Jio Recharge Plans: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা! জেনে নিন এই প্ল্যান সম্পর্কে

১/৬: বিগত কিছু মাসে রিচার্জ করার খরচ রীতিমত বেড়ে যাওয়ায় তা ইউজারদের কাছে চিন্তার কারণ দাঁড়িয়েছে। ফলত প্রত্যেকেই স্বল্প টাকায় রিচার্জ প্ল্যানের সন্ধানে রয়েছেন। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। Jio কোম্পানি মাত্র ৭৫ টাকায় একটি দারুন প্ল্যান নিয়ে এসেছে। তাহলে চলুন Jio-এর এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

২/৬: বর্তমানে বহু মানুষ Jio কানেকশন ব্যবহার করেন। অনেকেই একই ধরনের রিচার্জ করতে হয় বারবার করেন। তবে Jio-এর এমন কিছু প্ল্যান (Jio Recharge Plans) রয়েছে যা শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন।

৩/৬: বিগত কয়েকমাসে রিচার্জের খরচ বেড়েছে বহুগুণ। অনেকেই তাই সস্তার প্ল্যানের খোঁজ করছেন। তাহলে আপনাদের বলি, Jio-এর একটি সস্তা প্ল্যান হল ৭৫ টাকার প্ল্যান। এতে আপনি অনেক সুবিধাও পাবেন। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Free আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Reliance Jio! এই ট্রিক এখনই কাজে লাগান

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio FREE Data: 87 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে! ১২ মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio ধামাকা অফার! মাত্র ৯১ টাকার প্ল্যানে ৩ GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ২৮ দিনের বৈধতা! দেখে নিন প্ল্যানটি

Jio-এর ৭৫ টাকার প্ল্যান-

৪/৬: Jio-এর ৭৫ টাকার প্ল্যান রিচার্জ করলে আপনি ৭৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এতে আপনি ২.৫ GB ডেটাও পাবেন। দৈনিক ১০০ GB এবং অতিরিক্ত ২০০ MB ডেটা পাবেন।

৫/৬: এছাড়াও অন্যান্য জিও রিচার্জ প্ল্যানের মতো এই প্ল্যানও আপনি আনলিমিটেড কলিং এবং মোট ৫০ টি এসএমএস-এর সুবিধা পাবেন। এবার প্রশ্ন হলো, এই রিচার্জ কি আপনার করা উচিত?

In this Rs 75 plan of Jio, you will get unlimited calls, 2.5 GB data

৬/৬: আপনার যদি কম ডেটা লাগে এবং আপনার নম্বরটি চালু রাখা দরকার, তাহলে আপনি এই রিচার্জ করতে পারেন। এছাড়া এই প্ল্যানে যা ডেটা দেওয়া হয় তাতে উপিআই পেমেন্টসহ ইন্টারনেট ব্রাউজিংও করতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 রাজ্যে এক ধাক্কায় ৮২০৭ টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে! আদৌ কি আর শিক্ষক নিয়োগ হবে? জানুন বিস্তারিত

👉 সরকারি কর্মীদের জন্য সুখবর! শীঘ্রই বদল আসছে পেনশন স্কিমে, এই বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

👉 ৭ লাখ টাকা কর্মচারীরা পেয়ে যাবেন একেবারে নিখরচায়! জানুন এই নতুন সরকারি প্রকল্পের ব্যাপারে

👉 WBPSC Recruitment 2023 Apply Online

👉 Aadhaar card: আধার তথ্যের নিরাপত্তা বাড়াতে আরও কড়াকড়ি UIDAI

Leave a Comment