Jio Happy New Year 2023 Plans: নতুন বছরের জন্য এই ২ টি ধামাকা অফার আনল রিলায়েন্স জিও!

১/৭: Jio-এর ৮৪ দিনের প্ল্যানে (Jio Happy New Year 2023 Plans) আপনি যদি নিয়মিত রিচার্জ করে থাকেন তাহলে এটি আপনার জন্য সহায়ক হতে পারে। এমনকি পরবর্তীকালে যদি প্ল্যানের দাম বেড়ে যায় তাহলে সেইক্ষেত্রেও আপনি লাভবান হবেন। তাহলে চলুন এই প্ল্যান ২টির বিষয়ে জেনে নেওয়া যাক।

২/৭: ২০২৩ সালের জন্য Reliance Jio নিয়ে এলো আকর্ষণীয় অফার। এই প্ল্যানের নাম হলো- ‘Happy New Year 2023’ প্রিপেইড প্ল্যান। আম্বানি অধীনস্থ সংস্থা এই প্ল্যানের অধীনে নতুন অফারের ঘোষণা করেছে। Jio ২,০২৩ টাকা এবং ২,৯৯৯ টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধার বিষয়ে জানিয়েছে।

৩/৭: আপনার হয়তো টাকার পরিমাণ অনেকটা বেশী মনে হচ্ছে। কিন্তু Jio-এর ৮৪ দিনের প্ল্যানে আপনি যদি নিয়মিত রিচার্জ করে থাকেন তাহলে এটি আপনার জন্য সহায়ক হতে পারে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio ও Airtel-এর ঘুম ওড়াবে BSNL এর এই রিচার্জ প্ল্যান! সবচেয়ে কম খরচে ২ জিবি ডেটা সহ ৩৬৫ দিন ভ্যালিডিটি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio 5G: ডিসেম্বরেই রাজ্যের এই স্থান জুড়ে 5G পরিষেবা দেবে Jio! বড় ঘোষণা আম্বানির সংস্থার

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio 5G চলবে কেবল এই স্মার্টফোনগুলিতে! আপনার ফোন এই তালিকায় আছে তো?

৪/৭: এমনকি পরবর্তীকালে যদি প্ল্যানের দাম বেড়ে যায় তাহলে সেইক্ষেত্রেও আপনি লাভবান হবেন। তাহলে চলুন এই প্ল্যান ২টির বিষয়ে জেনে নেওয়া যাক।

Jio-এর ২,০২৩ টাকার প্ল্যান-

৫/৭: Jio নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের সাথে সামঞ্জস্য রেখে এই প্ল্যানের দাম স্থির করেছে। এই প্ল্যানে পাওয়া যাবে একাধিক সুবিধা। ইউজাররা দৈনিক ২.৫GB ডেটা পাবেন। অর্থাৎ সর্বমোট ৬৩০ GB ডেটা পাবেন। এর সাথে আপনারা পাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা। এছাড়াও Jio দৈনিক ১০০টি SMS-এর সুবিধা দেবে। এর প্ল্যানের মেয়াদ থাকবে ২৫২ দিন

Jio Happy New Year 2023 Plans comes out

Jio-এর ২,৯৯৯ টাকার প্ল্যান-

৬/৭: Jio-এর অপর প্ল্যানটি ২,৯৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানেও আপনি দৈনিক ২.৫ GB ডেটা পাবেন। অর্থাৎ মোট ৯১২.৫ GB। এছাড়াও পাবেন আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও আপনি দৈনিক ১০০টি করে SMS পাঠাতে পারবেন। তবে এই প্ল্যানের মেয়াদ থাকবে আপনি সম্পূর্ণ ১ বছর অর্থাৎ ৩৬৫ দিন

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN-Aadhaar Card Update: আপনার প্যান ও আধার কার্ডে এটি না করলে বিপদে পড়বেন! আয়কর দফতরের গুরুত্বপূর্ণ বার্তা!

👉 Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে হবে এই ভাবে! এই গাইডলাইন দিল নবান্ন

👉 UGC NET December 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি জারি! কোন কোন তারিখে কি করতে হবে? জানুন বিস্তারিত

👉 বিরাট সুখবর এই সব ব্যাঙ্কের গ্রাহকদের জন্য! সুযোগ পেতে অবশ্যই জেনে নিন এই আপডেট

Leave a Comment