Indian Navy Recruitment 2022 | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: ১ লক্ষ ৪২ হাজার টাকা পর্যন্ত বেতনে Indian Navy-তে নিয়োগ চলছে! (Apply Now!)

Indian Navy Recruitment 2022, Indian Navy Recruitment 2022 Apply Online, Indian Navy Recruitment 2022 Official Notice Pdf, Indian Navy Job Vacancy 2022, ভারতীয় নেভি নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি মিনিস্ট্রি অর ডিফেন্সের ইন্ডিয়ান নেভি (Indian Navy Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Indian Navy Recruitment 2022 | ভারতীয় নেভি নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)ইন্ডিয়ান নেভি (Indian Navy)
🔥 Post Details (পোস্টের নাম)স্টাফ নার্স এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৪৯টি
🔥 Salary (বেতন)১৯,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)www.indiannavy.nic.in

কেন্দ্রীয় সরকারের আয়তাধীন ভারতীয় নেভিতে (Indian Navy Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Indian Navy Job Vacancy 2022 | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Staff Nurse৩টি 
🔥 Library & Information Assistant৬টি 
🔥 Civilian Motor Driver (Ordinary Grade)৪০টি 

Indian Navy Recruitment 2022: Age Limit | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: বয়স সীমা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়স সীমা)
🔥 Staff Nurse১৮ থেকে ৪৫ বছর
🔥 Library & Information Assistant
সর্বাধিক ৩০ বছর
🔥 Civilian Motor Driver (Ordinary Grade)১৮ থেকে ২৫ বছর

এছাড়াও SC/ST প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর এবং OBC প্রার্থীরা অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

Indian Navy Recruitment 2022: Selection Process | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে আবেদনপত্রের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Indian Navy Recruitment 2022: Salary | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: বেতন

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Staff Nurse৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত 
🔥 Library & Information Assistant৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত 
🔥 Civilian Motor Driver (Ordinary Grade)১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত 

How to Apply for Indian Navy Recruitment 2022: | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট www.indiannavy.nic.in-এ গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

The Flag Officer Commanding-in-Chief (for CCPO), Headquarters, Western Naval Command, Ballard Estate, Near Tiger Gate, Mumbai-400001.

Indian Navy Recruitment 2022: Required Documents | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Indian Navy Recruitment 2022: Educational Qualification | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Staff Nurseমাধ্যমিক পাশ এবং হসপিটালে নার্সিং ট্রেনিংয়ের সার্টিফিকেট
🔥 Library & Information Assistantলাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি এবং এই কাজে ২ বছরের অভিজ্ঞতা 
🔥 Civilian Motor Driver (Ordinary Grade)মাধ্যমিক পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স 
Indian navy recruitment 2022
Indian navy recruitment 2022

Indian Navy Recruitment 2022: Last Date of Apply | ভারতীয় নেভি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Indian Navy Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Indian Navy Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 NABARD Recruitment 2022

🔥 HS Exam Date 2022 

🔥 IIT Kharagpur Recruitment 2022 

🔥 Myntra Recruitment 2022

🔥 PDIL Recruitment 2022 

🔥 UIDAI Aadhar Recruitment 2022

FAQ: Indian Navy Recruitment 2022 (ভারতীয় নেভি নিয়োগ ২০২২)

Q: Indian Navy Recruitment 2022 (ভারতীয় নেভি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Indian Navy Recruitment 2022 (ভারতীয় নেভি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক অথবা ব্যাচেলর ডিগ্রি। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Indian Navy Recruitment 2022 (ভারতীয় নেভি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৪৫ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment