১/১২: WB Primary TET Result 2022 অথবা প্রাইমারি টেট পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। পর্ষদ (WBBPE) সভাপতি গৌতম পাল (Gautam Paul) গত ১১ ডিসেম্বর TET পরীক্ষা শেষ হওয়ার পর জানিয়েছিলেন যে, টেটের ফল যতটা তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করে দেওয়া হবে।
২/১২: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/১২: পর্ষদ সভাপতি এবং আধিকারিকরা এই ফলপ্রকাশ নিয়ে জরুরী বৈঠকও সেরে ফেলেছেন। সেই বৈঠকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ওয়েবসাইটেও রেজাল্টের অপশন দেওয়া হয়েছে। wbbpwonline.com-এ সেই লিংক সমস্ত রেজাল্ট আপডেট হওয়ার পর কাজ করবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Primary TET Result 2022: টেট-এর রেজাল্ট এই সময়ে প্রকাশ করতে চায় পর্ষদ! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Breaking News!: Primary TET-এর রেজাল্ট ও উত্তরপত্র দেওয়া হতে পারে এই সময়ের মধ্যে!
রেজাল্ট এবং উত্তরপত্র দেখবেন কিভাবে?
৪/১২: টেট পরীক্ষার্থীদের উত্তরপত্র এই চলতি সপ্তাহেই ওয়েবসাইটে আপলোড করা হবে। মডেল উত্তরপত্র আপলোড করলে পরীক্ষার্থীরা তা দেখতে পারবেন। এছাড়াও এই উত্তরপত্র নিয়ে যদি পরীক্ষার্থীদের কোনো অভিযোগ অথবা মতামত থেকে থাকে তাও পর্ষদের কাছে তারা জানাতে পারবেন।
৫/১২: পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা ঠিক যেভাবে আপনি ফর্ম ফিলাপ এবং Admit Download করেছিলেন, রেজাল্ট দেখার অপশন সেখানেই যোগ হয়েছে। সেই লিংক খুব তাড়াতাড়িই কাজ করবে।
৬/১২: কলকাতা হাইকোর্ট এবারের প্রাইমারি টেট পরীক্ষার ব্যবস্থাপনা, OMR সংরক্ষণ, রেজাল্ট প্রকাশসহ সমগ্র টেট পরীক্ষার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। প্রাথমিক পর্ষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন টেট পরীক্ষার্থীরাও। পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মাথায় উত্তর পত্র এবং রেজাল্ট প্রকাশের ঘোষণা হওয়ায় পরীক্ষার্থীদের উৎসাহ আরও বেড়ে গেছে। এছাড়া রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করলে পরীক্ষার্থীদের চাকরিও তাড়াতাড়িই হয়ে যাবে।
৭/১২: পর্ষদ সভাপতি TET পরীক্ষা শেষ হওয়ার পরই জানিয়েছিলেন যে, যত তাড়াতাড়ি সম্ভব টেট পরীক্ষার ফল প্রকাশ (Primary TET Result) করা হবে। তবে তার আগে আপলোড করা হবে উত্তরপত্র। জরুরী বৈঠকের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
৮/১২: মডেল উত্তরপত্র প্রথমে ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীদের যদি সেই উত্তরপত্র নিয়ে কোনো অভিযোগ অথবা মতামত থাকে তাহলে তারা তা চ্যালেঞ্জ (Primary TET Result) জানাতে পারবেন।
৯/১২: যদি কোনো পরীক্ষার্থী চ্যালেঞ্জ জানায় তাহলে পর্ষদের অ্যাড হক কমিটি সেই উত্তরপত্র স্ক্রুটিনি করে দেখবে। যদি সেখানে কিছু পাওয়া না যায় তাহলে সেই রিপোর্ট এক্সপার্ট কমিটির কাছে পাঠানো হবে। সমস্ত কিছু খুঁটিয়ে দেখার পর সংশোধিত অর্থাৎ রিভাইজ উত্তরপত্র ওয়েবসাইটে চূড়ান্তভাবে আপলোড করা হবে। কিন্তু সমস্ত রেজাল্ট চলতি মাসের মধ্যেই প্রকাশ করা সম্ভব কিনা তা এখনও অস্পষ্ট।
১০/১২: জানা গেছে যে, রিভাইজ মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হওয়ার পরই চূড়ান্ত রেজাল্ট (Primary TET Result) প্রকাশ করতে পারবে প্রাথমিক পর্ষদ।
১১/১২: অপরদিকে, যদি রেজাল্ট দ্রুত প্রকাশ করা হয় তাহলে পঞ্চায়েত ভোটের আগেই নিয়োগ শুরু হবে কিনা সেই নিয়েও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন যে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার যে বিতর্কের মুখে পড়েছে শিক্ষক নিয়োগ শুরু হলে তার কিছুটা প্রসমন হবে। এই ব্যপারে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: এই ৬টি বিষয় মাথায় রাখুন আধার কার্ড ব্যবহারের সময়! নইলে বিপদ!