Post Office Scheme: মাত্র ৫ বছরেই হয়ে যাবে টাকা ডবল পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন এখনই

(১/১২) পোস্ট অফিসে (Post Office) ন্যাশনাল সেভিং সার্টিফিকেট প্রকল্প ৫ বছর-এর মেয়াদ এবং এই মুহূর্তে এই প্রকল্পে সুদ দেওয়া হচ্ছে ৭ শতাংশ করে।

(২/১২) আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ এবং গ্যারান্টি যুক্ত রিটার্নসহ একটি বিনিয়োগের উপকরণ খুঁজে থাকেন তাহলে আপনার ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জন্য একটি দারুন প্রকল্পের সুবিধা রয়েছে।

(৩/১২) ভারতীয় ডাক বিভাগের অন্তর্গত দুর্দান্ত একটি স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। অনেক সময় হয়তো আপনার এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনার কাছে টাকা থাকলেও সেই টাকা বিনিয়োগ করার মত ভালো জায়গা নেই এবং সেখানেই আপনাকে সাহায্য করবে কেন্দ্রীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অন্তর্গত এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৩১ লাখ টাকা পাবেন মাত্র ১৫১ টাকা বিনিয়োগে! বাজার কাঁপানো এই স্কিম নিয়ে হাজির LIC

🔥 আরও পড়ুন: 👇👇👇

Aadhaar card: আধার কার্ড আপডেট নিয়ে এলো বড় ঘোষণা! না জানলে সমস্যায় পড়তে পারেন

🔥 আরও পড়ুন: 👇👇👇

Aadhaar আপডেট করলেই অটো আপডেট হবে অন্যান্য সরকারি নথি! শুধু করতে হবে এই কাজ

(৪/১২) টাকা রাখার কোন এই প্রকল্পে নির্দিষ্ট সীমা নেই এবং একাধিক অ্যাকাউন্ট খুলে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন এই প্রকল্প মারফত। এগুলি ছাড়াও এই প্রকল্পে আরো বেশ কিছু সুবিধা রয়েছে।

পেয়ে যান দ্বিগুণ সুবিধা

(/১২) পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম-এর সর্বোচ্চ মেয়াদ হল ৫ বছর। এই প্রকল্পের ওপর বার্ষিক ৭ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনি এই প্রকল্প থেকে সুদের উপরে দ্বিগুণ সুবিধা পেয়ে যাচ্ছেন।

(৬/১২) বছরে চক্রবৃদ্ধি হয় এই সুদ। এই কারণে, আপনি সম্পূর্ণ পেমেন্ট পাবেন শুধুমাত্র মেয়াদ পূর্তির সময়। পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, যদি আপনি এই প্রকল্পে ১,০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ১,৪০৩ টাকা পেয়ে যাবেন ৫ বছর পরে

৪ লক্ষ টাকা পেয়ে যান ১০ লক্ষ টাকার ডিপোজিটে

(/১২) পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে যদি আপনি ১০ লক্ষ টাকার বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর ম্যাচিউরিটি হলে মোট ১৪,০২,৫৫২ টাকা আপনি পেয়ে যাবেন।

(৮/১২) শুধুমাত্র শুরু থেকে আপনাকে ৪ লক্ষ ২ হাজার ৫৫২ টাকা দেওয়া হবে। যে কোনো জায়গা থেকে এই প্রকল্পে বিনিয়োগ আপনি করতে পারেন এবং যে কোনো পোস্ট অফিস থেকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

(৯/১২) সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে আপনি এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একাউন্ট খুলতে পারেন এবং ১০০ টাকার গুণিতকে আপনাকে বিনিয়োগ করতে হবে সব সময়। এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি সরকারি গ্যারান্টিও পাবেন, তাই আপনার কোনো ভয়ের কারণ নেই।

In just 5 years, the money will be doubled in this post office scheme

কারা খুলতে পারেন এই একাউন্ট?

(১০/১২) দেশের যে কোনো পোস্ট অফিসে আপনি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট খুলতে পারেন। এই প্রকল্পের প্রধান বিশেষত্ব হলো যে কোন নাগরিক এই প্রকল্পে একাউন্ট খুলতে পারবে। সেই সঙ্গে এই প্রকল্পে জয়েন্ট একাউন্টেরও সুবিধা রয়েছে

(১১/১২) দশ বছরের বেশি বয়সী শিশুদের অভিভাবকরা তাদের নামে এটি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট একাউন্ট খুলতে পারেন। তবে এই প্রকল্পের শর্তানুযায়ী মনে রাখতে হবে, পাঁচ বছর আগে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রত্যাহার করা যাবে না

(১২/১২) সরকার প্রতি তিন মাস অন্তর এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে থাকে। এছাড়াও বিনিয়োগকারী তার পরিবারের যেকোনো সদস্যকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা! না মানলে ১০,০০০ হাজার জরিমানা! শীঘ্রই জেনে নিন

👉 পুরোনো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে গভীর রহস্য! জানেন? জানলে বিস্মিত হবেন!

👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই

👉 কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন!

👉 আপনার প্যান কার্ড আছে? ১০০০ টাকা জরিমানা এড়াতে এই নিয়ম মেনে চলুন! | Pan Aadhaar Link

Leave a Comment