১/১০: এর আগেই প্রাথমিকের ৪২ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে কলকাতা হাইকোর্ট নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগেও তথ্য তলব করে। কলকাতা হাইকোর্ট মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে।
২/১০: রাজ্যের স্কুলগুলিতে ২০১৬ সালের পরে ধাপে ধাপে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া যথাযথ কিনা, তা খতিয়ে দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলেছেন।
৩/১০: কলকাতা হাইকোর্টের নির্দেশানুযায়ী বাঁকুড়া DI-এর ২০১৬ থেকে নিয়োগপ্রাপ্ত প্রদত্ত লিস্টেড টিচারদের নিদিষ্ট ডকুমেন্টগুলির অরিজিনাল ও ১সেট জেরক্স জমা এবং ভেরিফিকেশন সংক্রান্ত অর্ডার দিল। এর জন্য সাবডিভিশন অনুযায়ী তারিখও জানিয়ে দেওয়া হয়েছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 পরীক্ষার দিন ঘোষণা হল শিক্ষক-সহ একাধিক পদে নিয়োগের! দেখে নিন এক ক্লিকেই
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ফের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন! দেখে নিন তালিকা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB TET Result: টেট-এর রেজাল্ট নিয়ে এই বড়ো খবর সামনে এলো! জেনে নিন এখনই
৪/১০: যে সমস্ত অ্যাটেস্টেড ডকুমেন্ট চাওয়া হয়েছে তা হলো-
- SSC RECOMMENDATION LETTER (স্কুল ও টিচার কপি)
- WBBSE APPOINTMENT LETTER (স্কুল ও টিচার কপি)
- অ্যাপ্রুভাল লেটার
- জয়েনিং রিপোর্ট
- তাঁদের কাস্ট সার্টিফিকেট
- মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫/১০: সংশ্লিষ্ট স্কুলের Headmaster/TIC জমা করবেন DI অফিসে। ডকুমেন্টগুলির ২ সেট ফাইল করে শিক্ষকরা HM/TIC-কে দেবেন।
সাবডিভিশন অনুসারে ভেরিফিকেশনের সময়সূচী-
৬/১০: (১) বাঁকুড়া- ২৪.০১.২৩ অর্থাৎ ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে ৪টে (২৩৯ জন টিচার)
(২) খাতড়া- ২৭.০১.২৩ অর্থাৎ ২৭ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে ৪টে (২৮৪ জন টিচার)
(৩) বিষ্ণুপুর- ২৭.০১.২৩ অর্থাৎ ২৭ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে ৪টে (২৮৬ জন টিচার)
৭/১০: নোটিফিকেশনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্দিষ্ট দিনে যে সমস্ত স্কুল ভেরিফিকেশনে যোগ দেবেন, পরবর্তীকালে তাঁদের আইনত সমস্যার মুখে পড়েতে হতে পারে। কেবলমাত্র বাঁকুড়া DI নয়, শিক্ষকদের তথ্য চাওয়া হচ্ছে প্রত্যেকটি জেলাতেই।
৮/১০: প্রায় ২৩ হাজারেরও বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে স্ক্যানারে আসতে চলেছে।
৯/১০: ২০১৬ সালের পরীক্ষার ওপর ভিত্তি করে তার পরবর্তী পর্যায়ে মোট ১১,৪২৫ জন নবম-দশম শ্রেণিতে শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। প্রায় সাড়ে ৫ হাজার জন্য একাদশ এবং দ্বাদশে চাকরি পেয়েছেন। এছাড়াও ৪,৪৮৭ জন গ্রুপ-ডি পদে এবং ২,০৩৭ জন কর্মী চাকরি পেয়েছেন গ্রুপ-সি পদে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবার দিতে হবে।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SBI Bank Deduction: ১৪৭.৫০ টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে? ফ্রড না তো? জানুন আসল বিষয়টি
👉 এই সপ্তাহে এই ৫ দিন খুলবে না ব্যাঙ্ক! ঘুরে আসার আগে জানে নিন তারিখগুলি
👉 SIP Investment: ৩ কোটি টাকার মালিক হতে পারবেন এটি করলে! জানুন কি ভাবে করতে হবে?