১/১২: প্রত্যেকেই জানেন যে, রেশন কার্ড (Ration Card) থাকলেই রেশন পাওয়া যায়। কিন্তু এটা জানেন না সেটা হলো, রেশন কার্ড থাকলে এবার থেকে পাওয়া যাবে আরও একটি বড়ো সুবিধা। রেশন কার্ডহোল্ডাররা পেতে চলেছেন Free Petrol।
২/১২: সরকার সমগ্র দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য করোনা মহামারীর সময় সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করার উদ্যোগ নিয়েছিল। এই প্রক্রিয়া বর্তমানেও চালু রয়েছে। এর মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১ বছর।
বিষয় তালিকা
Free Petrol ভর্তুকি কিভাবে পাওয়া যাবে?
৩/১২: Free Petrol ব্যবহারে ভর্তুকি পাওয়া যাবে রেশন কার্ড থাকলেই। দেশের বেশিরভাগ মানুষের চার চাকা না থাকলেও, সাইকেল কিংবা বাইক থাকেই। সরকার সেই সমস্ত মোটরবাইক চালকদের জন্য এবার দিলো দারুণ সুবিধা। পেট্রোল ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনকি সবজির দরও আকাশছোঁয়া।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আপনার কথায় উঠবে বসবে রেল! আরও সহজ হবে টিকিট বুকিং, এলো নতুন প্রযুক্তি
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 LPG Price: হোলির আগে বাম্পার অফার! সস্তায় গ্যাস সিলিন্ডার পেয়ে যান এই উপায়ে! বুক করুন এখনই
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাধ্যমিক পাশেই রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? জেনে নিন
৪/১২: সাধারণ মানুষ মাসিক বেতন দিয়ে সংসার চালানো, সঞ্চয় করা, বাড়তি খরচ অর্থাৎ যাতায়াতের জন্য গাড়িতে পেট্রোল ভরা ইত্যাদি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাই সাধারণ মানুষের জন্য দেওয়া হচ্ছে এই সুবিধা।
৫/১২: সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে যে, ঝাড়খন্ড সরকার বাইক চালকদের জন্য পেট্রোলে ভর্তুকির কথা ঘোষণা করেছে। আবেদনকারীরা এই প্রকল্পের মাধ্যমে ২৫০ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।
৬/১২: এই ভর্তুকি স্কিমের অধীনে রেশন কার্ডহোল্ডাররা ১০ লিটার পেট্রোল ব্যবহারের ওপর ভর্তুকি পাবেন ২৫০ টাকা। ঝাড়খন্ড সরকার আরও জানিয়েছে যে, গুজব ছড়ানো হচ্ছে যে, যে সমস্ত ব্যক্তিরা আবেদন করবেন, তাদের Ration Card বাতিল করে দেওয়া হবে। আর তাই অনেকেই এই ভর্তুকির জন্য আবেদন করেননি। কিন্তু যদি কেউ পেট্রোলে ভর্তুকির জন্য আবেদন করেন, তাহলে এটা রেশন কার্ড কোনো অবস্থাতেই বাতিল করা হবে না।
Free Petrol পাওয়ার আবেদন প্রক্রিয়া-
৭/১২: ভর্তুকি পাওয়ার জন্য এতদিন ধরে আবেদনকারীদের সেন্টারে গিয়ে আবেদন করতে হতো। তবে এবার এই আবেদন পদ্ধতিতে আনা হয়েছে পরিবর্তন। এবার থেকে রেশন ডিলারের কাছ থেকে স্ট্যাম্প নিয়ে আবেদন করা যাবে ভর্তুকির জন্য।
৮/১২: বর্তমানে যেকোনো জিনিসের সুবিধা পাওয়ার জন্য নানা রকমের গুজব ছড়ানো হয়। এই ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা।
৯/১২: ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁ বিধানসভা অধিবেশন চলাকালীন জানিয়েছিলেন যে, পেট্রোল ব্যবহার ২৫০ টাকা ভর্তুকি দেওয়ার প্রসঙ্গে রেশন কার্ডহোল্ডার পরিবারগুলিকে গুজব ছড়ানো হয়। এতে এই স্কিমের সুবিধা নেননি অনেক কার্ডহোল্ডারই।
১০/১২: তবে অবশ্যই মনে রাখবেন যে, কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে সংশয় তৈরি হলে কিংবা কোনো গুজবে কান দেওয়ার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইন নম্বরে কল করবেন। কোনরকমের বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না।
১১/১২: এই ধরনের খবরের নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা! না মানলে ১০,০০০ হাজার জরিমানা! শীঘ্রই জেনে নিন
👉 পুরোনো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে গভীর রহস্য! জানেন? জানলে বিস্মিত হবেন!
👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই
👉 কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন!
👉 আপনার প্যান কার্ড আছে? ১০০০ টাকা জরিমানা এড়াতে এই নিয়ম মেনে চলুন! | Pan Aadhaar Link