১/৭: বর্তমানে স্মার্টফোন (Mobile Phone) যেনো আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। এই স্মার্ট ফোন ছাড়া যেনো আমরা এক মুহূর্তও চলতে পারি না। যেকোনো মানুষ এই জিনিস ছাড়া অচল। এমনকি এই যন্ত্র ব্যবহার করাকালীন পারিপার্শ্বিক কোনো রকম অসুবিধার দিকে চোখ থাকেনা মানুষের।
২/৭: বাড়ি, কাজের জায়গা, পড়াশোনার জায়গা তো আছেই, এছাড়াও বাস, ট্রেন কিংবা মেট্রো ইত্যাদি যানবাহনে ভ্রমণের সময়েও অনেকেই সেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আবার এমন অনেক মানুষ আছেন যারা বাসে,ট্রেনে কিংবা কোনো পাবলিক প্লেসে ফোনের স্পিকারে লাউড ভলিউমে গান চালিয়ে দেন। অনেকে তো আবার জোরে জোরে কথা বলেন ফোন করার সময়। এর ফলে অন্যান্য মানুষরা স্বাভাবিকভাবেই যথেষ্ট বিরক্ত হন।
৩/৭: কিন্ত এবার এমন এক নতুন নিয়ম এসেছে, যার জন্য আশা করা হচ্ছে যে, এবার এই নিয়মের জেরে আমাদের এই চেনা চিত্রে পরিবর্তন আসবে। নতুন এই নিয়নানুযায়ী পাবলিক প্লেসে কেউ যদি মোবাইলে জোরে কথা বলেন কিংবা হেডফোন ছাড়া জোরে ভিডিও চালিয়ে শোনেন, তাহলে তার ৫,০০০ টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল হতে পারে।
🔥আরও পড়ুন:
👉 আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর কলকাতা হাই কোর্টে শুনানি নিয়ে জল্পনা!
🔥আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
🔥আরও পড়ুন:
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
মোবাইল ব্যবহারের এই নতুন নিয়ম আপাতত চালু হয়েছে মুম্বইতে
৪/৭: প্রসঙ্গত, এই নিয়ম এখনও পর্যন্ত সমগ্র দেশে কার্যকর করা হয়নি। নিয়ম বেস্ট (BEST) অর্থাৎ বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃক এই নিয়ম জারি হয়েছে। অর্থাৎ এখন এই নিয়ম কেবলমাত্র মুম্বই মহানগরীতে এবং পার্শ্ববর্তী শহরেই কার্যকরী। এই নিয়ম না মানলে হতে পারে জরিমানা কিংবা জেল। যদিও এই নিয়ম আপাতত মুম্বইয়ে চালু হয়েছে, তবে যেকোনো সময়ে এটি দেশের অন্যান্য জায়গাতেও চালু হতে পারে।
৫/৭: বেস্ট এই সপ্তাহ থেকেই স্পিকারে গান শোনা কিংবা হেডফোন ছাড়া পাবলিক প্লেসে জোরে ভিডিও দেখা নিষিদ্ধ করেছে। এই নোটিশ গত ২৫ এপ্রিল জারি করা হয়েছে। সাধারণ মানুষকে এই নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য ইতিমধ্যেই বাসে বাসে এই বিষয়ে বিজ্ঞাপন দেওয়ার কাজও শুরু হয়েছে।
মোবাইল ব্যবহারের নতুন এই নিয়ম কেন চালু করা হলো?
৬/৭: বিশেষত শব্দদূষণ রোধ করতে এবং বাস যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, শব্দের ডেসিবেল মাত্রা কম রাখার জন্য নতুন এই নিয়ম আনা হয়েছে। এমতাবস্থায় বাসের কোনো যাত্রীকে আর উচ্চস্বরে ফোনে কথা বলতে দেওয়া হবে না। কোথাও ঘুরতে যাওয়ার সময় গান অথবা ভিডিও দেখতে হলে হেডফোন ব্যবহার করায় শ্রেয়।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার
👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?
👉 ১ মে থেকে এই নতুন নিয়ম! Call-SMS-এ আমূল পরিবর্তন! বিপদে পড়ার আগে TRAI-এর এই সিদ্ধান্ত জানুন
👉 আর কতদিন টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণা!