাখপতি হতে চান? এই ৩ টি সহজ টিপস লটারি কাটার সময় মেনে চলুন
বিষয় তালিকা
Wellberg Power Saver: এই যন্ত্রটির দাম কত?
Wellberg Power Saver হলো একটি ইলেকট্রিসিটি সেভার ডিভাইস। এই প্রোডাক্টটি আপনি অনলাইনে ৫০০ টাকার কম দামে কিনতে পারবেন। এই ডিভাইসটি আপনি Amazon থেকে কিনতে পারবেন। এছাড়াও এই ডিভাইস কেনাতে রয়েছে ১০ দিনের রিটার্ন পলিসি। অর্থাৎ এই ডিভাইস কেনার পর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ১০ দিনের মধ্যে তা ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন।
Wellberg Power Saver: এই ডিভাইসটি কিভাবে ইনস্টল করবেন?
আপনি এই Wellberg Power Saver ডিভাইসটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই ডিভাইস ইলেকট্রিক মিটারের পাশে ইনস্টল করতে হবে। এই ডিভাইস ইনস্টল করার জন্য আপনার বাড়ির ওয়্যারিংয়ে কোনো পরিবর্তন করতে হবে না। আপনি এই ইলেকট্রিক সেভিং ডিভাইস সকেটে খুব সহজে প্লাগ করতে পারবেন। এরপরই Wellberg Power Saver আপনার বাড়ির বিদ্যুৎ বাঁচাতে শুরু করবে। এই যন্ত্র ৪০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম বলে দাবি কোম্পানির।
Wellberg Power Saver: এই ডিভাইস কিভাবে কাজ করবে?
আপনি যদি এই যন্ত্র ইনস্টল করেন তাহলে আপনি ডবল সুবিধা পাবেন। এই যন্ত্র যে কেবলমাত্র আপনার বাড়ির ইলেকট্রিক বাঁচাতে সাহায্য করবে তাই নয়, ডিভাইসটি ইলেকট্রিক ফ্লো নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে। এর ফলে বেশি এবং কম ভোল্টেজে বাড়ির বিভিন্ন অ্যাপলায়েন্সে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে। আপনি এই প্রোডাক্ট বাড়ি এবং অফিসে ব্যবহার করতে পারেন। বৈদ্যুতিক প্যানেলের ক্যাপাসিট্যান্স এবং পাওয়ার সার্জকে ঠান্ডা করতে সাহায্য করে ডিভাইসটি।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 ৫০,০০০ টাকা প্রতি মাসে ঘরে বসেই পাবেন! এখনই আবেদন করুন এই প্রকল্পে (Apply Now!)
👉 সরাসরি গেস্ট টিচার নিয়োগ চলছে রাজ্যের কলেজে একাধিক বিষয়ে, Apply Now!
👉 how to apply pan card online