IPPB Recruitment 2022, India Post Payments Bank Recruitment 2022, www.ippbonline.com recruitment 2022, IPPB Online Recruitment 2022, IPPB Recruitment 2022 Notification, গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank Recruitment 2022) গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তাই এই সংক্রান্ত বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি বিস্তারিত পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
বিষয় তালিকা
- 1 IPPB Recruitment 2022: গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২
- 2 India Post Payments Bank Recruitment 2022: Application Date (আবেদনের তারিখ)
- 3 IPPB Recruitment 2022: Total Vacancy (গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২: মোট শূন্য পদ)
- 4 IPPB Recruitment 2022: Salary (গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২ বেতন কাঠামো)
- 5 IPPB Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
- 6 IPPB Recruitment 2022: Age Limit (বয়স সীমা)
- 7 IPPB Recruitment 2022: Recruitment Process (নির্বাচন প্রক্রিয়া)
- 8 Important Links (গুরুত্বপূর্ণ লিংকসমূহ)
- 9 FAQ
IPPB Recruitment 2022: গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে IPPB ব্যাঙ্কের শাখাগুলিতে শূন্যপদ পূরণ করা হবে।
আরও পড়ুন 👇
🔥 WBSSC Scam Paresh Adhikary: মেয়ের চাকরিতে ‘দুর্নীতি’, মন্ত্রী পরেশকে CBI হাজিরার নির্দেশ
🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022
India Post Payments Bank Recruitment 2022: Application Date (আবেদনের তারিখ)
এই পদ গুলির জন্য আবেদন ১০ মে ২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে। আর আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২২। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ippbonline.com-এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
IPPB Recruitment 2022: Total Vacancy (গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২: মোট শূন্য পদ)
মোট শূন্য পদ সংখ্যা ৬৫০ টি। শূন্য পদে নিয়োগ করা হবে বিভিন্ন রাজ্য অনুযায়ী।
IPPB Recruitment 2022: Salary (গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২২ বেতন কাঠামো)
এই পদগুলিতে নির্বাচিত চাকরি প্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
IPPB Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে, এছাড়াও প্রার্থীদের কম করে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
IPPB Recruitment 2022: Age Limit (বয়স সীমা)
এই পদ্গুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
IPPB Recruitment 2022: Recruitment Process (নির্বাচন প্রক্রিয়া)
প্রার্থীদের এই পদগুলির জন্য নির্বাচন করা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। এছাড়া প্রার্থীদের আর বিস্তারিতই জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ippbonline.com-তে গিয়ে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে অনুরোধ করছি। লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিংকসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
IPPB Recruitment 2022 অফিসিয়াল ওয়েবসাইট | এখানে দেখুন |
আরও পড়ুন 👇
🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022
FAQ
Q: IPPB Recruitment 2022-এর জন্য শেষ তারিখ কবে?
Ans: ২০ মে ২০২২।
Q: IPPB Recruitment 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
Q: IPPB Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে, সে সাথে প্রার্থীদের কম করে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।