Jio-র সবচেয়ে সস্তা প্ল্যান! মাত্র ৯১ টাকায় সারামাস আনলিমিটেড কল, সাথে ডেটা, এসএমএস বেনিফিটও

১/৬: Reliance Jio গত ৭ বছর ধরে ভারতের টেলিকম মার্কেটে শীর্ষস্থানে রয়েছে। এই টেলিকম সংস্থাটি নতুন 5G লঞ্চ করে বেশ নজর কেড়েছে। শুধু তাই নয়, গ্রাহকদের জন্য এই কোম্পানিটি প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে উপস্থিত হচ্ছে। প্রায়শই Jio-এর প্রিপেড অথবা পোস্টপেড কানেকশনের ক্ষেত্রে অতিরিক্ত বিকল্প যুক্ত হচ্ছে।

২/৬: আপনি যদি এই সংস্থার ফিচার ফোন অর্থাৎ Jio Phone ব্যবহার করার পাশাপাশি কোন সস্তার রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য। আজ আমরা আপনাদের JioPhone-এর এমন একটি নতুন প্ল্যানের বিষয়ে জানাবো, যার মাধ্যমে আপনি সস্তায় আনলিমিটেড কলিং, ডেটাসহ SMS-এর সুবিধাও পাবেন। তাহলে চলুন JioPhone-এর নতুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

১০০ টাকার কমেই সারা মাসে পাওয়া যাবে আনলিমিটেড কল, ডেটা এবং এসএমএস-এর সুবিধা

৩/৬: জিওফোনের এই প্ল্যানটির দাম হলো মাত্র ৯১ টাকা। এই প্ল্যানটি কোম্পানি বছরের শুরুর দিকে লঞ্চ করেছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই রিচার্জ করলে আপনি আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ এমবি করে মোট ৩ জিবি ডেটাসহ দৈনিক ৫০ টি করে এসএমএস-এর সুবিধাও পাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, আপনার সমস্ত রকমের চাহিদা ১০০ টাকার কম খরচেই এই প্ল্যান মেটাতে পারবে। নিঃসন্দেহে এটি একটি দারুণ প্ল্যান।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০ টাকারও কমে আনলিমিটেড কল ও ডেটা, চলবে ১১ মাস! Jio, Airtel ফেল এই প্ল্যানের সামনে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 দিন রাত নেট চালান ও আনলিমিটেড কল করুন, Jio-র সেরা এই ডেটা প্ল্যানগুলি এখনই জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ইন্টারনেট দিনে যতখুশি ব্যবহার করুন, হবে না শেষ! Jio-র এই ধামাকাদার অফার জেনে নিন

এই প্ল্যানগুলিও আপনি রিচার্জ করতে পারেন-

১) JioPhone-এর ১৫২ টাকার প্ল্যান-

৪/৬: এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই রিচার্জ করলে আপনি আনলিমিটেড কলিং, দৈনিক ০.৫ জিবি করে মোট ১৪ জিবি ডেটাসহ ৩০০টি করে এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও আপনি জিও টিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema), Jio Security (জিও সিকিউরিটি)-এর মতো সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

Jio's cheapest plan! Saramas unlimited calls with data, SMS benefits at just Rs 91

২) JioPhone-এর ১৮৬ টাকার প্ল্যান-

৫/৬: আপনি যদি বেশি ডেটা ব্যবহার করে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত। এই প্ল্যানে আপনি দৈনিক ১ জিবি করে ডেটাসহ দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাবেন। এই প্ল্যানের বৈধতা হলো ২৮ দিন। এই রিচার্জে আপনি কম্প্লিমেন্টারি জিও অ্যাপের সুবিধা পাবেন।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে UPSC, কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন

👉 এবার ২০০ টাকা ভর্তুকি মিলবে LPG গ্যাসে! কেন্দ্রের ঘোষণায় গোটা দেশে খুশির হাওয়া

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

👉 Salary Hike: বেতন বৃদ্ধি নিয়ে এই বিরাট ঘোষণা রাজ্য সরকারের! কত টাকা বেশি পাবেন? জেনে নিন

👉 ছুটি হবে তাড়াতাড়ি! ছুটি নিয়ে এই বিরাট ঘোষণা মমতা সরকারের

Leave a Comment