১/৬: হোলি উৎসবের পূর্বে এক দুর্দান্ত প্লান নিয়ে হাজির হয়েছে BSNL কোম্পানি। যদিও বিভিন্ন টেলিকম অপারেটর Reliance Jio কোম্পানি আসার পরে তাদের প্ল্যানের দাম কমিয়েছিল। তবে জিও কোম্পানির সাথে পাল্লা না দিতে পেরে তারা পুনরায় দাম বাড়িয়েছে। ফলে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হয়েছেন। আর তাই তারা প্রত্যেকেই স্বল্প দামের প্ল্যান খোঁজেন।
২/৬: গ্রাহকদের এই সমস্যার সমাধানের লক্ষ্যে তৎপর বিএসএনএল (BSNL)। এক দারুণ প্ল্যান নিয়ে এসেছে এই কোম্পানি। এই প্রিপেড প্ল্যানটি ১ বছরের জন্য প্রায় বিনামূল্যে নিয়ে আসা হয়েছে। এই রিচার্জ করলে দৈনিক খুব কম খরচে সারা বছর চালানো যায়। ফলত গ্রাহকদের জন্যে এটি একটি লাভজনক প্ল্যান।
৩/৬: সরকারি টেলিকম সংস্থা BSNL-এর এই প্ল্যানের (BSNL Recharge Plan) মুল্য হল ১৯৯৯ টাকা। এতে ইউজাররা একাধিক সুবিধা পাবেন। ১ বছরের জন্য মোট ৬০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং-এর সুবিধাসহ স্থানীয় এবং জাতীয় রোমিংয়ের ক্ষেত্রেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে বিএসএনএল। এছাড়াও গ্রাহকরা দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Free আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Reliance Jio! এই ট্রিক এখনই কাজে লাগান
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio FREE Data: 87 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে! ১২ মার্চ পর্যন্ত Reliance Jio-র দুর্ধর্ষ অফার
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৬: হিসেব করলে এই প্ল্যানের দৈনিক ৬ টাকা খরচ হয়। এই স্বল্প মূল্যে একাধিক সুবিধা পাচ্ছেন বিএসএনএল গ্রাহকরা। এই প্ল্যান ছাড়া বিএসএনএল-এর আরও একটি প্ল্যান হলো ২৯৯৯ টাকার প্ল্যান। এতে গ্রাহকরা দৈনিক ৩ জিবি করে ডেটা পাবেন
৫/৬: পূর্বের প্ল্যানের মতো এটিতেও আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন গ্রাহকরা। দৈনিক ৯ টাকায় এই বিশাল সুবিধা পাওয়া যাচ্ছে। রিলায়্যান্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের চেয়েও কম খরচে প্ল্যান এনেছে এই কোম্পানি। আজকের দিনে এত কম খরচে খরচে কোনো অপারেটর এত সুবিধা দিতে পারেনা। তাই এই রিচার্জটি আপনার অবশ্যই করা উচিত।
৬/৬: এই সরকারি টেলিকম অপারেটরটি দেশের অন্যতম বড়ো টেলিকম সংস্থা।b বিএসএনএল কোম্পানি কম খরচে সুবিধা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে জনপ্রিয়। তাদের অন্যান্য প্ল্যানগুলিও রিলায়্যান্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের থেকে অনেকটাই সস্তা। হোলি উৎসবের পূর্বেই এই প্ল্যান এনে এই কোম্পানি সকলকে রীতিমত চমকে দিয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 রাজ্যে এক ধাক্কায় ৮২০৭ টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে! আদৌ কি আর শিক্ষক নিয়োগ হবে? জানুন বিস্তারিত
👉 সরকারি কর্মীদের জন্য সুখবর! শীঘ্রই বদল আসছে পেনশন স্কিমে, এই বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র
👉 ৭ লাখ টাকা কর্মচারীরা পেয়ে যাবেন একেবারে নিখরচায়! জানুন এই নতুন সরকারি প্রকল্পের ব্যাপারে
👉 WBPSC Recruitment 2023 Apply Online