Jobs in Kolkata KMC Recruitment 2022 | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: মাধ্যমিক পাশে কলকাতা পৌরসভার অধীনে শতাধিক কর্মী নিয়োগ, (Apply Now!)

KMC Recruitment 2022, Jobs in Kolkata 2022, Kolkata Municipal Corporation Recruitment 2022, HHW Recruitment ২০২২, Job in Kolkata, Kolkata Job, Govt Jobs in West Bengal 2022, West Bengal Job 2022

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি রাজ্যের পৌরসভা কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে কলকাতা পৌরসভায় (HHW Recruitment 2022) নূন্যতম যোগ্যতায় শতাধিক কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Jobs in Kolkata (KMC Recruitment 2022) | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২

Organization Name (সংস্থার নাম)কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন
Post Details (পোস্টের নাম)অনোরারি হেল্থ ওয়ার্কার (HHW)
Total Vacancies (মোট শূন্যপদ)১২৭টি
Job Location (চাকরির স্থান)কলকাতা 
Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)www.kmcgov.in

রাজ্যের পৌরসভায় (Jobs in Kolkata) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Vacancy Detail | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: পদের নাম

পশ্চিমবঙ্গের পৌরসভায় যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- Honorary Health Worker.

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Age Limit | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স সীমা অবশ্যই হতে হবে ০১.০১.২০২২ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST/OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ২২ বছর।

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Selection Process | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই সিলেকশন কমিটি দ্বারা কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Salary | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: বেতন

এই চাকরির জন্য কর্মীদের ৪,৫০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

How to Apply for Jobs in Kolkata (KMC Recruitment 2022): Salary: | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে পোস্ট/ স্পীড পোস্ট/ কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. 

Benarjee Road, Kolkata – 700013.

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Required Documents | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে যে নথিপত্র গুলির প্রয়োজন-

  • আপনার জন্ম প্রমাণপত্র
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা হওয়ার প্রমাণপত্র
  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার পাসপোর্ট সাইজের ২টি ছবি
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Educational Qualification | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। আপনার অবশ্যই বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা হওয়া আবশ্যক। আপনাকে কলকাতা পৌরসভার বাসিন্দা হতে হবে। এই পদের জন্য কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার মোটিভেশন অথবা রেন্ডারিং সোশ্যাল সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।

Jobs in Kolkata KMC Recruitment 2022

Jobs in Kolkata (KMC Recruitment 2022): Last Date of Apply | কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে ১৫.০৯.২০২২ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
KMC Recruitment 2022 Official Noticeডাউনলোড করুন 
KMC Recruitment 2022 Official Website এখানে দেখুন

🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 BEL Recruitment 2022

🔥 FCI Recruitment 2022 

🔥 Amazon Recruitment 2022

🔥Tata Scholarship 2022

🔥 Sports authority of India recruitment 2022

FAQ: Jobs in Kolkata (KMC Recruitment 2022) ( কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২)

Q: Jobs in Kolkata (KMC Recruitment 2022) ( কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Jobs in Kolkata (KMC Recruitment 2022) ( কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Jobs in Kolkata (KMC Recruitment 2022) ( কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও SC/ST/OBC প্রার্থী হলে আপনার নূন্যতম বয়স হতে হবে ২২ বছর। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment