Jio 5G: ডিসেম্বরেই রাজ্যের এই স্থান জুড়ে 5G পরিষেবা দেবে Jio! বড় ঘোষণা আম্বানির সংস্থার

১/৮: জিও (Reliance Jio)-র ৫জি পরিষেবা এবার কলকাতায় পেতে চলেছেন প্রত্যেক। চলতি বছরের ডিসেম্বরে কলকাতার বেশিরভাগ জায়গায় 5G (Jio 5G) পরিষেবা দিতে চলেছে জিও কোম্পানি। এমনকি আগামী বছরের জুন মাসের মধ্যেই শহরের সর্বত্র এই পরিষেবা পৌঁছে যাবে বলে গত সোমবার সংস্থার শীর্ষকর্তা জানিয়েছে।

২/৮: এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৮: এর মধ্যেই জিও-র ৫জি পরিষেবা শিলিগুড়িতে চালু হয়েছে। এই পরিষেবা চালু করে এয়ারটেল কোম্পানি। কিন্তু রাজ্যের প্রাণকেন্দ্র তিলোত্তমা কলকাতাতে 5G পরিষেবা এখনও শুরু করা যায়নি।

আরও পড়ুন:  👇👇👇

🔥 আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই কাজটি না করলে!

🔥 ATM ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনল RBI! দেখে নিন এই নতুন নিয়ম!

🔥 Latest Scholarships 2022: ৪০,০০০ টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে। (Apply Now!)

৪/৮: আগামী ডিসেম্বরের মধ্যে শিলিগুড়িতেও এই 5G পরিষেবা দেবে জিও, এমনটাই জানিয়েছেন রিলায়েন্স জিও-র শীর্ষকর্তা। রিলায়েন্স জিও-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে,‘কলকাতা জুড়ে ৫জি পরিষেবা চালু করার জন্য জিও ইঞ্জিনিয়াররা দিনরাত পরিশ্রম করছেন। তাছাড়া অসম থেকে শুরু করে সমগ্র উত্তরপূর্বে পৌঁছে দেওয়া হবে জিও-র ৫G পরিষেবা।’

৫/৮: পৃথিবীর সবথেকে উন্নত মানের 5G পরিষেবা একমাত্র দিতে সক্ষম জিও কোম্পানি। জিও-র ‘ট্রু ৫জি’ পৃথিবীর সবচেয়ে উন্নত মানের 5G পরিষেবা হতে চলেছে বলে দাবি সংশ্লিষ্ট সংস্থার। ৫০০এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পীড পাচ্ছেন জিও-র ট্রু ৫জি ব্যবহারকারীরা। কলকাতাতে জিও-র মিডিয়ান ডাউনলোড স্পীড বর্তমানে পৌঁছেছে ৪৮২.০২ Mbps-এ, ইন্টারনেট স্পীড টেস্ট অ্যাপ ওকলার তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

৬/৮: সম্প্রতি জিও একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিল। ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের টেলিকম দপ্তর এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে। জিও-এর নতুন ৫জি নেটওয়ার্কের ডেমো সেখানেই দেখা হয়। রাজ্যের আইটি দপ্তরের সচিব রাজীব কুমারের উপস্থিতিতে দেখানো হয় 5G এর ডেমো। এছাড়াও সেই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন অনেক স্বনামধন্য ব্যক্তি।

Jio 5G

৭/৮: অপরদিকে জিও-র অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’-র কথা উল্লেখ করা হয়। তারা রাজ্যে ট্রু ৫জি নেটওয়ার্ক স্থাপন করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে জিও সংস্থা। এই পরিষেবার মাধ্যমে সমগ্র রাজ্যবাসী পেতে চলেছেন হাই স্পীড ইন্টারনেট পরিষেবা। এতে গোটা পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇 

🔥 SAIL Recruitment 2022

🔥 Latest Scholarships 2022

🔥 Teacher Recruitment

🔥RRB Recruitment 2022

🔥 ATM ব্যবহারের নিয়মে বড়সড় বদল আনল RBI! দেখে নিন এই নতুন নিয়ম!

Leave a Comment