Jio Recruitment 2023: ৭,৭৮৯ টি শূন্য পদে ৩০,০০০ টাকা বেতনে জিও-তে নিয়োগ চলছে। লাগবে না কোনো আবেদন ফি! (Apply Now!)  

Jio Recruitment 2023, (জিও-তে নিয়োগ ২০২৩) Jio Recruitment 2023 Apply Online, Official Website

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি জিও কোম্পানি (Jio Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। এখানে ওয়ার্ক ফ্রম হোমের জন্য বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা:

Jio Recruitment 2023 | জিও নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Reliance Jio
🔥 Post Details (পোস্টের নাম)কাস্টমার এক্সিকিউটিভ ফ্রিল্যান্সার 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৭৭৮৯ টি
🔥 Salary (বেতন)২০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)ওয়ার্ক ফ্রম হোম
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://in.best-jobs-online.com/

জিও কোম্পানিতে (Jio Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Jio Recruitment 2023: Vacancy Detail | জিও নিয়োগ ২০২৩: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Customer Executive Freelancer ৭৭৮৯ টি 
🔥 Total৭৭৮৯ টি 

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 CRPF Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bandhan Bank Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 BSNL Recruitment 2023

Jio Recruitment 2023: Age Limit | জিও নিয়োগ ২০২৩: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর

Jio Recruitment 2023: Salary | জিও নিয়োগ ২০২৩: বেতন  

এই চাকরির জন্য কর্মীদের মাসিক ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Jio Recruitment 2023 Apply Online: | জিও নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

১) প্রথমে আপনাকে Google Search Box-এ গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট Careers.jio.com লিখে Search করতে হবে।

২) তারপর আপনাকে ‘Jio Work From Home Jobs Vacancy 2023’ অপশনে ক্লিক করতে হবে।

৩) আপনি যদি প্রথমবার আবেদন করে থাকেন তাহলে আপনাকে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

৪) রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে কোম্পানির তরফ থেকে যে User Id এবং Password দেওয়া হবে তা দিয়ে Login করতে হবে।

৫) এরপর আপনার সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে আপনার নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ‘Next Option’ অপশনে ক্লিক করতে হবে।

৬) তারপর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ‘Next Option’ অপশনে ক্লিক করতে হবে।

৭) তারপর আপনাকে ‘Job Section’ অপশনে গিয়ে ফ্রিলান্সার অপশনে ক্লিক করতে হবে এবং যে রাজ্যের হয়ে আপনি আবেদন করবেন সেখানকার নোটিফিকেশন গিয়ে ক্লিক করুন।

৮) এরপর আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে তার সাথে আপনার বায়োডাটা স্ক্যান করে আপলোড করতে হবে।

Jio Recruitment 2023: Required Documents | জিও নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Jio Recruitment 2023: Application Fees | জিও নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

jio recruitment 2023

Jio Recruitment 2023: Education Qualification | জিও নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আপনি আপনার রাজ্যের ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Jio Recruitment 2023 Official Notice & Apply Onlineএখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 South Eastern Railway Recruitment

👉 ISI Kolkata Recruitment 2023

👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন

👉 প্রতি মাসে ৩০০০ টাকা করে প্রত্যেক জনগণ পেতে চলেছেন কেন্দ্র সরকারের এই নয়া প্রকল্পে! কি ভাবে পাবেন? জানুন

👉 Karmai Dharma Scheme: নতুন বছরে রাজ্যের ২ লাখ যুবক-যুবতীদের বিনামূল্যে বাইক দিচ্ছে সরকার! জানুন কী ভাবে পাবেন?

FAQ: Jio Recruitment 2023 (জিও নিয়োগ ২০২৩)

Q: Jio Recruitment 2023 (জিও নিয়োগ ২০২৩)-তে কিভাবে আবেদন করবেন?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Jio Recruitment 2023 (জিও নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Jio Recruitment 2023 (জিও নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: নূন্যতম ১৮ বছর। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment