IIBF Recruitment 2022, Apply Online, Official Westsite, Official Notice Download Pdf, Indian Institute of Banking and Finance Recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি Indian Institute of Banking and Finance (IIBF Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 IIBF Recruitment 2022 | আইআইবিএফ নিয়োগ ২০২২
- 2 IIBF Job Vacancy 2022 Detail | আইআইবিএফ নিয়োগ ২০২২ : পদের নাম
- 3 IIBF Recruitment 2022: Age Limit | আইআইবিএফ নিয়োগ ২০২২: বয়স সীমা
- 4 IIBF Recruitment 2022: Selection Process | আইআইবিএফ নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 5 IIBF Recruitment 2022: Salary | আইআইবিএফ নিয়োগ ২০২২: বেতন
- 6 IIBF Recruitment 2022 Apply Online: | আইআইবিএফ নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 IIBF Recruitment 2022: Required Documents | আইআইবিএফ নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 IIBF Recruitment 2022: Application Fees | আইআইবিএফ নিয়োগ ২০২২: আবেদন মুল্য
- 9 IIBF Recruitment 2022: Education Qualification | আইআইবিএফ নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 10 IIBF Recruitment 2022: Important Dates | আইআইবিএফ নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- 11 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 12 FAQ: IIBF Recruitment 2022 (আইআইবিএফ নিয়োগ ২০২২)
IIBF Recruitment 2022 | আইআইবিএফ নিয়োগ ২০২২
🔥 Organization Name (সংস্থার নাম) | Indian Institute of Banking and Finance (IIBF) |
🔥 Post Details (পোস্টের নাম) | অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যান্য |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১৭টি |
🔥 Salary (বেতন) | ২৮,৩০০ থেকে ১,২৪,৪৫০ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | iibf.org.in |
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স-এ (Indian Institute of Banking and Finance Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
IIBF Job Vacancy 2022 Detail | আইআইবিএফ নিয়োগ ২০২২ : পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম ) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Assistant Director (Academics) | ২টি |
🔥 Assistant Director (Information Technology) | ১টি |
🔥 Deputy Director (Accounts) | ১টি |
🔥 Faculty Member on Contract basis (Full time) | ৩টি |
🔥 Head- Professional Development Centre | – |
🔥 Junior Executive | ১০টি |
🔥 Total | ১৭ টি |
আরও পড়ুন: 👇👇👇
🔥 ৫০,০০০ টাকা পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!) | Saksham Scholarship 2022
🔥 SBI Scheme: মাসে ৬০ হাজার টাকা বাড়িতে বসেই আয় করুন! SBI ব্যাংক দিচ্ছে এই বিরাট সুযোগ!
IIBF Recruitment 2022: Age Limit | আইআইবিএফ নিয়োগ ২০২২: বয়স সীমা
🔥 Post Name (পোস্টের নাম ) | 🔥 Age Limit (বয়স সীমা) |
🔥 Assistant Director (Academics) | সর্বাধিক ৩৫ বছর |
🔥 Assistant Director (Information Technology) | সর্বাধিক ৪০বছর |
🔥 Deputy Director (Accounts) | সর্বাধিক ৪৫ বছর |
🔥 Faculty Member on Contract basis (Full time) | সর্বাধিক ৬২ বছর |
🔥 Head- Professional Development Centre | ৫৫ থেকে ৬২ বছরের মধ্যে |
🔥 Junior Executive | সর্বাধিক ২৮ বছর |
IIBF Recruitment 2022: Selection Process | আইআইবিএফ নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
Assistant Director (Academics), Assistant Director (Information Technology), Deputy Director (Accounts), Faculty Member on Contract basis (Full time) এবং Head- Professional Development Centre-
- পার্সোনাল ইন্টারভিউ
Junior Executive-
- অনলাইন পরীক্ষা
- পার্সোনাল ইন্টারভিউ
IIBF Recruitment 2022: Salary | আইআইবিএফ নিয়োগ ২০২২: বেতন
🔥 Post Name (পোস্টের নাম ) | Salary(বেতন) |
🔥 Assistant Director (Academics) | ৬২,৯০০ থেকে ১,১৬,১০০ টাকা পর্যন্ত |
🔥 Assistant Director (Information Technology) | |
🔥 Deputy Director (Accounts) | ৭৫,৫০০ থেকে ১,২৪,৪৫০ টাকা পর্যন্ত |
🔥 Faculty Member on Contract basis (Full time) | ১,০০,০০০ টাকা পর্যন্ত |
🔥 Head- Professional Development Centre | |
🔥 Junior Executive | ২৮,৩০০ থেকে ৯১,৩০০ টাকা পর্যন্ত |
IIBF Recruitment 2022 Apply Online: | আইআইবিএফ নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স-এর অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
IIBF Recruitment 2022: Required Documents | আইআইবিএফ নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
IIBF Recruitment 2022: Application Fees | আইআইবিএফ নিয়োগ ২০২২: আবেদন মুল্য
আপনি যদি Junior Executive পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৭০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়া অন্যান্য পদে আবেদনের জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
IIBF Recruitment 2022: Education Qualification | আইআইবিএফ নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম ) | 🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 Assistant Director (Academics) | কমার্স/ ইকোনমিকস/ ব্যাঙ্কিং/ ফাইন্যান্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা CA/CMA/CS/CFA, MBA, Ph.D এবং ৫ বছরের অভিজ্ঞতা |
🔥 Assistant Director (Information Technology) | IT/ কম্পিউটার সায়েন্স বিষয়ে B. Tech / B.E. অথবা ৬০% নম্বরসহ M.C.A, LINUX, নেটওয়ার্ক, ডাটাবেস, সিকিউরিটি বিষয়ে ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন এবং ৫ বছরের অভিজ্ঞতা |
🔥 Deputy Director (Accounts) | চার্টাড একাউন্ট পাস, CMA / CS এবং ১০ বছরের অভিজ্ঞতা |
🔥 Faculty Member on Contract basis (Full time) | পোস্ট গ্র্যাজুয়েট/ CA/CMA /CFA এবং CAIIB, ফাইন্যান্স বিষয়ে MBA, Ph.D |
🔥 Head- Professional Development Centre | |
🔥 Junior Executive | কমার্স/ ইকোনমিকস/ বিজনেস ম্যানেজমেন্ট/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ৬০% নম্বরসহ গ্র্যাজুয়েশন, IIBF-এর ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স বিষয়ে ডিপ্লোমা, ইকোনমিকস বিষয়ে M.Com / MA / MBA / CA / CMA / CS / CFA |
IIBF Recruitment 2022: Important Dates | আইআইবিএফ নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদন শুরুর তারিখ: ১৪.১১.২০২২ অর্থাৎ ১৪ নভেম্বর ২০২২ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ৩০.১১.২০২২ অর্থাৎ ৩০ নভেম্বর ২০২২ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
IIBF Recruitment 2022 Assistant Director (Academics) Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Assistant Director (Information Technology) Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Deputy Director (Accounts) Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Faculty Member on Contract basis (Full time) Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Head- Professional Development Centre Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Junior Executive Official Notice | ডাউনলোড করুন |
IIBF Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇
🔥 Bankura University Recruitment 2022
🔥 Indian Air Force Recruitment 2022
🔥 Bandhan Bank Manager Recruitment 2022
🔥 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!
FAQ: IIBF Recruitment 2022 (আইআইবিএফ নিয়োগ ২০২২)
Q: IIBF Recruitment 2022 (আইআইবিএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: IIBF Recruitment 2022 (আইআইবিএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: সংশ্লিষ্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: IIBF Recruitment 2022 (আইআইবিএফ নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৬২ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)