জানুয়ারিতে রাজ্যে আবার অতিরিক্ত ছুটি ঘোষণা! কাদের জন্য এই নির্দেশ? কাদের অফিসে যেতে হবে? জানুন

১/১৪: রাজ্য সরকার (West Bengal Government) কি এবার একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে? আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে সরকারি ছুটি থাকলেও সেদিন আরও একটি ছুটির দিন রয়েছে। ২টি ছুটি একই দিনে থাকার কারনে লিস্টে কমেছে ছুটির সংখ্যাসরকার কি তাহলে এবার অতিরিক্ত ছুটির ঘোষণা করবে? এই নিয়ে রাজ্যে জল্পনা অব্যাহত। আজ আমরা আপনাদের সরকারের অতিরিক্ত ছুটি ঘোষণার বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানবো।

আগামী ২৭ জানুয়ারী কি ছুটি ঘোষণা করা হয়েছে?

২/১৪: সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থা, উভয়ক্ষেত্রেই চাকুরিজীবীরা অপেক্ষায় থাকেন কোন বছরে কত ছুটি পাওয়া যাচ্ছে তা নিয়েই। এর কারন হল এই যে, সকল কর্মচারীরা তাদের ছুটির উপর ভিত্তি করে বিভিন্ন পরিকল্পনা করে থাকেন।

৩/১৪: যেহেতু সকলকেই রোজ অফিসে যেতে হয় এবং বিভিন্ন কারনে প্রত্যেককেই নিজেদের জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটির দরকার হয়ে থাকে। তাই প্রত্যেকেই এই বিষয়টি নজরে রাখেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 একাদশ-দ্বাদশে কমপক্ষে ৯০৭ জনের ওএমআর শিটে জালিয়াতি! সিবিআইয়ের স্ক্যানার ২১টি স্কুল

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET পরীক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে বড় আপডেট! বাড়ি কী পাবেন উপভোক্তারা?

৪/১৪: কিন্তু চলতি বছরে জানুয়ারি মাসে ২টি ছুটি একই দিনে পড়ার কারনে তাদের ১টি ছুটি নষ্ট হয়েছে। এই আবহে সরকার যদি আগামী ২৭ জানুয়ারি অতিরিক্ত ছুটি ঘোষণা করে তাহলে চাকুরীজীবীরা যে বেজায় খুশি হবেন তা বলাই বাহুল্য।

৫/১৪: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের একাধিক সংগঠন আগামী ২৭ জানুয়ারি গণ ছুটির ডাক দিয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি অর্ডার প্রকাশ করা হয়নি। ফলত আপাতত ওই দিন ছুটি না হবার সম্ভাবনা।

৬/১৪: সংবাদসূত্রে খবর, গত কয়েকবছরে ধর্মঘটের দিনগুলিতে সমস্ত সরকারি কর্মীদের বাধ্যতামূলক ভাবে অফিসে আসার জন্য সরকারি অর্ডারের প্রকাশ করা হয়। তাই রাজ্য সরকারী কর্মীদের অনেকেই মনে করছেন যে, এবারেও তার অন্যথা হবে না। অর্থাৎ যদি সেইরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে ওইদিন ছুটি হবে না, বরং যদি কেউ অফিসে। নাকান তাহলে অর্ডার ভঙ্গ হতে পারে।

৭/১৪: যেহেতু সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস আগামী ২৬ জানুয়ারি একইদিনে পড়েছে, তাই সরকারি কর্মীদের মধ্যে এক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে যে, তাহলে কি সরকার আগামী ২৭ জানুয়ারি ছুটি ঘোষণা করবে? তার কারন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে প্রশাসনিক সভায় ঘোষণা করেছিলেন যে, কোনো সরকারি ছুটির দিনে যদি রবিবার অথবা অন্য কোনো ছুটি থেকে যায়, তাহলে সেই ছুটি মার যাবে না।

৮/১৪: পূর্বেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য Extra Holiday বা অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এও দেখা গেছে যে, সরকার কোনো বিশেষ ছুটির দিন যদি রবিবার পড়ার কারণে অথবা একই দিনে ২টি ছুটি পড়ার কারণে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।

৯/১৪: সমগ্র রাজ্যে ইতিমধ্যেই ২৭ জানুয়ারি গণ ছুটির ডাক দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। ছুটির ডাক দিয়ে পোস্টার দিতে দেখা গিয়েছে। ২৭ জানুয়ারি গণ ছুটি দেওয়ার দাবিতে পূর্ব বর্ধমান জেলার শিক্ষা ভবনের সামনে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করা হয়েছে।

১০/১৪: সেই মিছিলের বিভিন্ন ছবি এবং তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাই এই ছুটি নিয়ে স্বাভাবিকভাবেই কর্মীমহলে শুরু হয়েছিল জল্পনা। কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় মনে করা হচ্ছে যে, হয়তো সেই দিন ছুটি পাওয়া যাবে না।

১১/১৪: তবে এই বিষয়ে যথেষ্ট দ্বিধায় রয়েছেন কর্মচারীরা। কর্মীদের একভাগ মনে করছেন, আগামী ২৭শে জানুয়ারি সরকার ছুটি দিতে পারে। আবার একাংশ মনে করছেন, অন্যান্য দিনের মতোই সেইদিন অবশ্যই কাজে যেতে হবে নইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

১২/১৪: গত কয়েকদিন ধরেই ডিজিটাল মাধ্যমে সংবাদ পোর্টালের (Web News Portal) বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব (Youtube) ফেসবুক (Facebook) টুইটার (Twitter) ইত্যাদি মাধ্যমে দেখা গেছে যে, সরকারি কর্মচারী এবং স্কুলের পড়ুয়ারাও ২৬ তারিখ একই দিনে দুটি উৎসব হওয়ার কারণে ২৭শে জানুয়ারি ছুটি পেতে চলেছে।

In January the government of west bengal announced additional holidays! Who is this instruction for? Who should go to the office?

১৩/১৪: এই খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেও সরকার এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই আগামী ২৭ জানুয়ারি ছুটি পাওয়া যাবে কিনা তা সরকারিভাবে বলা সম্ভব নয়। সরকার যতক্ষণ না এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে ততক্ষণ সরকারি কর্মী মহলে এই নিয়ে জল্পনা অব্যাহত থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

১৪/১৪: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Teacher Recruitment

👉 Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার মানতে হবে এই নিয়ম! কড়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের!

👉 Income Tax Department Recruitment 2023

👉 7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের বাড়তে পারে বেতন! জানুন বিস্তারিত

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে বড় আপডেট! বাড়ি কী পাবেন উপভোক্তারা?

Leave a Comment