Investment Tips: ১০ কোটি টাকা পাওয়া যাবে প্রতিদিন চা-এর টাকা জমালেই! জেনে নিন এই সিক্রেট ফর্মুলা

Crorepati Tips-

১/৯: দৈনিক মাত্র ২০ টাকা করে জমালে, মেয়াদ পূর্তির পর ১০ কোটি টাকা পাওয়া যাবে।

২/৯: প্রতিটি মানুষই রোজগার করার চেষ্টা করেন। কিন্তু টাকা রোজগার করা তো আর মুখের কথা নয়। তার উপর কোটি টাকা ইনকাম করাটা আরও কঠিন। তবে কোটিপতি হওয়ার ইচ্ছে কার না থাকে। আপনি নিশ্চয় এখন ভাবছেন যে, চা-এর টাকা জমিয়ে কিভাবে কোটিপতি হওয়া সম্ভব?

৩/৯: এই কঠিন কাজকে সহজ করতে প্রয়োজন সঠিক বিনিয়োগের কৌশল এবং টার্গেট। দিনের মাত্র দুই কাপ চা-এর টাকা বাঁচিয়ে কোটিপতি হওয়া সম্ভব। যে সমস্ত মানুষ চা পান করতে ভালোবাসেন, তারা দিনে অন্তত ২ বার চা পান করেই থাকেন। যেকোনো ভালো দোকান থেকে চা খেতে ২০ টাকা খরচা হয়ে যায়। তাই আপনি চাইলে এই ২০ টাকা জমিয়ে কোটিপতি হতে পারেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ২৬ লাখ টাকা পেয়ে যান ১১৫ টাকা জমিয়েই! মধ্যবিত্তদের সমস্যা মেটাতে এই দারুণ স্কিম নিয়ে এল LIC

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LIC: আর মাত্র কয়েকদিন বাকি! এটাই শেষ সুযোগ LIC-র দুর্দান্ত স্কিমে বিনিয়োগের

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Savings option: ৩১ মার্চের আগে শেষ করুন এই কয়েকটি কাজ, না হলে ভারী জরিমানা গুনতে হবে!

চা ছাড়ার দ্বিগুণ উপকারিতা-  

৪/৯: অধিকাংশ মানুষই নিজেদের দিন শুরু করেন চা পান করে। অনেকে রয়েছেন যারা দিনে বহুবার চা পান করেন। তারা যদি সেই অভ্যাস ছাড়তে পারেন, তাহলে তারা ধনী হয়ে যাবেন। এর জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প এবং ইচ্ছাশক্তিতাহলে চলুন কিভাবে দৈনিক ২০ টাকা প্রতিদিন জমিয়ে কোটিপতি হবেন তা জেনে নেওয়া যাক।

৫/৯: কোনো ব্যক্তি যদি দিনে দুইবারের চা-এর খরচ বাঁচিয়ে নেন, তাহলে হিসেব করলে মাসের শেষে জমবে ৬০০ টাকাএই টাকা যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা যায়, তাহলে তিনি কোটিপতি হতে পারবেন। তবে এর জন্য এই টাকা বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগে প্রচুর টাকা রিটার্ন দেয়। এতে রিটার্নের পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।

৬/৯: চা-এর টাকা দিয়ে যদি কোনো ২০ বছর বয়সের ব্যক্তি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (SIP) মাসে ৬০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি একটি মিউচুয়াল ফান্ডে ১ মাসে ৬০০ টাকার এসআইপি করেন। আপনি যদি ৪০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে মোট জমা হবে ২,৮৮,০০০ টাকা। এর ১৫% রিটার্ন পেলে মোট জমা হবে ১,৮৮,৪২,২৫৩ টাকা। আবার যদি ২০% রিটার্ন পাওয়া যায়, সেক্ষেত্রে জমা হবে প্রায় ১০,১৮,১৬,৭৭৭ টাকা। আপনাদের জানিয়ে রাখি যে, মিউচুয়াল ফান্ডে প্রাপ্ত সুদ চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়।

৭/৮: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যত দীর্ঘমেয়াদি হবে, রিটার্নের পরিমাণও তত বেশি হবে। এইভাবে কোটিপতি হওয়া গেলেও এতে বিনিয়োগ করার ঝুঁকি রয়েছে। কারণ এই সমস্ত মিউচুয়াল ফান্ড সাধারণত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাই বিনিয়োগও শেয়ারবাজারে উত্থান-পতনের কারণে প্রভাবিত হয়। 

investment tips 10 crore can be obtained by investing tea money every day

৮/৯: বি.দ্র: শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ। তাই এই সমস্ত ক্ষেত্রে নিজ ঝুঁকিতেই বিনিয়োগ করা উচিত।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন

👉 ৭৫ হাজার টাকা দেবে সরকার মেয়ের জন্ম হলেই! কিভাবে পাবে টাকা? জেনে নিন

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই হয়ে যাবে টাকা ডবল পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন এখনই

Leave a Comment