Indian Coast guard recruitment 2022, Indian Coast guard recruitment 2022 Apply Online, Indian Coast guard recruitment 2022 Official Website, ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২
সুখবর! চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast guard recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Indian Coast guard recruitment 2022 | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২
- 2 Indian Coast guard recruitment 2022: Vacancy Detail | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: পদের নাম
- 3 Indian Coast guard recruitment 2022: Age Limit | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: বয়স সীমা
- 4 Indian Coast guard recruitment 2022: Selection Process | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 5 Indian Coast guard recruitment 2022: Salary | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: বেতন
- 6 How to Apply for Indian Coast guard recruitment 2022: | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 Indian Coast guard recruitment 2022: Required Documents | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 Indian Coast guard recruitment 2022: Examination Fees | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: পরীক্ষা মূল্য
- 9 Indian Coast guard recruitment 2022: Educational Qualification | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 10 Indian Coast guard recruitment 2022: Last Date of Apply | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
- 11 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
- 12 FAQ: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)
- 12.1 Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
- 12.2 Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
- 12.3 Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Indian Coast guard recruitment 2022 | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২
Organization Name (সংস্থার নাম) | ইন্ডিয়ান কোস্ট গার্ড |
Post Details (পোস্টের নাম) | অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট |
Total Vacancies (মোট শূন্যপদ) | ৭০টি |
Salary (বেতন) | ৫৬,১০০ থেকে ২,২৫,০০০ টাকা পর্যন্ত |
Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | joinindiancoastguard.gov.in |
মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে ইন্ডিয়ান কোস্ট গার্ডে (Indian Coast guard recruitment 2022) একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
Indian Coast guard recruitment 2022: Vacancy Detail | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: পদের নাম
ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো-
- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি
- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এসএসএ)
- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (মেকানিক)
- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স)
- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ল এন্ট্রি
Indian Coast guard recruitment 2022: Age Limit | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: বয়স সীমা
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (মেকানিক), অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স)-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার জন্মসাল হতে হবে ০১.০৭.১৯৯৭ থেকে ৩০.০৬.২০০১-এর মধ্যে। এছাড়াও কোস্ট গার্ড/নেভী/ আর্মি/ এয়ার ফোর্সে পার্সোনাল সার্ভিং-এ প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর বয়সের ছাড় পাবেন।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এসএসএ)-
এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার জন্মসাল অবশ্যই হতে হবে ০১.০৭.১৯৯৭ থেকে ৩০.০৬.২০০৩-এর মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ল এন্ট্রি-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার জন্মসাল হতে হবে ০১.০৭.১৯৯৩ থেকে ৩০.০৬.২০০১-এর মধ্যে। এছাড়াও কোস্ট গার্ড/নেভী/ আর্মি/ এয়ার ফোর্সে পার্সোনাল সার্ভিং-এ প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর বয়সের ছাড় পাবেন।
এছাড়াও SC/ST প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর এবং OBC প্রার্থীরা অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।
Indian Coast guard recruitment 2022: Selection Process | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ৫টি ধাপে পরীক্ষা নেওয়া হবে।
১) প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
২) এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটারাইজড কগনিটিভ ব্যাটারি টেস্ট এবং পিকচার পারসেপশন ও ডিসকাশনের পরীক্ষা নেওয়া হবে।
৩) এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাইকোলজি টেস্ট, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে প্রার্থীদের পার্সোনালিটি টেস্টও করা হবে।
৪) এরপর প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
৫) সবশেষে এই সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইনডাকশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Indian Coast guard recruitment 2022: Salary | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: বেতন
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১০ অনুযায়ী ৫৬,১০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
ডেপুটি কমান্ড্যান্ট-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১১ অনুযায়ী ৬৭,৭০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
কমান্ড্যান্ট (জেজি)-
এই পদের চাকরির জন্য কর্মীদের পে লেভেল-১২ অনুযায়ী মাসিক ৭৮,৮০০ টাকা বেতন দেওয়া হবে।
কমান্ড্যান্ট-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১৩ অনুযায়ী ১,২৩,১০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১৩(এ) অনুযায়ী ১,৩১,১০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
ইন্সপেক্টর জেনারেল-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১৪ অনুযায়ী ১,৪৪,২০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১৫ অনুযায়ী ১,৮২,২০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
ডিরেক্টর জেনারেল-
এই পদের জন্য কর্মীদের পে লেভেল-১৭ অনুযায়ী ২,২৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
How to Apply for Indian Coast guard recruitment 2022: | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।
Indian Coast guard recruitment 2022: Required Documents | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র
- আপনার জন্ম এবং বয়সের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
Indian Coast guard recruitment 2022: Examination Fees | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: পরীক্ষা মূল্য
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ২৫০ টাকা পরীক্ষা মূল্য দিতে হবে। এছাড়া SC/ST প্রার্থীদের কোনোরকম মূল্য দিতে হবে না।
Indian Coast guard recruitment 2022: Educational Qualification | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্বীকৃত ইউনিভার্সিটির ৬০% নম্বরসহ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ম্যাথামেটিকস এবং ফিজিক্স বিষয়দুটি আপনার ১২ ক্লাসের পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই বিষয়ে ৫৫% নম্বরসহ পাশ করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এসএসএ)-
এই পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাথামেটিকস এবং ফিজিক্স বিষয়ে ৫৫% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন দ্বারা স্বীকৃত পাইলট লাইসেন্স থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (মেকানিক)-
এই পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার নাভেল আর্কিটেকচার/ মেকানিকাল/ মেরিন/ অটোমোটিভ-এ ৬০% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ম্যাথামেটিকস এবং ফিজিক্স বিষয়দুটি আপনার ১২ ক্লাসের পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই বিষয়ে ৫৫% নম্বরসহ পাশ করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিকাল (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স)-
আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশনে ৬০% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ম্যাথামেটিকস এবং ফিজিক্স বিষয়দুটি আপনার ১২ ক্লাসের পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই বিষয়ে ৫৫% নম্বরসহ পাশ করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ল এন্ট্রি-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্বীকৃত ইউনিভার্সিটির ৬০% নম্বরসহ ল পাশ করতে হবে।
এছারও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
Indian Coast guard recruitment 2022: Last Date of Apply | ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ০৭.০৯.২০২২ অর্থাৎ ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Indian Coast guard recruitment 2022 Apply Online | আবেদন করুন |
Indian Coast guard recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
Indian Coast guard recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Sports authority of India recruitment 2022
🔥 WB Primary TET 2022 New Update
FAQ: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)
Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: সংশ্লিষ্ট বিষয়ে ৫৫% অথবা ৬০% নম্বর সহ পাশ করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Indian Coast guard recruitment 2022 (ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: জন্মসাল হতে হবে ০১.০৭.১৯৯৩ থেকে ৩০.০৬.২০০৩-এর মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)