একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে পড়বেন এই সমস্যায়! সতর্ক করে দিল RBI

১/৮: আমাদের দেশের প্রায় প্রত্যেকেরই ব্যাংকে অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে। আজকাল একজন মানুষের একাধিক ব্যাংকেই অ্যাকাউন্ট থাকে। কিন্তু একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি পড়তে পারেন বড়ো সমস্যায়

২/৮: যে সমস্ত ব্যক্তির একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য নতুন নিয়ম জারি করেছে RBI। এই বিষয়ে Reserve Bank of India গ্রাহকদের বিস্তারিতভাবে জানিয়েছে। তাহলে চলুন নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কোনো নির্দিষ্ট সীমা নয়–

৩/৮: RBI অ্যাকাউন্ট খোলার জন্য কোনো সীমা নির্ধারণ করেনি। কিন্তু যদি কোনো গ্রাহকের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই গ্রাহককে অনেক সময় সমস্যায় পড়তে হয়

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক ইত্যাদির এই ৫ টি নিয়ম বদলে গিয়েছে জানুয়ারি থেকে! কি কি নিয়ম? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় এবার কি ভাবে কতগুলি বাড়ি পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 নতুন বছরের শুরুতেই সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫% Tax, অর্থমন্ত্রী কি নির্দেশ দিলেন? দেখুন

একাধিক ব্যাঙ্কে নূন্যতম ব্যালান্স রাখা–

৪/৮: আপনার যদি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সমস্ত ব্যাঙ্কের নূন্যতম ব্যালান্স বজায় রাখতে হয়। আপনাকে মনে রাখতে হয় যে, কোন ব্যাঙ্কের কি সুবিধা আছে। এছাড়াও আপনাকে ব্যাঙ্কের চেকবই, কার্ড সমস্ত কিছু সামলাতে হয়।

দিতে হয় একাধিক চার্জ–

৫/৮: ব্যাঙ্কের টাকা সামলানোর জন্য আপনাকে বেশ কিছু চার্জ দিতে হয়। অর্থাৎ আপনাকে ক্রেডিট এবং ডেবিট কার্ড চার্জ, সার্ভিস চার্জ এবং অন্যান্য কিছু পেমেন্ট করতে হয়। কিন্তু যদি একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই একটা ব্যাঙ্কেরই সুবিধা লাভ করতেন। অপরদিকে, আপনাকে নূন্যতম ব্যালান্স বজায় রাখার জন্যও একটাই চার্জ দিতে হতো।

নূন্যতম ব্যালান্স–

৬/৮: কিছু কিছু ব্যাংকে নূন্যতম ব্যালান্স বজায় রাখার সাথে এমন নিয়ম আছে যে, যদি তাদের কাছে মিনিমাম ব্যালান্স না রাখা হয়, তাহলে অনেক সময় তারা ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করে। আর যদি আপনি মিনিমাম ব্যালান্স বজায় রাখতে পারেন তাহলে সেটা আপনার সিভিল স্কোরকে নষ্ট করতে পারে।

If you have more than one bank account, you will fall into this problem RBI warned

বন্ধ করুন অ্যাকাউন্ট–

৭/৮: RBI বলেছে যে, আপনাকে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে আপনার উচিত সমস্ত অব্যবহৃত অ্যাকাউন্টগুলি শীঘ্রই বন্ধ করে দেওয়া। আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে এবং সেখানে অ্যাকাউন্ট বন্ধের ফর্ম চেয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য

👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন

👉 ৬,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পে! এভাবে আবেদন করে তুলে নিন ফায়দা

👉 Awas Plus Yojana: আবাস প্লাস যোজনা ঘরের টাকা কে এবং কবে পাবেন? দেখুন List-এ নাম @pmayg.nic.in

Leave a Comment